• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভক্তদের কাঁদিয়ে আচমকাই তারার দেশে, বলিউডের এই ৫ সেলিব্রিটির মৃত্যু আজও রহস্য

Updated on:

Bollywood celebrities,Divya Bharti,Jiah Khan,Sridevi,Sushant Singh Rajput,Bollywood Gossip,সুশান্ত সিং রাজপুত,দিব্যা ভারতী,জিয়া খান,শ্রীদেবী,পারভিন ববি,Parveen Bobby

বর্তমানে মানুষের জীবনের সাথে বিনোদন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। তাই তারকাদের (Celebrity) শুধু সিনেমার পর্দায় নয় বাস্তব জীবনেও জানতে ব্যাপক আগ্রহী দর্শকেরা। আর পাঁচজনের মত তারকাদের জীবনেও কাজের চাপ থেকে নানান সমস্যা এমনকি সম্পর্কের উত্থান পতন হতেই থাকে। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় এমন অনেক তারকারা রয়েছেন যারা আত্মহত্যার মত মারাত্মক সিদ্ধান্তও নিয়েছেন। আজ এমনই কিছু তারকাদের কথা বলব যাদের আকস্মিক মৃত্যু আজও রহস্য হয়েই রয়ে গিয়েছে।

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) : বলিউডের অভিনেতা সুশান্ত ২০২০ সালের ১৪ই জুন নিজের ফ্ল্যাটেই আত্মঘাতী হন। যদিও তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। শুরুতে সুশান্তের বাবা প্রেমিকা রিয়াকেই সন্দেহ করেন, মামলা হয়। কিন্তু পরবর্তীকালে রিয়া জামিন পেয়ে যান। এরপর বহু সময় পেরিয়ে গেলেও হাসিখুশি সুশান্ত কেন আত্মহত্যা করেছিলেন সেটা জানা যায়নি।

Sushant Singh Rajput, Bollywood star who could not see their last movie

পারভিন ববি (Parveen Bobby) : আশির দশকে বলিউডের পর্দায় রীতিমত দাপিয়ে বেরিয়েছিলেন পারভিন ববি। কিন্তু সম্পর্কের বিচ্ছেদ থেকে অতিরিক্ত মদ্যপান তাকে মানসিক অবসাদগ্রস্ত করে তোলে। এরপর একদিন জানা যায় নিজের ফ্ল্যাটেই আত্মহত্যা করেন অভিনেত্রী। জানা যায়, ফ্ল্যাটের বাইরে খবর কাগজ, দুধের প্যাকেট জমদে দেখে সন্দেহ হয়, তারপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

After 17 years of Parveen Babi’s death, no buyer is willing to buy her flat

শ্রীদেবী (Sridevi) : অপরূপ সুন্দরী শ্রীদেবী ২৪ শে ফ্রেবুয়ারী ২০১৮ সালে মারা যান। দুবাইতে থাকাকালীন হোটেলের বাথটবে তার মৃতদেহ উদ্দার হয়। ময়নাতদন্তে জানা যায়, জলে ডুবে মৃত্যু হয়েছিল তার। কিন্তু রহস্য সেখানেই! বাথটাবের জলে ডুবে কিভাবে মারা গেলেন তিনি? এই প্রশ্নের উত্তর আজও অজানাই।

Sridevi

দিব্যা ভারতী (Divya Bharti) : বিখ্যাত বলি প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার স্ত্রী দিব্যা ভারতী। ফ্ল্যাটে বন্ধুদের সাথে পার্টি করতে করতেই হটাৎ ব্যালকনি থেকে পরে যান অভিনেত্রী। কিন্তু কিভাবে এমন অঘটন ঘটল সেই রহস্যের সুরাহা হয়নি আজও।

Divya Bharti, Bollywood actresses who got married at young age

জিয়া খান (Jiya Khan) : বলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী জিয়া ৩রা জুন ২০১৩ সালে আত্মহত্যা করেন। জুহুতে নিজের ফ্ল্যাট থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালীন গর্ভবতী ছিলেন তিনি, যার জেরে অভিনেত্রীর মা দাবি করেন পরিস্থিতির চাপে পড়ে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন তিনি। এমনকি প্রেমিক সূরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগের আনুগল উঠেছিল। কিন্তু আসল কারণ আজও জানা যায়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥