• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেড কার্পেটে হাস্যকর পোশাক পরে বিপাকে পড়েছিলেন এই ৫ অভিনেত্রী! দেখুন ছবি

Published on:

বলিউডের রেডকার্পেটের জন্য অপেক্ষা করে থাকে পুরো সিনে দুনিয়া। তারকাদের কাছে এটা উৎসবের মতোন। এখানে সকলেই নিজেদের সাজ পোশাকের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। আর এই রেডকার্পেটেই ভুল পোশাক বেছে তুমুল সমালোচনার মুখে পড়েন এই ৫ অভিনেত্রী।

দীপিকা পাড়ুকোন

দীপিকা (Deepika padukone) তার ফ্যাশন সেন্সের জন্য চিরকালই লাইমলাইটে থাকলেও, রেড কার্পেটে করেছিলেন মস্ত ভুল। আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে (IIFA) তিনি পরেছিলেন হালকা বেগুনি রঙের গাউন যা নেট দিয়ে তৈরি। পোশাকটির নীচের অংশে পালকের কাজ ছিল, মাথায় ছিল ঘোমটা, সাথ ন্যুড মেকাপ সব মিলিয়ে তার এই লুক মোটেই পছন্দ হয়নি ফ্যাশন-ক্রিটিকদের।

সানি লিওন

লাস্যময়ী অভিনেত্রী সানি লিওন তার ছটফটে ব্যবহার এবং চটকদার স্টাইলের জন্য পরিচিত। তবে তিনি রেড কার্পেটে নিজের সেরা সাজ দেখাতে তিনি কার্যত ব্যর্থ হয়েছিলেন। ডিপ নেক নীল সিকুয়েন্স গাউনের সঙ্গে তার হেয়ার স্টাইল একেবারেই মানানসই ছিল না।

সোনাক্ষী সিনহা

লুটেরা খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সিনহার এই সাজ সবচেয়ে খারাপ পোশাকের ক্যাটাগরিতে ফেলেছিলেন ফ্যাশন-ক্রিটিকরা। ডিপ নেক চকমকে লাল গাউন, ন্যুড মেকাপ, আর সোনালি চুল তার লুককে মাঠে মেরেছিল।

রাধিকা আপ্তে

রেড কার্পেটে ফর্মাল পরে মস্ত ভুল করেছিলেন রাধিকা আপ্তে। সাদা শার্টের উপর ফর্মাল নীল ব্লেজার আর নীল ট্রাউজারে একেবারেই খোলেনি তার সাজ।

শিল্পা শেঠি

এই একই ভুল করেছিলেন শিল্পা শেঠিও। পোশাকে বুকের অতিরিক্ত সিকুয়েন্সের কাজ সাথে তেলতেলে চুল আর ন্যুড মেকাপে খুবই খারাপ দেখাচ্ছিল অভিনেত্রীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥