• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিটের চেয়ে বেশি ব্যার্থ ছবি, তবুও অহংকার ১৬ আনা! রইল বলিউডের সর্বাধিক ফ্লপ ৫ নায়িকার তালিকা

বলিউডে টিকে থাকার সবচেয়ে সহজ উপায় কী যদি জিজ্ঞেস করা হয়, তাহলে নিঃসন্দেহে সেটি হবে দর্শকদের হিট ছবি উপহার দেওয়া। তবে এই বলিউডেই এমন বহু অভিনেত্রী (Bollywood actresses) রয়েছেন যারা নিজেদের কেরিয়ারে হিট ছবির থেকে বেশি ফ্লপ ছবিতে (Flop movies) কাজ করেছেন। তা সত্ত্বেও, তাঁরা বহু বছর ধরে বলিউডে রাজত্ব করছেন। আজকের প্রতিবেদনে এমনই ৫ নায়িকার নাম তুলে ধরা হল।

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রীদের নামের তালিকায় নাম থাকে কঙ্গনার। জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে ‘বলিউডের ক্যুইন’ও বলা হয়। এখনও পর্যন্ত কঙ্গনা ৩২টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে মাত্র ৫টি ছবি ব্লকবাস্টার হয়েছিল। বাকি প্রত্যেকটি সিনেমা সেমি হিট কিংবা ফ্লপ হয়েছিল।

   

Kangana Ranaut

ঐশ্বর্য রাই বচ্চন (Aishawarya Rai Bachchan)- প্রাক্তন ‘মিস ওয়ার্ল্ড’ ঐশ্বর্য এখনও পর্যন্ত ৩১টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে বহু সিনেমা বক্স অফিসেও চরম হিট হয়েছিল। যেমন ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’এর মতো বেশ কিছু সিনেমা। তবে জানেন, এই বলি সুন্দরীর অভিনয় করা মাত্র ৪টি ছবি বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম হয়েছিল। বাকি ২৭টি সিনেমা সেমি হিট কিংবা ফ্লপ হয়েছিল।

Aishwarya Rai Bachchan in Robot

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- বলিউডের নামী কাপুর পরিবারের মেয়ে তিনি। তাই স্বাভাবিকভাবেই তাঁর অভিনয় যে দুর্দান্ত হবে তা খানিক জানা কথাই। ‘কভি খুশি কভি গম’এর পু হোক কিংবা ‘জব উই মেট’এর গীত, করিনা অভিনীত একাধিক চরিত্র এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। রণধীর কন্যা এখনও পর্যন্ত ৪৯টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে মাত্র ১৩টি সিনেমা সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়েছিল। বাকি ৩৬টি সিনেমা বক্স অফিসে মাঝারি ব্যবসা করেছিল কিংবা ফ্লপ হয়েছিল।

Kareena Kapoor Khan thinking

সোনম কাপুর (Sonam Kapoor)- বলিউডের নামী অভিনেতা অনিল কাপুরের মেয়ে তিনি। ‘রাঞ্ঝানা’, ‘নীরজা’র মতো বেশ কিছু ব্লকবাস্টার সিনেমা-সহ মোট ১৯টি ছবিতে অভিনয় করেছেন সোনম। এর মধ্যে মাত্র ৬টি ছবি বক্স অফিসে ঝড় তুলতে সক্ষম হয়েছিল। বাকি সিনেমাগুলিতে অভিনেত্রী নিজের ১০০ শতাংশ দেওয়া সত্ত্বেও, সেই সিনেমাগুলি দর্শকদের মনে ছাপ ফেলতে পারেনি।

Sonam Kapoor sad

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)- বলিউডের ‘দেশি গার্ল’ এখন হলিউডেরও চেনা মুখ। নিজের কাজের সৌজন্যে তিনি এখন গ্লোবাল আইকন হয়ে গিয়েছেন। অভিনেত্রী হিসেবে নিজের দীর্ঘ কেরিয়ারে এখনও পর্যন্ত ৪১টি ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra sad

তবে এই ৪১টি সিনেমার মধ্যে মাত্র ১০টি সিনেমা সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়েছিল। বাকি ৩১টি সিনেমা সেমি হিট কিংবা ফ্লপ হয়েছিল।

site