• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একসময় বলিউড কপালেও হটাৎই ইন্ডাস্ট্রি থেকে উধাও! আজ এভাবে দিন কাটাচ্ছেন এই ৫ জনপ্রিয় অভিনেত্রী

Published on:

5 Bollywood actresses who suddenly disappeared from the industry

নব্বইয়ের দশককে বলিউডের ‘স্বর্ণ যুগ’ বলে থাকেন দর্শকদের একাংশ। সেই সময়কার বহু সিনেমা এবং সেই সিনেমাগুলির নায়ক-নায়িকাদের কথা এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। তবে নব্বইয়ের (90’s) দশকেরই এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা কেরিয়ারের মধ্য গগনে থাকার সময়ই আচমকা ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন। এখন কেমন আছেন সেই অভিনেত্রীরা (Bollywood actresses)? আজকের প্রতিবেদনে সেই খোঁজই দেওয়া হল।

অনু আগরওয়াল (Anu Aggarwal)- ‘আশিকী’ ছবির মাধ্যমে রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন অনু। দর্শকদের বেশ ভালোলেগেছিল তাঁর অভিনয়। কিন্তু একটি দুর্ঘটনা অনুর সম্পূর্ণ জীবন বদলে দেয়। আসলে একটি গাড়ি দুর্ঘটনার পর কোমায় চলে গিয়েছিলেন অভিনেত্রী। পরে সুস্থ হলেও, বলিউডে আর জায়গা করে নিতে পারেননি অনু।

Anu Aggarwal

মমতা কুলকার্নি (Mamta Kulkarni)- বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মমতা। নিজের কেরিয়ারে বলিউডের একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। তবে শোনা যায়, অভিনেত্রী ড্রাগ মাফিয়া বিকি গোস্বামীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন। যে কারণে ওনাকে বলিউডকে বিদায় জানাতে হয়। জানিয়ে রাখি, মমতাকে ‘কভি তুম কভি ম্যায়’ ছবিতে শেষ দেখা গিয়েছিল।

Mamta Kulkarni

শাবানা আজমি (Shabana Azmi)- ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অঙ্কুর’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন শাবানা। এরপর কাজ করেছেন একাধিক সুপারহিট সিনেমায়। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে, ‘তহজিব’, ‘অর্থ’, ‘গড মাদার’এর মতো সিনেমা। শাবানা এখন জাভেদ আখতারের সঙ্গে সুখে সংসার করছেন। তাঁকে ‘অ্যাসিড ফ্যাক্টরি’ ছবিতে শেষ দেখা গিয়েছিল।

Shabana Azmi

নম্রতা শিরোদকর (Namrata Shirodkar)- ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জব প্যায়ার কিসি সে হোতা হ্যায়’ দিয়ে কেরিয়ার শুরু হয়েছিল নম্রতার। অভিনয় করেছিলেন সলমন খানের সঙ্গে। এরপর ডিম্পল কাপাডিয়ার মতো নামী অভিনেত্রীর সঙ্গেও কাজ করেন নম্রতা। তবে ২০০৪ সালে আচমকা অভিনয় দুনিয়া থেকে বিদায় নেন। এরপর জানা যায়, সাউথ সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে সাত পাক ঘুরেছেন অভিনেত্রী।

Namrata Shirodkar

নাগমা (Nagma)- নব্বইয়ের দশকে একাধিক সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন নাগমা। জয় করেছেন দর্শকদের মন। তবে তিনিও আচমকাই বিনোদন দুনিয়া থেকে বিদায় নেন।

Nagma

আসলে রাজনীতির দুনিয়ায় পা রাখার পর নিজের অভিনয় কেরিয়ারে খানিক ব্রেক কষেন নাগমা। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল ভোজপুরী সিনেমা ‘ঠেলা ৫০১’এ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥