বলিউডে সুন্দরী অভিনেত্রীদের কমতি নেই। সৌন্দর্যের দিক দিয়ে প্রত্যেকেই একে অপরকে টেক্কা দিয়ে থাকেন। দেশজুড়ে তাদের প্রত্যেকের অগণিত ভক্ত রয়েছেন। আজ বং ট্রেন্ডের পাতায় এমনই কয়েকজন অভিনেত্রীদের তালিকা যারা তাদের ফিল্মি ক্যারিয়ারে বাবা এবং ছেলে উভয়ের সাথেই অভিনয় করেছেন। তবে শুধু ছবিতে অভিনয়ই নয়, বাবা এবং ছেলে উভয়ের সাথেই জুটি বেঁধে রোমান্সও করেছেন এই অভিনেত্রীরা।
১) ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)
বলিউড অভিনেত্রীদের এই তালিকায় প্রথমেই রয়েছেন ডিম্পল কাপাডিয়া।১৯৭৩ সালে ববি সিনেমার হাত ধরে বলিউডে পা রেখেছিলেন ডিম্পল। অভিনয় জীবনে একসময় তিনি যেমন অভিনেতা বিনোদ খান্নার সাথে রোম্যান্স করেছিলেন তেমনই পরবর্তী সময়ে বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সাথেও রোমান্স করেছিলেন ডিম্পল। এছাড়াও, ধর্মেন্দ্রের সাথে একাধিক ছবিতে অভিনয় করার পাশাপাশি একসময় বাস্তবে ধর্মেন্দ্রর ছেলে সানি দেওলের সাথেও সম্পর্ক ছিল ডিম্পল কাপাডিয়ার।
২) জয়া প্রদা (Jaya Proda)
বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী হলেন জয়া প্রদা।একসময় বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। দেশের গন্ডি ছাড়িয়ে গোটা বিশ্বে রয়েছে অভিনেত্রীর অগণিত ভক্ত। বলিউড সুপারস্টার বলা ধর্মেন্দ্রর সঙ্গে ‘গঙ্গা তেরে দেশ মে’, ‘শাহজাদে’, ‘ফরিশ্তে’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ পাশাপাশি ধর্মেন্দ্রের ছেলে সানি দেওলের সাথে জুটি বেঁধে ‘বীরতা’ এবং ‘জবরদাস্ত’-এর মতো ছবিতে অভিনয় করেছেন জয়া।
৩) মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)
বলিউডের এভারগ্রীন সুন্দরী অভিনেত্রী বলতে যার কথা প্রথমেই আসে তিনি হলেন বলিউডের ধক ধক গার্ল মাধুরী দীক্ষি। নিজের অভিনয় জীবনে মাধুরী একসময় বিনোদ খান্নার সঙ্গে ‘দয়াওয়ান’ ছবিতে কাজ করেছিলেন। অন্যদিকে মহব্বত ছবিতে বিনোদ খান্নার ছেলে অক্ষয় খান্নার সঙ্গেও চুটিয়ে রোমান্স করতে দেখা গিয়েছিল মাধুরীকে।
৪) শ্রীদেবী (Sredevi)
এই তালিকায় রয়েছেন বলিউডের প্রথম মহিলা সুপারস্টার বলে পরিচিত প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। তার অভিনয়ে সমৃদ্ধ হয়েছে গোটা বলিউড। একসময় শ্রীদেবীকে ধর্মেন্দ্রর সঙ্গে নাকাবন্দি ছবিতে কাজ করতে দেখা গিয়েছিল। অন্যদিকে রাম অবতার ছবিতে তিনিই অভিনয় করেছিলেন ধর্মেন্দ্রের ছেলে সানি দেওলের বীপরীতে।
৫) হেমা মালিনী (Hema Malini)
এছাড়াও রয়েছেন বলিউডের ড্রিম গার্ল বলে পরিচিত হেমা মালিনী। অনেকেই হয়তো জানেন না বলিউডের এই সুন্দরী অভিনেত্রী একদিকে যেমন সপনে কে সওদাগর ছবিতে রাজ কাপুরের সাথে রোমান্স করেছেন, অন্যদিকে হাত কি সাফাই ছবিতে রাজ কাপুরের ছেলে ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন হেমা।