৭৭তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষ্যে মেতেছে গোটা দেশ। সেই আমেজে গা ভাসিয়েছেন বলিউডের (Bollywood) একাধিক তারকাও। সকাল থেকে জাতীয় পতাকা হাতে ছবি শেয়ার করেছেন বি টাউনের একাধিক তারকা। তবে আপনি কি জানেন, এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এমন অনেক তারকা রয়েছেন যারা জাতীয় পতাকার (National Flag) অপমান করে বিতর্কে জড়িয়েছিলেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁদের নাম।
শাহরুখ খান (Shah Rukh Khan)- বেশ কয়েক বছর আগে জাতীয় পতাকার অপমান (Insult) করার অভিযোগ উঠেছিল শাহরুখ খানের বিরুদ্ধে। নেটপাড়ায় ‘কিং খান’এর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল, উল্টো করে জাতীয় পতাকা ধরে আছেন তিনি। যা দেখে বেজায় চটে গিয়েছিলেন নেটাগরিকরা। অনেকে শাহরুখের দেশপ্রেম নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিলেন।

অক্ষয় কুমার (Akshay Kumar)- ৭৭তম স্বাধীনতা দিবসের দিন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন অক্ষয় কুমার। দেশপ্রেমিক হিসেবে বেশ সুনামও রয়েছে তাঁর। তবে অনেকেই জানেন না, জাতীয় পতাকার অপমান করার অভিযোগ অক্ষয়ের বিরুদ্ধেও উঠেছিল। একবার খেলার মাঠে উল্টো করে তেরঙ্গা উড়িয়েছিলেন তিনি। সেই ছবি ভাইরাল হওয়ার পর ‘খিলাড়ি’কে তুলোধনা করেছিলেন নেটিজেনরা।

সানিয়া মির্জা (Sania Mirza)- টেনিস সুন্দরী সানিয়া মির্জা বলিউড ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক পার্টিতে দেখা যায় তাঁকে। বলিউডে প্রচুর বন্ধুবান্ধবও রয়েছে তাঁর। বিশ্ব দরবারে একাধিকবার দেশকে গর্বিত করা সানিয়ার বিরুদ্ধেও জাতীয় পতাকার অপমান করার অভিযোগ উঠেছিল। বেশ কয়েক বছর আগে তাঁর একটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল, পতাকার দিকে পা তুলে বসে আছেন তিনি। যা দেখে বেজায় চটেছিল দেশবাসী।

মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)- বলিউডের বিতর্কিত অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধেও তেরঙ্গাকে অপমান করার অভিযোগ উঠেছিল। ‘ডার্টি পলিটিক্স’ ছবির জন্য জাতীয় পতাকা গায়ে মুড়ে একটি ছবি তুলেছিলেন তিনি। যা প্রকাশ্যে আসার পর আইনি জটিলতায় জড়াতে হয়েছিল অভিনেত্রীকে।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)- ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের বিরুদ্ধেও জাতীয় পতাকার অপমানের অভিযোগ উঠেছিল। ঘটনাটি এক ভারত-পাকিস্তান ম্যাচের পর হয়েছিল।

বেশ কয়েক বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একটি ম্যাচে জয়লাভ করার পর তেরঙ্গা গায়ে জড়িয়ে রাস্তায় নামতে দেখা গিয়েছিল অমিতাভকে। কিন্তু অভিনেতা যেভাবে জাতীয় পতাকা ধরেছিলেন তা দেখে চটে গিয়েছিলেন নেটাগরিকদের একাংশ।














