• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উড়ে যাবে রাতের ঘুম, শীতেও ঝড়বে ঘাম! ভরপুর উত্তেজনা ভরা এই ৫ ওয়েব সিরিজ না দেখলে চরম মিস

Updated on:

5 bold web series you can’t watch with family

সিনেমা-সিরিয়ালের জনপ্রিয়তার অনেকটাই কেড়ে নিয়েছে বিভিন্ন ওয়েব সিরিজগুলি (Web Series)। আর ঠিক সেই কারণেই বলিউড-টলিউডের একাধিক তারকারাও ধীরে ধীরে ওয়েব দুনিয়ায় পা রাখতে শুরু করে দিয়েছেন। আজকের প্রতিবেদনে এমন ৫টি বোল্ড ওয়েব সিরিজের (Bold web series) নাম তুলে ধরা হল, যেগুলি দেখতে বসলে শীতের রাতেও ঘাম ছুটে যাবে।

রসভরী (Rasbhari)- অ্যামাজন প্রাইমের অত্যন্ত বোল্ড একটি সিরিজ হল ‘রসভরী’। স্বরা ভাস্কর অভিনীত এই সিরিজটি ভুলেও পরিবারের সঙ্গে দেখতে বসবেন না। মেরঠের রকতি ছোট স্কুলের ইংরেজি শিক্ষিকা শানু বনশলের কাহিনী দেখানো হয়েছে এখানে। কীভাবে এই শিক্ষিকার বোল্ডনেসে প্রত্যেকে  পাগল হয়ে গিয়েছিল তাই দেখানো হয়েছে এখানে।

Rasbhari web series

ফোর মোর শটস প্লিজ (Four More Shots Please)- অ্যামাজম প্রাইমের অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ হল ‘ফোর মোর শটস প্লিজ’। সায়নী গুপ্তা, মানবী গগরু, কীর্তি কুলহারি এবং বাণী জে অভিনীত এই সিরিজটি দেখতে বসলে ঘাম ছুটবেই ছুটবে। চার বোল্ড বান্ধবীর কাহিনী দেখানো হয়েছে এই সিরিজে।

Four More Shots Please bold scene

চরিত্রহীন (Charitraheen)- বোল্ড সিরিজের নামের তালিকা তৈরি করা হবে এবং সেখানে ‘চরিত্রহীন’এর নাম থাকবে না তা হয় না। সিরিজটির পরতে পরতে রয়েছে উষ্ণ আবেদন। অভিনেত্রীর বোল্ডনেস দেখলে চড়চড় করে বাড়তে থাকবে উষ্ণতার পারদ। তাই পরিবারের সঙ্গে একেবারেই দেখতে বসবেন না এই সিরিজটি।

Charitraheen web series

মেড ইন হেভেন (Made In Heaven)- অ্যামাজন প্রাইমের অন্যতম জনপ্রিয় সিরিজ এটি। রোম্যান্স ড্রামা ঘরানার এই সিরিজটির জনপ্রিয়তা দেখার মতো। অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে এখানে বেশ বোল্ড অবতারে দেখা গিয়েছে।

Made In Heaven web series

মির্জাপুর (Mirzapur)- অ্যামাজন প্রাইমের এই জনপ্রিয় ওয়েব সিরিজটির নামও এই তালিকায় রয়েছে। অনেকেই ভাবেন, অ্যাকশনে ভরপুর এই সিরিজে হয়তো রোম্যান্স কিংবা বোল্ড দৃশ্য নেই। জানিয়ে রাখি, তাঁরা একেবারেই ভুল।

Mirzapur bold scene

‘মির্জাপুর’এ যেমন দমদার অ্যাকশন রয়েছে, তেমনই রয়েছে প্রচুর বোল্ড দৃশ্যও। বলিউড অভিনেত্রী রসিকা দুগ্গলকে বেশ বোল্ড অবতারে দেখা গিয়েছে এই সিরিজে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥