• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতের সবথেকে দামি সিনেমা, যেগুলি বানাতে জলের মত কয়েকশো কোটি টাকা ঢালা হয়েছে

বিনোদন জগতের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল সিনেমা। বাস্তব জীবনের নানান ঘটনার পাশাপাশি আজকালকার বেশীরভাগ সিনেমা তৈরিতে ব্যাবহার করা হয় উন্নত মানের প্রযুক্তি এবং নিত্যনতুন শিল্প কর্ম। যার ফলে সিনেমা তৈরির ক্ষেত্রে এখন শুধুমাত্র ব্যবসায়িক লাভ ক্ষতির দিকেই নয় নজর দেওয়া হয় সিনেমা তৈরির নিত্যনতুন শিল্প কর্মের ওপর।যার ফলে উন্নত মানের প্রযুক্তি সম্পন্ন এই সমস্ত সিনেমা তৈরির পিছনে থাকে বিপুল অঙ্কের বাজেট। খোঁজ নিয়ে জানা গিয়েছে এই ধরনের সিনেমা তেরির পিছনে ব্যায় করা হয় কোটি কোটি টাকা। আজ বংট্রেন্ডের পাতায় দেওয়া হল আমাদের দেশের এমনই ৫ টি ব্যয়বহুল সিনেমার তালিকা।

১) রোবট ২.০ (Robot 2.0)

   

Big Budget,বিগ বাজেট,রোবট ২.০,Robot 2.0,আদি পুরুষ,Adi Purush,শামসেরা,Shamshera,আর আর আর,RRR,পৃথ্বীরাজ,Prithviraj,ভারতীয় সিনেমা,Indian Movies

রজনীকান্ত অক্ষয় কুমার অভিনীত রোবট সিনেমার কথা সবাই জানেন। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দারুন পছন্দ করেছিলেন ভক্তরা। ৫৭০ কোটি বাজেটের ওপর তৈরি এই সিনেমাটি দারুন সাফল্য পেয়েছিল বক্স অফিসে। আসলে হলিউড মুভির সমান এই সিনেমটি আসলে রোবট সিনেমার সিক্যুয়েন্স।

২) আদি পুরুষ (Adi Purush)

Adipurush
মুক্তির আগে থেকেই বাহুবলী তারকা প্রভাসের আসন্ন সিনেমা ‘আদি পুরুষ’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আগামী বছরের ১২ জানুয়ারি মুক্তি পাবে এই সিনেমা। টি-সিরিজ ফিল্ম অ্যান্ড রেট্রো ফাইলস প্রোডাকশন হাউস প্রযোজিত এই ছবিটি মূলত একটি অ্যাকশনধর্মী সিনেমা,যা মহাকাব্যিক গল্পের উপর নির্ভর করে তৈরি করা হচ্ছে। এই ছবিতে প্রভাস, ছাড়াও কৃতি শ্যানন এবং সাইফ আলী খানের মত একাধিক বলিউড তারকাদের দেখা যাবে। উন্নত মানের প্রযুক্তি নির্ভর এই ছবির বাজেট শুনলে চোখ কপালে উঠবে যে কারও। জানা যাচ্ছে এই ছবির মোট বাজেট ৫০০ কোটি টাকা।

৩) শামসেরা (Shamshera)

Big Budget,বিগ বাজেট,রোবট ২.০,Robot 2.0,আদি পুরুষ,Adi Purush,শামসেরা,Shamshera,আর আর আর,RRR,পৃথ্বীরাজ,Prithviraj,ভারতীয় সিনেমা,Indian Movies
২০২২ সালের আসন্ন হিন্দি সিনেমা শামসেরা। আগামী ২২ জুলাই মুক্তি পেতে চলেছে রনবীর কাপুর অভিনীত এই পিরিয়ড ড্রামা। করণ মালহোত্রা পরিচালিত যশরাজ ব্যানারের এই সিনেমায় সঞ্জয় দত্ত এবং বানি কাপুর খলনায়কের চরিত্রে থাকবেন। এখনও পর্যন্ত খবর এই সিনেমাটির বাজেট ১৫০ কোটি।

৪) আর আর আর (RRR)

True Story Behind RRR Two Greatest Freedom Fighters Alluri Sitarama Raju & Komaram Bheem

এখন দেশজুড়ে দক্ষিণী সিনেমার বাজার। সম্প্রতি বক্স অফিস কাঁপিয়ে মুক্তি পেয়েছে রাজামৌলি পরিচালিত ব্লকবাস্টার সিনেমা RRR । প্যান ইন্ডিয়ার এই সিনেমাটি জনপ্রিয় হয়েছে সারা বিশ্বে। মাল্টিস্টারার এই মহাকাব্যিক সিনেমায় জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় ​​দেবগণের মতো একাধিক জনপ্রিয় তারকাদের দেখা গিয়েছে। জানা গিয়েছে এই বাজেট মোট ৪০০ কোটি।

৫) পৃথ্বীরাজ (Prithviraj)

Big Budget,বিগ বাজেট,রোবট ২.০,Robot 2.0,আদি পুরুষ,Adi Purush,শামসেরা,Shamshera,আর আর আর,RRR,পৃথ্বীরাজ,Prithviraj,ভারতীয় সিনেমা,Indian Movies

সদ্য প্রকাশ্যে এসেছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা পৃথ্বীরাজ সিনেমার ট্রেলার। রাজপুত সম্রাট পৃথ্বীরাজ চৌহানের বীরগাথার কাহিনী নিয়ে তৈরি ঐতিহাসিক ড্রামা তৈরির পিছনে ব্যায় হয়েছে মোট ৩০০ কোটির বেশী অর্থ।