২০২২ সালের আর মাত্র কয়েকটা দিন বাকি। নতুন বছরের আগে বাঙালি দর্শকদের বিনোদনের ডালি সাজিয়ে তুলতে জনপ্রিয় সিরিয়ালদের ছাড়া বাকিদের পাল্টে ফেলা হচ্ছে। কিছু ধারাবাহিকের সময় পরিবর্তন হচ্ছে তো কিছু বন্ধই হয়ে যাচ্ছে। পাশাপাশি চলছে বর্ষসেরা জুটির খোঁজে চুলচেরা বিশ্লেষণ। নিশ্চই জানতে ইচ্ছা করছে কোন জুটিরা সেরা হল নেটিজেনদের মতে। তাহলে আপনার জন্য রইল ২০২২ সালের বাংলা সিরিয়ালের সেরা ৫ জুটির তালিকা (Best Couples of Bengali Mega Serials 2022)।
মিঠাই ও সিদ্ধার্থ : দেখতে দেখতে দু বছর পেরিয়ে গিয়েছে মিঠাই সিরিয়ালের। তবে এখনও মিঠাই-সিদ্ধার্থ জুটির জনপ্রিয়তা কমেছে বলে মনে হয় না। দর্শকদের কাছে শুরুর দিনের মত আজও সেরা মিঠাই আর সিদ্ধার্থ। একসময় একটানা সবচেয়ে বেশিবার টিআরপি তালিকা টপার হওয়া থেকে একাধিক অ্যাওয়ার্ড উঠেছে সিধাই জুটির হাতে। বর্তমানে টিআরপি কিছুটা কমেছে ঠিকই তবে বছরের সেরা জুটির তালিকা হলে সবার আগেই আসে এই জুটি।
খড়ি ও ঋদ্ধি : ষ্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল গাঁটছড়া। গল্পে গরিব ঘরের মেয়ে হলেও শিল্প ভালোবাসে খড়ি। অন্যদিকে একপ্রকার বদমেজাজি বড়লোক ব্যবসায়ী ছিল ঋদ্ধিমান। এরপর দুজনের বিয়ে হয় আর সমস্ত প্রতিকূলতা পেরিয়ে একেঅপরকে বুঝতে পারে ও ভালোবেসে ফেলে। সিরিয়ালে খড়িদ্ধি জুটির জনপ্রিয়তা আজও চোখে পড়ার মত।
ঈশান ও গৌরী : বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম গৌরী এলো। গ্রামের মেয়ে গৌরীর বিয়ে হয়েছে ডাক্তার ঈশানের সাথে। এদিকে বিয়ের পর তাকে গৌরী মা বানিয়ে দেওয়া হয়েছে। যদিও সিরিয়ালের বিরুদ্ধে কুসংস্কার দেখানোর অভিযোগ উঠেছে বহুবার। তবে টিআরপি তালিকায় বেশ কয়েকবার টপার হয়েছে সিরিয়ালটি। তাছাড়া ঈশান-গৌরী জুটিও বেশ জনপ্রিয় দর্শকদের কাছে।
জগদ্ধাত্রী ও স্বয়ম্ভু : বছরের শেষের দিকে শুরু হলেও ইতিমধ্যেই বাংলার সেরা সিরিয়ালের তালিকায় নাম উঠে গিয়েছে জগদ্ধাত্রীর। বিগত কয়েক সপ্তাহ ধরে জ্যাসের অভিনয় মন কেড়েছে সকলের। আর সিরিয়ালে জ্যাস অর্থাৎ জগদ্ধাত্রী স্বয়ম্ভুর জুটি বেশ ভালোই লাগছে সকলের।
রঞ্জা ও মল্লার : সেরার তালিকা তৈরী হলে আরও একটু জুটির নাম বহুবার উঠে আসে। সেটি হল পিলু সিরিয়ালের রঞ্জা-মল্লার জুটি। যদিও সিরিয়ালের মূল চরিত্র ছিল আহির-পিলু। তবে নায়ক নায়িকাকেও ছাপিয়ে গিয়েছিল দুই পার্শ্বচরিত্রে জুটি।
প্রসঙ্গত, এই ৫ জুটি ছাড়াও আরও একাধিক জুটি দর্শকদের মতে সেরা। তাঁর মধ্যে অন্যতম ধূলোকনা সিরিয়ালের লালন-ফুলঝুরি, মন ফাগুন সিরিয়ালের পিহু-ঋষি। তবে নেটপাড়ায় সর্বাধিক আলোচনার মধ্যে ছিল এই ৫ জুটিই। তাই নেটিজেনদের মতে এই ৫ জুটিই ২০২২ সালের বাংলা সিরিয়ালের সেরা ৫ জুটি বলা যেতে পারে।