• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়কের থেকেও বেশি হ্যান্ডসাম, টলিপাড়ার এই ৫ ভিলেনদের দেখে দিনরাত ক্রাশ খাচ্ছে ভক্তরা!

Published on:

5 Bengali serial handsome villain list who can easily beat tollywood hero's

বাংলা সিরিয়ালে (Bengali Serial) নায়ক তো অনেকেই রয়েছেন কিন্তু তাদের থেকে অনেক বেশি হ্যান্ডসাম এমন অনেক খলনায়ক রয়েছেন টেলিভিশনের পর্দায়। যাদের গা জ্বালানো সংলাপ আর তুখোড় অভিনয় দেখে রাগে গা জ্বলতে থাকে দর্শকদের। বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় খলনায়কদের কাজই হল নায়ক নায়িকাদের বিপদে ফেলা কিংবা বারবার তাদের মারার চেষ্টা করে ব্যর্থ হওয়া। ওমি আগারওয়াল থেকে আদিত্য আগারওয়াল কিংবা এখনকার রনজয় লাহিড়ী বাংলা সিরিয়ালে খলনায়কের চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন বাংলা সিরিয়ালের এই হ্যান্ডসাম হিরোরা।

সায়ন্তন সরকার (Sayantan Shaan Sarkar):  এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল খেলনাবাড়িতে নায়িকা মিতুল আর নায়ক ইন্দ্রাকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন খলনায়ক  রণজয় লাহিড়ী। ধারাবাহিকে এই হ্যান্ডসাম ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সায়ন্তন সরকার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়ক,Villain,সায়ন্তন সরকার,Sayantan Shaan Sarkar,অর্ক চক্রবর্তী,Arka Chakraborty,সুদীপ সরকার,Sudip Sarkar,হৃতজিৎ চ্যাটার্জী,Hritojeet Chatterjee,রাজীব বোস,Rajiv Bose,জন ভট্টাচার্য,John Bhattacharya,নীল চ্যাটার্জী,Neil Chatterjee

অর্ক চক্রবর্তী (Arka Chakraborty):  জি বাংলার ফার্স্ট গার্ল ‘জগদ্ধাত্রী’র দেওর তথা শত্রু উৎসব মুখার্জীও কিন্তু দারুন হ্যান্ডসাম। ধারাবাহিকে এই খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা  অর্ক চক্রবর্তী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়ক,Villain,সায়ন্তন সরকার,Sayantan Shaan Sarkar,অর্ক চক্রবর্তী,Arka Chakraborty,সুদীপ সরকার,Sudip Sarkar,হৃতজিৎ চ্যাটার্জী,Hritojeet Chatterjee,রাজীব বোস,Rajiv Bose,জন ভট্টাচার্য,John Bhattacharya,নীল চ্যাটার্জী,Neil Chatterjee

সুদীপ সরকার (Sudip Sarkar):  জি বাংলার পর্দায় সদ্য শুরু হওয়া নতুন সিরিয়াল ‘ফুলকি’তে খলনায়ক রুদ্ররূপের্ চরিত্রে অভিনয় করে ইতিমধ্যে দারুন প্রশংসা পেয়েছেন অভিনেতা সুদীপ সরকার। সদ্য স্টার জলসার ‘মেয়েবেলা’ সিরিয়ালেও চাঁদনীর দাদার চরিত্রে অভিনয় শেষ করেছেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়ক,Villain,সায়ন্তন সরকার,Sayantan Shaan Sarkar,অর্ক চক্রবর্তী,Arka Chakraborty,সুদীপ সরকার,Sudip Sarkar,হৃতজিৎ চ্যাটার্জী,Hritojeet Chatterjee,রাজীব বোস,Rajiv Bose,জন ভট্টাচার্য,John Bhattacharya,নীল চ্যাটার্জী,Neil Chatterjee

হৃতজিৎ চ্যাটার্জী (Hritojeet Chatterjee):  এই তালিকায় রয়েছেন ‘রাঙা বউ’ সিরিয়ালের পাখির শয়তান ভাসুর কিরণজিৎ শীল। ধারাবাহিকে এই চরিত্রে যিনি অভনয় করছেন তিনিও কিন্তু দারুন হ্যান্ডসাম। ধারাবাহিকে এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা হৃতজিৎ চ্যাটার্জী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়ক,Villain,সায়ন্তন সরকার,Sayantan Shaan Sarkar,অর্ক চক্রবর্তী,Arka Chakraborty,সুদীপ সরকার,Sudip Sarkar,হৃতজিৎ চ্যাটার্জী,Hritojeet Chatterjee,রাজীব বোস,Rajiv Bose,জন ভট্টাচার্য,John Bhattacharya,নীল চ্যাটার্জী,Neil Chatterjee

রাজীব বোস (Rajiv Bose): জি বাংলার লক্ষ্মী কাকিমা সুপারস্টার সিরিয়ালে খলনায়ক অভ্র চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বর্তমানে তিনি আবার কামব্যাক করেছেন স্টার জলসার নতুন সিরিয়াল ‘তুঁতে’ তে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়ক,Villain,সায়ন্তন সরকার,Sayantan Shaan Sarkar,অর্ক চক্রবর্তী,Arka Chakraborty,সুদীপ সরকার,Sudip Sarkar,হৃতজিৎ চ্যাটার্জী,Hritojeet Chatterjee,রাজীব বোস,Rajiv Bose,জন ভট্টাচার্য,John Bhattacharya,নীল চ্যাটার্জী,Neil Chatterjee

জন ভট্টাচার্য John Bhattacharya):  জী বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’য়ের দাপুটে খলনায়ক ওমি আগারওয়ালকে কে না চেনেন। ধারাবাহিকে এই হ্যান্ডসাম খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন  জনপ্রিয় অভিনেতা জন ভট্টাচার্য। বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়ক,Villain,সায়ন্তন সরকার,Sayantan Shaan Sarkar,অর্ক চক্রবর্তী,Arka Chakraborty,সুদীপ সরকার,Sudip Sarkar,হৃতজিৎ চ্যাটার্জী,Hritojeet Chatterjee,রাজীব বোস,Rajiv Bose,জন ভট্টাচার্য,John Bhattacharya,নীল চ্যাটার্জী,Neil Chatterjee

নীল চ্যাটার্জী (Neil Chatterjee): এই মিঠাই সিরিয়ালেই অমির দাদা তথা মোদকের চিরকালের ব্যাসায়িক শত্রু আদিত্য আগারওয়ালের মতো দাপুটে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

Unknown facts about tv actor Neil Chatterjee

এই চরিত্রে অভিনয় করেই তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। পরবর্তীতে এই চরিত্রে যান একজন অভিনেতাকেও দেখা গিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥