বাংলা সিরিয়াল মানেই সেখানে নায়ক-নায়িকা (Bengali Serial Actor) সবসময় একসঙ্গে থাকবে। যতই ঝড়ঝাপটা আসুক না কেন, একে অপরের হাত তাঁরা কখনওই ছাড়ে না। তবে বাস্তব জীবনটা সিরিয়ালের (Serial) মতো হয় না। সেখানে সম্পর্কে ভাঙা-গড়া লেগেই থাকে। বাংলা টেলি জগতেই এমন অনেক অভিনেতা রয়েছেন যারা ভালোবেসে বিয়ে করলেও তাঁদের সেই বিয়ে টেকেনি, ডিভোর্সের (Divorce) পথে হেঁটেছেন তাঁরা।
তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)- বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় এক অভিনেতা হলেন তথাগত। ‘ধুলোকণা’, ‘গুড্ডি’ সহ একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। এই তথাগত অভিনেত্রী দেবলীনা দত্তের স্বামী ছিলেন। প্রায় ৮ বছর সুখে সংসার করেছিলেন তাঁরা। তবে আচমকাই ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন দু’জনে।
ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)- জনপ্রিয় টেলি অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের নামও তালিকায় রয়েছে। ২০১৪ সালে নবমীতার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। এটি অভিনেতার দ্বিতীয় বিয়ে ছিল। তবে দুর্ভাগ্যবশত ভাস্বরের প্রথম বিয়ের মতো দ্বিতীয় বিয়েও ভেঙে যায়। ২০২০ সালে ডিভোর্স হয় ভাস্বর এবং নবমীতার।
সুবান রায় (Suban Roy)- ‘কে আপন কে পর’, ‘গাঁটছড়া’ সহ একাধিক বাংলা সিরিয়ালে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন সুবান। বাস্তব জীবনে এই অভিনেতার স্ত্রী ছিলেন ‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালের নায়িকা তিয়াশা লেপচা। ২০১৭ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন দু’জনে। প্রায় ৫ বছর একসঙ্গে সংসার করার পর ২০২২ সালে বিচ্ছেদ হয়ে যায় তিয়াশা এবং সুবানের।
গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)- ‘গাঁটছড়া’ ধারাবাহিকের নায়ক ঋদ্ধিমান তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ও এই লিস্টে স্থান করে নিয়েছেন। পর্দার ঋদ্ধি প্রথম বিয়ে করেছিলেন অভিনেতা অনিন্দিতা বসুকে। তবে কয়েক বছরের মধ্যেই সেই বিয়ে ভেঙে যায়। ডিভোর্সের পর অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে নতুন করে সংসার পাতেন গৌরব।
সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)- টলিউডের অত্যন্ত জনপ্রিয় এক তারকা হলেন সৌরভ চক্রবর্তী। তুখোড় অভিনয়ের পাশাপাশি দারুণ পরিচালক তিনি। সৌরভের স্ত্রী ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার।
টলিউডের ‘পাওয়ার কাপল’দের মধ্যে গণ্য করা হতো তাঁদের। সেই সৌরভ-মধুমিতার বিচ্ছেদের খবর সামনে আসার পর প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিলেন তাঁদের অনুরাগীরা।