• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জাতীয় স্তরে উজ্বল বাংলার মুখ! ইন্ডিয়ান আইডলের ট্রফির দৌড়ে সামিল ৫ বাঙালি কন্যা

Published on:

5 bengali contestent among indian idol top 11 perticipents

ভারতীয় টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় গানের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল (Indian Idol)। চলতি বছরে দেখতে দেখতে ১৩ তম সিজনে পৌঁছে গিয়েছে জনপ্রিয় এই গানের রিয়েলিটি শো। চলতি বছরে শুরু থেকেই  ইন্ডিয়ান আইডলের মঞ্চে বাঙালির জয়জয়কার। তবে গত মাসেই এই মঞ্চ থেকে ছিটকে গিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন সুপার সিঙ্গার খেতাব জয়ী বাংলার মেয়ে সঞ্চারী সেনগুপ্ত (Sanchari Sengupta)।

প্রসঙ্গত ইন্ডিয়ান আইডলের গত সিজনেও আশা দেখিয়েছিলেন বাংলার মেয়ে অরুণিতা কাঞ্জিলাল। ফাইনাল অবধি পৌঁছেও ছিটকে গিয়েছিলেন তিনি। তাই অরুণিতা না পারলেও এবছর ইন্ডিয়ান আইডলের ট্রফি জেতার দৌড়ে কোমর বেঁধে নেমে পড়েছেন বাংলার আরও ৫ মেয়ে (5 bengali singer)। এই মুহূর্তে ইন্ডিয়ান আইডলের সেরা ১১ জনের মধ্যে রয়েছেন বাংলার সোনাক্ষী কর (Sonakshi Kar), অনুষ্কা পাত্র (Anushka Patra), বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), দেবস্মিতা রায় (Debashmita Roy) এবং সেঁজুতি দাস (Senjuti Das)।

ইন্ডিয়ান আইডল,Indian Idol,৫ বাঙালি মেয়ে,5 bengali singer,সোনাক্ষী কর.Sonakshi Kar,অনুষ্কা পাত্র.Anushka Patra,বিদিপ্তা চক্রবর্তী,Bidipta Chakraborty,দেবস্মিতা রায়,Debashmita Roy,সেঁজুতি দাস,Senjuti Das

এরা সকলেই কমবেশি রিয়ালিটি শো-এর জগতে পরিচিত নাম। প্রসঙ্গত এরইমধ্যে রবিবার রাতের এপিসোডে বেশ চিন্তায় ছিলেন অনুষ্কার ভক্তরা। কারণ এই রিয়ালিটি শোয়ের নিয়ম অনুযায়ী আগের সপ্তাহে বটম থ্রীতে  এসেছিলেন গায়িকা। কিন্তু সকলের মন ভালো করে দিয়ে ইন্ডিয়ান আইডলের মঞ্চে ট্রফি জেতার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গিয়েছেন অনুষ্কা।

ইন্ডিয়ান আইডল,Indian Idol,৫ বাঙালি মেয়ে,5 bengali singer,সোনাক্ষী কর.Sonakshi Kar,অনুষ্কা পাত্র.Anushka Patra,বিদিপ্তা চক্রবর্তী,Bidipta Chakraborty,দেবস্মিতা রায়,Debashmita Roy,সেঁজুতি দাস,Senjuti Das

আসলে এদিন নো-এলিমেনশন সপ্তাহে ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে ব্যাড পড়েনি কেউ। এই পর্বে মারুতি অল্টো K-10 গাড়ি জিতে সবাইকে চমক দিয়েছেন নভদীপ ওয়াদি। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির ছিলেন কবিতা কৃষ্ণমূর্তি এবং অনুরাধা পাড়োয়াল। রবিবারের এপিসোডে অতিথি হিসাবে দেখা গিয়েছে কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্রকে ।

 

ইন্ডিয়ান আইডল,Indian Idol,৫ বাঙালি মেয়ে,5 bengali singer,সোনাক্ষী কর.Sonakshi Kar,অনুষ্কা পাত্র.Anushka Patra,বিদিপ্তা চক্রবর্তী,Bidipta Chakraborty,দেবস্মিতা রায়,Debashmita Roy,সেঁজুতি দাস,Senjuti Das

যদিও বাংলার এই ৫ কন্যা শেষ পর্যন্ত সেরা ১০ জনের তালিকায় আদৌ জায়গা পাবে কি না তার উত্তর পেতে এখনও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। চলতি সপ্তাহের শেষেই পরিস্কার হবে সবটা। প্রসঙ্গত গত বারের সিজনের পবনদীপের মতো চলতি সিজনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন ঋষি সিং। তাই দেখার তাকে হারিয়ে আদৌ বাংলার মেয়েরা ট্রফি ঘরে তুলতে পারে কিনা?

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥