• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিউড দেয়নি যোগ্য সন্মান! পরমব্রত থেকে স্বস্তিকা, বলিউডে গিয়ে কাঁপাচ্ছেন এই ৫ বাঙালি তারকা

Updated on:

Bengali actors who are working in Bollywood

বাংলা থেকে আর সেভাবে শিল্পীদের বলিউডে (Bollywood) দেখা যায় না, বাঙালি দর্শকদের মুখে মাঝেমধ্যেই এই আক্ষেপ কিন্তু শুনতে পাওয়া যায়। তবে এখন যদিও চিত্রটা আস্তে আস্তে বদলাচ্ছে। টলিউডের (Tollywood) বেশ কিছু তারকা এখন বলিপাড়ায় চুটিয়ে কাজ করছেন। জাতীয় স্তরে উজ্জ্বল করছেন বাংলার নাম। আজকের প্রতিবেদনে এমনই ৫ বাঙালির নাম তুলে ধরা হল।

পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattopadhyay) : সুজয় ঘোষের ব্লকবাস্টার ‘কাহানি’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন পরমব্রত। ‘রানা’ চরিত্রে অভিনয় করে জাতীয় স্তরে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর ‘গ্যাং অফ ঘোস্ট’ থেকে ‘ইয়ারা সিলি সিলি’র মতো বেশ কিছু ছবিতে পরম অভিনয় করলেও সেগুলি ফ্লপ হয়। তবে ২০১৮ সালে অনুষ্কা শর্মার বিপরীতে ‘পরী’ ছবিতে অভিনয় করে ফের বিপুল জনপ্রিয়তা পান পরম। এরপর সাম্প্রতিক অতীতে ‘বুলবুল’, ‘আরণ্যক’ সহ বেশ কিছু আকর্ষণীয় প্রোজেক্টে দেখা গিয়েছে এই বাঙালি অভিনেতাকে।

Parambrata Chatterjee in Bulbul

স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee) : সুপারহিট ‘পাতাল লোক’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন স্বস্তিকা। আদায় করে নিয়েছিলেন বিপুল প্রশংসা। এরপর বেশ কয়েকটি বলিউড প্রোজেক্ট করেছেন এই বাঙালি অভিনেত্রী। এর মধ্যে একটি হল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের শেষ সিনেমা ‘দিল বেচারা’। এছাড়াও শীঘ্রই স্বস্তিকাকে আরও একটি বলিউড প্রোজেক্টে দেখা যাবে।

Swastika Mukherjee in Dil Bechara

শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chattopadhyay) : ‘কাহানি’ ছবিতে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কেটেছিলেন শাশ্বত। এরপরও বেশ কিছু আকর্ষণীয় প্রোজেক্টে দেখা গিয়েছিল তাঁকে। সেই লিস্টে নাম রয়েছে রণবীর কাপুর অভিনীত ‘জাগ্গা জাসুস’, সুশান্ত সিং রাজপুত অভিনীত ‘দিল বেচারা’র। এই দুই ছবিতেও শাশ্বতর অভিনয় দেখে মুগ্ধ হয়েছিল দর্শকরা।

Saswata Chatterjee in Kahaani

যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) : তালিকায় নাম থাকা সকল বাঙালি তারকাদের মধ্যে যীশু সবচেয়ে বেশি বলিউড প্রোজেক্টে কাজ করেছেন। এই বাঙালি অভিনেতা স্ক্রিন শেয়ার করেছেন রানী মুখার্জি, বিদ্যা বালানের মতো অভিনেত্রীদের সঙ্গে। যীশুর ঝুলিতে রয়েছে, ‘বরফি’, ‘মর্দানি’, ‘মণিকর্ণিকা’, ‘শকুন্তলা দেবী’র মতো একাধিক সুপারহিট ছবি।

Jisshu Sengupta and Vidya Balan

পাওলি দাম (Paoli Dam) : বলিউডের অনেক দর্শকই হয়তো পাওলিকে ‘হেঁট স্টোরি গার্ল’ হিসেবে মনে রেখেছেন। তবে ‘বুলবুল’ ছবিতে পাওলি নিজের অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিল দর্শকরা। পাওলিও দেখিয়ে দিয়েছিলেন তিনি কোন মাপের অভিনেত্রী।

Paoli Dam in Bulbul

অবশ্য শুধুমাত্র এই দুই সিনেমাই নয়, পাওলি কিন্তু একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজেও কাজ করেছেন। সেই লিস্টে নাম রয়েছে ‘কালী’, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান মার্ডার’, ‘কর্ম যুদ্ধ’র মতো সিরিজের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥