• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির কোলে, রইল ২ দিনের ছুটিতে ঘোরার মত ৫ টি সেরা জায়গার হদিশ

Published on:

5 beautiful tourist spot for monsoon season

5 Beautiful Tourist Spot for Monsoon Season: কাজের চাপে হাঁসফাঁস অবস্থা প্রায় সকলেরই। তাই কয়েকদিনের ছুটিতেই কাছে কাছেপিঠে ঘুরে আসতে মন চায় সকলেরই। এমনিতে ঘুরতে ভালোবাসেন কম বেশি সকলেই। কিন্তু কাজের চাপ আর ছুটির অভাবে হয়তো মন চাইলেও হুটহাট করেই বেরিয়ে পড়তে পারেন না অনেকেই। প্রকৃতি মানেই প্রতিটা ঋতুতে সেজে ওঠে নতুন রূপে,নতুন রঙে। তাই বর্ষাতেও বেরিয়ে আসে প্রকৃতির এমনই এক সম্মোহনী রূপ। যা দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কেউই। তাই আজকের প্রতিবেদনে থাকল হাতেগোনা মাত্র কয়েকটা দিনের ছুটিতেই ঘুরে আসা যায় এমনই পাঁচটি জায়গার সন্ধান।

পুরুলিয়া (Purulia): বর্ষা মানেই যেন এক ভয়ঙ্কর সুন্দর ঋতু। এই নির্দিষ্ট সময়ে প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্য্য ঠিকরে বের হয় পাহাড় আর জঙ্গলের মনোরম পরিবেশে। এই সময় প্রকৃতির  রূপ-রঙ-গন্ধকে একেবারে কাছ থেকে অনুভব করতে চাইলে অন্তত একবার ঘুরে আসতেই হবে পুরুলিয়ার খয়রাবেড়া ড্যাম থেকে। রাস্তার পাশেই সার দিয়ে দাঁড়িয়ে থাকা জঙ্গলে ঘেরা পাহাড় আর লাল মাটির রাস্তা দেখে নিমেষের মধ্যেই ভালো হয়ে যায় যে কারও। এছাড়াও রয়েছে নিকটবর্তী একাধিক দর্শনীয় স্থান।

ভ্রমণস্থান,Tourist Spot,পুরুলিয়া,Purulia,কিরিবুরু-মেঘাতুবুরু,Kiriburu-Meghatuburu,মুন্নার,Munnar,বগুড়ান জলপাই,Boguran Jolpai,তাকদাহ লামাহাটা,Takdah Lamahata,বর্ষাকাল,Monsoon Season

মুন্নার (Munnar): আশা করি ভ্রমণ পিপাসুদের কারও কাছেই এই নামটি আজানা নয়। জানা যায় প্রায়  ৫,২০০ ফুট উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া কেরলের এই জনপ্রিয় শৈলশহরে সারা বছর জাপ্টে থাকে শীত। সবুজে সাজানো চা বাগান, মশলা বাগান, ঘন জঙ্গল, যাদের সঙ্গী দুরন্ত ঝর্না, আর পাহাড়ি নদী। এই জায়গাটি ঘুরে দেখতে  হাতে কম করে ২ দিন সময় তো রাখতেই হবে।

আরও পড়ুনঃ টিপটিপ বৃষ্টি সাথে সবুজ প্রকৃতি, রইল বর্ষাকালে ঘোড়ার মত কলকাতার কাছের ৫ অপূর্ব জায়গার হদিশ

ভ্রমণস্থান,Tourist Spot,পুরুলিয়া,Purulia,কিরিবুরু-মেঘাতুবুরু,Kiriburu-Meghatuburu,মুন্নার,Munnar,বগুড়ান জলপাই,Boguran Jolpai,তাকদাহ লামাহাটা,Takdah Lamahata,বর্ষাকাল,Monsoon Season

কিরিবুরু-মেঘাতুবুরু (Kiriburu-Meghatuburu): নামটা শুনতে একটু খটমট হয়তো লাগতেই পারে। কিন্তু ওড়িশা এবং ঝাড়খন্ডের সীমান্তে অবস্থিত এই সুন্দর দু’টি জায়গায় ঘুরতে গেলেই নিমেষের মধ্যে দূর হয়ে যাবে রোজকার সমস্ত ক্লান্তি। প্রকৃতির অদ্ভুত খামখেয়ালি পনায় এখানে হামেশাই চলতে থাকে মেঘ-বৃষ্টির খেলা।  পাহাড় ঘেরা নিস্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্য দেখেই মন ভরে যায় যে কোনো পাহাড়প্রেমীদের।

আরও পড়ুনঃ চোখ খুললেই কাঞ্চনজঙ্ঘা! একবার হিল স্টেশনে না গেলে জীবনটাই বৃথা

ভ্রমণস্থান,Tourist Spot,পুরুলিয়া,Purulia,কিরিবুরু-মেঘাতুবুরু,Kiriburu-Meghatuburu,মুন্নার,Munnar,বগুড়ান জলপাই,Boguran Jolpai,তাকদাহ লামাহাটা,Takdah Lamahata,বর্ষাকাল,Monsoon Season

তাকদাহ লামাহাটা (Takdah Lamahata):  হাতে ঘুরতে যাওয়ার যতই অপশন থাকুক না কেন বছরে একবার অন্তত বাঙালির দার্জিলিং যাওয়া চাই। দার্জলিংয়ের কাছেপিঠেই অবস্থিত এমনই এক অফবিট জায়গা হল তাকদা ও লামাহটা। ইদানিং পাহাড় প্রেমীদের কাছেও বেশ পরিচিতি পেয়েছে এই জায়গাটি।

ভ্রমণস্থান,Tourist Spot,পুরুলিয়া,Purulia,কিরিবুরু-মেঘাতুবুরু,Kiriburu-Meghatuburu,মুন্নার,Munnar,বগুড়ান জলপাই,Boguran Jolpai,তাকদাহ লামাহাটা,Takdah Lamahata,বর্ষাকাল,Monsoon Season

৪) বগুড়ান জলপাই (Boguran Jolpai): পাহাড় তো অনেক হলো। মুক্তির স্বাদ পেতে ভ্রমণ তালিকা থেকে সমুদ্রই বা বাদ যায় কেন। তবে দীঘা-পুরি কিন্তু নয়।

ভ্রমণস্থান,Tourist Spot,পুরুলিয়া,Purulia,কিরিবুরু-মেঘাতুবুরু,Kiriburu-Meghatuburu,মুন্নার,Munnar,বগুড়ান জলপাই,Boguran Jolpai,তাকদাহ লামাহাটা,Takdah Lamahata,বর্ষাকাল,Monsoon Season

হাতেগোনা ছুটিতেই সমুদ্রতীরে খোলা হাওয়ায় গা ভাসিয়ে দিতে আর বর্ষার মাতাল করা রূপ দেখতে একবার অন্তত ঘুরে আসতেই পারেন বগুড়ান জলপাই থেকে। ভীড় এড়াতে এখানকার শান্ত, নিরিবিলি পরিবেশ সমুদ্র প্রেমীদের জন্য একেবারে পারফেক্ট।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥