• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সৌমিতৃষা থেকে রুকমা সৌন্দর্যে টলি-বলি নায়িকাদেরও টেক্কা দিতে পারে সিরিয়ালের এই ৫ অভিনেত্রী

বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদনের সাথে জড়িয়ে রয়েছে টেলিভিশনের সিরিয়ালগুলি (Bengali Serial)। আর সিরিয়ালের প্রিয় তারকা বা অভিনেত্রীরাও কিন্তু দর্শকদের মনের অনেকটাই কাছের হয়ে পরেন। প্রতিদিন তাদের দেখতে দেখতে একপ্রকার ঘরের মানুষ হয়ে পড়েন অভিনেত্রীরাও। তাই তো খুঁত হলে যেমন সমালোচনা মেলে তেমনি ঢালাও ভালোবাসা ও প্রশংসাও মেলে। আর সিরিয়ালের এই অভিনেত্রীরা (Beautiful Serial Actress) যে শুধু ভালো অভিনয় জানেন তা নয়, সাথে তাদের সৌন্দর্যও অপ্সরাদের তুলনায় কিছু কম নয়।

বিগত কয়েক বছরে বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন একাধিক অভিনেত্রীরা এসেছেন যারা নিজেদের সৌন্দর্য ও অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। এককথায় রূপে লক্ষী আর গুনে সরস্বতী সিরিয়ালের এই নায়িকারা। আজ এমনই কিছু অভিনেত্রীদের তালিকা নিয়ে হাজির হয়েছি। এই অভিনেত্রীরা সৌন্দর্যে  অনায়াসেই টেক্কা দিতে পারেন টলি-বলি নায়িকাদেরও।

   

Mithai Soumitrisha Kundu

১. সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) : মিঠাই সিরিয়াল সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। সকলের প্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম সিদ্ধার্থ-মিঠাইয়ের  কাহিনী। ৫০ বার বেঙ্গল টপার হয়েছে মিঠাই। আর সিরিয়ালে মূল চরিত্র মিঠাই এর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।

Rooqma Roy

২. রুকমা রায় (Rooqma Roy) : কিরণমালা থেকে দেশের মাটি সিরিয়ালে দর্শকদের মন জিতেছিলেন রুকমা রায়। দেশের মাটি সিরিয়ালের রাজা-মাম্পি জুটি আজও দর্শকদের কাছে সমাদৃত। বর্তমান আবারও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সাথেই জুটি বেঁধে লালকুঠি সিরিয়ালে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। একসময় পার্শ্ব চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেলেও বর্তমানে মূল চরিত্রেই দর্শকদের ভালোবাসা পাচ্ছেন অভিনেত্রী।

Soumitrisha Kundu,Sonamoni Saha,Swikriti Majumder,Rooqma Roy,Swastika Dutta,Serial Actress,সিরিয়ালের অভিনেত্রী,সৌমিতৃষা কুন্ডু,সোনামনি সাহা,স্বীকৃতি মজুমদার,রুকমা রায়,স্বস্তিকা দত্ত,সিরিয়ালের সুন্দরী অভিনেত্রী

৩. সোনামনি সাহা (Sonamoni Saha) : ‘মোহর’ সিরিয়ালের মোহর অভিনেত্রী সোনামনি সাহা। মেগা সিরিয়ালের দৌলতে অভিনেত্রীর জনপ্রিয়তা হয়েছে ব্যাপক। সোনামনির অভিনয় থেকে সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় দর্শকদের। তিন বছর সম্প্রচারিত হওয়ার পর এই বছরেই শেষ হয়েছে মোহর সিরিয়াল। তবে ইতিমধ্যেই এক্কা দোক্কা সিরিয়ালে কামব্যাক করছেন অভিনেত্রী।

Ki Kore Bolbo tomai actress Swastika Dutta comeback at Television

৪. স্বস্তিকা দত্ত (Swasstika Dutta) : জনপ্রিয় সিরিয়াল ‘কি করে বলবো তোমায়’ এ রাধিকা চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা দত্ত। আর রাধিকা কর্ণের জুটি ছিল দর্শকদের প্রিয় জুটির মধ্যে অন্যতম। সিরিয়ালটি শেষ গিয়েছে বেশ কিছুদিন হল তবে এখনও অভিনেত্রীকে মনে রেখেছেন দর্শকরা।

Swikriti Majumder Khelaghor

৫. স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder) : বাঙালি দর্শকদের পছন্দের সিরিয়ালের মধ্যে একটি হল ‘খেলাঘর’। সিরিয়ালের শান্টু পূর্ণা জুটির জনপ্রিয়তা ছিল বেশ। পূর্ণা চরিত্রে অভিনয় করেছিলেন স্বীকৃতি মজুমদার। অভিনেত্রীর যেমন অভিনয়ের দক্ষতা রয়েছে তেমনি রয়েছে তাঁর রূপ। তাই দর্শকদের কাছে আজও একই রকম রয়ে গিয়েছে তাঁর পপুলারিটি।