• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহিদ-প্রিয়াঙ্কা থেকে ইউভি-দীপিকা! বিটাউনের এই ৫ সেলেব কাপল একসময় ছিল পেজ থ্রী হট টপিক

Updated on:

বলিউড,Bollywood,সম্পর্ক,Relationship,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,শহীদ কাপুর,Shahid Kapoor,দীপিকা পাড়ুকোন,Deepika PPadukon,যুবরাজ সিং,Yuvraj Singh,অর্জুন কাপুর,Arjun Kapoor,অর্পিতা খান,Arpita Khan,রণবীর কাপুর,Ranbir Kapoor,অবন্তিক মালিক,Avantik Malik,রণবীর সিং,Ranveer Singh,অহনা দেওল,Ahana Deol

বলিউড মানেই বিশ্বের অন্যতম ঝাঁচকচকে গ্লামারাস ওয়ার্ল্ড। যার অন্দরে ফিসফিসিয়ে তৈরি হয় সম্পর্কের গুঞ্জন। আবার সময়ের দমকা হাওয়ায় ভেঙে পড়ে তাসের ঘরের মতো। জমকালো এই গ্লামার ওয়ার্ল্ডে সম্পর্ক আজ আছে তো কাল নেই। সময়ের সাথে সাথে বলিউডের আনাচে কানাচে চাপা পড়ে রয়েছে এমনই অসংখ্য না হওয়া প্রেম। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে এমনই ৫ সেলিব্রেটি জুটির তালিকা।

১) প্রিয়াঙ্কা চোপড়া এবং শহীদ কাপুর (Priyanka Chopra and Shahid Kapoor)

বলিউড,Bollywood,সম্পর্ক,Relationship,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,শহীদ কাপুর,Shahid Kapoor,দীপিকা পাড়ুকোন,Deepika PPadukon,যুবরাজ সিং,Yuvraj Singh,অর্জুন কাপুর,Arjun Kapoor,অর্পিতা খান,Arpita Khan,রণবীর কাপুর,Ranbir Kapoor,অবন্তিক মালিক,Avantik Malik,রণবীর সিং,Ranveer Singh,অহনা দেওল,Ahana Deol

এই তালিকায় প্রথমেই রয়েছেন বলিউড সুপারস্টার শহীদ কাপুর এবং দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। এককালে সিনেমায় একসাথে জুটি বেঁধে অভিনয়ের সূত্রেই তৈরি হয়েছিল তাঁদের সম্পর্ক। এককালে বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যেত তাঁদের সম্পর্কের গুঞ্জন। সময়ের সাথে আজ তা একেবারে ফিকে হয়ে গেছে।

২) দীপিকা পাড়ুকোন এবং যুবরাজ সিং (Deepika Padukone and Yuvraj Singh)

বলিউড,Bollywood,সম্পর্ক,Relationship,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,শহীদ কাপুর,Shahid Kapoor,দীপিকা পাড়ুকোন,Deepika PPadukon,যুবরাজ সিং,Yuvraj Singh,অর্জুন কাপুর,Arjun Kapoor,অর্পিতা খান,Arpita Khan,রণবীর কাপুর,Ranbir Kapoor,অবন্তিক মালিক,Avantik Malik,রণবীর সিং,Ranveer Singh,অহনা দেওল,Ahana Deol

দীপিকা পাড়ুকোনের সাথে ভারতীয় ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের সম্পর্কের কথা কারও অজানা নয়। একসময় প্রায়ই তাদের একসাথে দেখা যেত। তবে এখন তাঁরা দুজনেই নিজেদের মতো করে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

৩) রণবীর সিং এবং অহনা দেওল (Ranveer Singh and Ahana Deol)

বলিউড,Bollywood,সম্পর্ক,Relationship,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,শহীদ কাপুর,Shahid Kapoor,দীপিকা পাড়ুকোন,Deepika PPadukon,যুবরাজ সিং,Yuvraj Singh,অর্জুন কাপুর,Arjun Kapoor,অর্পিতা খান,Arpita Khan,রণবীর কাপুর,Ranbir Kapoor,অবন্তিক মালিক,Avantik Malik,রণবীর সিং,Ranveer Singh,অহনা দেওল,Ahana Deol

কলেজের লাইফে, রণবীর সিংহ তারকা দম্পতি হেমা মালিনী এবং ধর্মেন্দ্রের মেয়ে অহনা দেওলের সাথে সম্পর্কে ছিলেন বলে জানা যায়। তবে তাঁদের সম্পর্ক সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়।

৪) অর্জুন কাপুর এবং অর্পিতা খান (Arjun Kapoor and Arpita Khan)

বলিউড,Bollywood,সম্পর্ক,Relationship,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,শহীদ কাপুর,Shahid Kapoor,দীপিকা পাড়ুকোন,Deepika PPadukon,যুবরাজ সিং,Yuvraj Singh,অর্জুন কাপুর,Arjun Kapoor,অর্পিতা খান,Arpita Khan,রণবীর কাপুর,Ranbir Kapoor,অবন্তিক মালিক,Avantik Malik,রণবীর সিং,Ranveer Singh,অহনা দেওল,Ahana Deol

বলিউডে পা রাখার আগে অর্জুন কাপুর সালমান খানের বোন অর্পিতা খানের প্রেমে পড়েছিলেন বলে জানা যায়। তবে পরবর্তীতে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এখন, অর্জুন মালাইকা অরোরার সাথে ডেটিং করছেন।

৫) রণবীর কাপুর এবং অবন্তিক মালিক (Ranbir Kapoor and Avantik Malik)

বলিউড,Bollywood,সম্পর্ক,Relationship,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra,শহীদ কাপুর,Shahid Kapoor,দীপিকা পাড়ুকোন,Deepika PPadukon,যুবরাজ সিং,Yuvraj Singh,অর্জুন কাপুর,Arjun Kapoor,অর্পিতা খান,Arpita Khan,রণবীর কাপুর,Ranbir Kapoor,অবন্তিক মালিক,Avantik Malik,রণবীর সিং,Ranveer Singh,অহনা দেওল,Ahana Deol

বলা হয় বলিউডের চকলেট বয় রণবীর কাপুরের জীবনে প্রেমিকার তালিকা অনেক লম্বা। যাঁদের মধ্যে অন্যতম হলেন অবন্তিক মালিক। জানা যায়, বলিউডে প্রবেশের আগে তাঁরা সম্পর্কে ছিলেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥