• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ক্যামেরার সামনে খুলেছেন কাপড়! OTT দুনিয়ার এই ৫ নায়িকার অভিনয় দেখলে ঘুম উড়বে যে কারোর

ওটিটি (OTT) প্ল্যাটফর্মে এমন বহু নায়িকা রয়েছেন, যাঁদের অভিনয় দেখে দর্শকরা একেবারে মুগ্ধ হয়ে যান। আবার এমনও অনেক নায়িকা রয়েছেন, যারা শুধুমাত্র একটি বিশেষ ধরণের দৃশ্যে অভিনয় করেই জনপ্রিয়তা। থ্রিলার, রোম্যান্সের মতোই ওটিটি প্ল্যাটফর্মে বহু বোল্ড সিরিজও রয়েছে। যেগুলি পরিবারের সঙ্গে বসে দেখা যায় না। আর সেই সকল সিরিজেই বোল্ড দৃশ্যে (Bold scenes) অভিনয় করেই বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অনেক অভিনেত্রী। আজকের প্রতিবেদনে এমনই ৫ অভিনেত্রীর (Actresses) নাম তুলে ধরা হল।

আভা পল (Aabha Paul)- আভাকে ওটিটি প্ল্যাটফর্মের ‘ক্যুইন’ হিসেবে অভিহিত করা হয়। এই জনপ্রিয় অভিনেত্রী বহু সুপারহিট সিনেমা, ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে দর্শকদের সবচেয়ে পছন্দ হয়েছিল ‘নমকিন’ সিরিজে তাঁর অভিনয়। সেখানে বেশ বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন আভা।

   

Aabha Paul

মাহি কৌর (Mahi Kaur)- ওয়েব সিরিজের দুনিয়ায় মাহিও বেশ জনপ্রিয় নাম। ‘পলঙ্গ তোড়’ ওয়েব সিরিজের ‘গাঁও কি গর্মি’ এপিসোডে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। সংশ্লিষ্ট সিরিজের সেই এপিসোডে একাধিক বোল্ড দৃশ্যে সাবলীল অভিনয় করেছিলেন মাহি।

Mahi Kaur

মোক্ষিতা রাঘব (Mokshita Raghav)- ওয়েব সিরিজের দুনিয়ায় পা রাখার আগে টিক টকের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন মোক্ষিতা। সেখানে তাঁর লাখ লাখ ফলোয়ার ছিল। সেই মোক্ষিতাই ‘প্রভা কি ডায়েরি’ ওয়েব সিরিজে ‘হাউসওয়াইফ’ এপিসোডে বেশ কিছু বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন।

Mokshita Raghav

নিখিতা চোপড়া (Nikhita Chopra)- ইন্টারনেটের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘খুল জা সিম সিম’ যদি দেখে থাকেন, তাহলে নিখিতাকে আপনি নিশ্চয়ই চেনেন। এই সিরিজের নায়িকা ছিলেন তিনি। আর সেখানেই একাধিক বোল্ড দৃশ্যে অভিনয় করে দর্শকদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন নিখিতা।

Nikhita Chopra

অঙ্কিতা দাভে (Ankita Dave)- অঙ্কিতাও ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। নিজের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন তিনি।

Ankita Dave

অঙ্কিতাকেও বেশ কয়েকবার সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। ওয়েব সিরিজ ‘গাচি’তে কম বয়সি এক ছেলের সঙ্গে বেশ কিছু বোল্ড দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি।