• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই থেকে দীপা, বাংলা সিরিয়ালে মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতেছেন এই ৫ অভিনেত্রী

বাংলা সিরিয়াল (Bengali Serial)-প্রেমী দর্শকদের রোজকার বিনোদনের অঙ্গ মেগা সিরিয়াল। অবসর সময়ে পছেন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালের পোকা দর্শকদের। প্রতিদিন প্রিয় সিরিয়াল দেখা তাদের সকলের কাছেই একপ্রকার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। মেগা সিরিয়াল মানেই একটানা অনেকদিন ধরে চলতে থাকে।

চরিত্রের প্রয়োজনে না জানি কত কি না করে থাকেন সিরিয়ালের নায়ক নায়িকারা। সময়ের সাথে সাথে আমূল পরিবর্তন আসে সিরিয়ালের গল্পেও। যার ফলে দেখা যায় সিরিয়ালের অল্প বয়সী সব নায়িকারাও মা হয়ে যাচ্ছে সিরিয়ালে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে বাংলার সিরিয়ালের এমনই কয়েকজন অভিনেত্রীদের পরিচয় যারা খুব কম বয়সেই মা হয়েছেন বাংলা সিরিয়ালে।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,দীপা,Deepa,মিতুল,Mitul,উর্মি,Urmi,গুনগুন,Gungun,Khorkuto,Anurager Chowa,Khelna Bari

১) মিঠাই (Mithai) :  এই মুহূর্তে জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘মিঠাই’। এই সিরিয়ালের নায়িকা সৌমিতৃষা কুন্ডুকে সব্বাই এখন এক ডাকে চেনেন। প্রসঙ্গত এই সিরিয়ালের সুবাদে সৌমিতৃষা ইতিমধ্যেই মায়ের চরিত্রে অভিনয় করে ফেলেছেন। সিরিয়ালে তার ছেলের নাম হয়েছে শাক্য।

Anurager Chonwa's new twist sona meets rupa for the first time

২) দীপা (Deepa) : এই মুহূর্তে স্টার জলসার অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। কিছুদিন আগেই এই সিরিয়ালে দুই ফুটফুটে কন্যা সন্তান সোনা-রুপার জন্ম দিয়েছে দীপা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,দীপা,Deepa,মিতুল,Mitul,উর্মি,Urmi,গুনগুন,Gungun,Khorkuto,Anurager Chowa,Khelna Bari

৩) মিতুল (Mitul) : এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম হল খেলনা বাড়ি (Khelna Bari)। মিতুলের চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতির সাবলীল অভিনয় অল্পদিনেই মন জয় করেছে দর্শকদের। ধারাবাহিকের শুরু থেকেই মিষ্টি মেয়ে গুগলির মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,দীপা,Deepa,মিতুল,Mitul,উর্মি,Urmi,গুনগুন,Gungun,Khorkuto,Anurager Chowa,Khelna Bari

৪) উর্মি (Urmi) : জি বাংলার পর্দায় সদ্য শেষ হয়েছে উর্মি সত্যকির লাভ স্টোরি ‘এই পথ যদি না শেষ না শেষ হয়’।এই সিরিয়ালের শুরু থেকেই দর্শকদের একেবারে মাতিয়ে রেখেছিলেন সিরিয়ালের নায়িকা উর্মি অভিনেত্রী অন্বেষা হাজরা। সিরিয়ালের অন্তিম পর্বে প্রেগনেন্ট দেখা গিয়েছে অভিনেত্রীকে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,মিঠাই,Mithai,দীপা,Deepa,মিতুল,Mitul,উর্মি,Urmi,গুনগুন,Gungun,Khorkuto,Anurager Chowa,Khelna Bari

৫) গুনগুন (Gungun) : স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ছিল ‘খড়কুটো’। এই সিরিয়ালের নায়িকা গুনগুন চরিত্রে অভিনয় করেছিলেন তৃণা সাহা। শেষের দিকে এই সিরিয়ালে দেখা গিয়েছিল ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়ে মত্যু হয়েছিল গুনাগুনের।