• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সময় যেন উড়ছে! বিবাহবার্ষিকীতে স্ত্রীয়ের সঙ্গে ছবি দিলেন যুবরাজ, নিমেষে ভাইরাল ছবি

Yuvraj Singh Hazel keech

বিটাউনের (bollywood) সুন্দরীদের সঙ্গে ক্রিকেট মাঠের রাজকুমারদের সম্পর্ক নতুন কিছু নয়। মাঝেমাঝেই সংবাদের শিরোনামে তাই উঠে আসে বিরাট-অনুষ্কা (virat kohli-anushka sharma) কিংবা শর্মিলা ঠাকুর-পতৌদির নাম। ক্রিকেটারদের সঙ্গে বলিউডের সুন্দরীদের প্রেমের তালিকায় রয়েছে হেজেল কিচ ও যুবরাজ সিং-র নামও (yuvrah singh-hezel keech)। তার সাথেই দেখতে দেখতে চার চারটে বছর কাটিয়ে ফেললেন যুবি।

এইদিনেই ২০১৬ সালে ক্রিকেটের অলরাউন্ডার যুবরাজ সিং গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী হেজেল কিচের সঙ্গে। গোয়ায় ধুমধাম করে অনুষ্ঠান করে সাতপাকে বাঁধা পরেছিলেন তারা। বলিপাড়া থেকে ক্রিকেটের অনেক তারকাই উপস্থিত ছিলেন তাদের বিয়েতে।

২০১১ বিশ্বকাপে দেশকে বিশ্বকাপ জিতিয়ে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছিলেন যুবরাজ। ছিলেন কেরিয়ারের সেরা ফর্মে। সেই সময় তার জীবনে অন্ধকার বয়ে নিয়ে আসে ক্যান্সার নামক দুরারোগ্য ব্যধি। ফুসফুসের ক্যান্সারেই আক্রান্ত হয়েছিলেন যুবরাজ সিং। আমেরিকাতেই গিয়েছিলেন চিকিৎসার জন্য। কিন্তু হাল ছেড়ে দেননি ভারতীয় ক্রিকেট তারকা। মারণ রোগের বিরুদ্ধে ২২ গজের মত বুক চিতিয়ে লড়াই করেছিলেন পঞ্জাব দ্য পুত্তর। ক্যান্সারকে হারিয়ে কঠিন লড়াই করে ফিরেছিলেন মাঠে। ফিরেছিলেন হেজেলের কাছেও।

দেখতে দেখতে চারটে বছর কাটিয়ে আজও অটুট যুবরাজ হেজেলের সম্পর্ক। চতুর্থ বিবাহ বার্ষিকীতে স্ত্রীয়ের সঙ্গে ছবি শেয়ার করে যুবি তার ইন্সটা হ্যান্ডেলে লেখেন, “শুভ বিবাহবার্ষিকী আমার ভালোবাসা। ৪ বছর পেরোলো, সময় বয়ে যাচ্ছে! আরও পথ পেরোতে হবে। সবকিছুর জন্য ধন্যবাদ”। মুহুর্তেই ভাইরাল হয় এই তারকা দম্পতির ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Yuvraj Singh (@yuvisofficial)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥