• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিনেমার মতো সাউথের সিরিয়ালেরও নকল করছে বাংলা! রইল এমনই ৪ টি জনপ্রিয় সিরিয়ালের তালিকা

Published on:

বাংলা সিরিয়াল,Bengali Serial,সাউথ সিরিয়াল,South Serial,রিমেক,Remake,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,উড়ন তুবড়ি,Uran Tubri,সন্ধ্যা তারা,Sandhya Tara,তোমার খোলা হাওয়া,Tomar Khola Hawa

এই মুহূর্তে সারা দেশে বিরাট দাপট দক্ষিণ ভারতীয় সিনেমার (South Indian Film)। বাংলার টলিউড (Tollywood) তো বটেই খোদ বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিও সাউথের গল্প নকল করেই বানাচ্ছে একের পর এক ‘রিমেক’ (Remake) সিনেমা। তবে একথা বলতেই হয় সিনেমা এবং ওয়েব সিরিজের যুগে দাঁড়িয়ে কিন্তু আজকের বিনোদন জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে মেগা সিরিয়ালগুলি।

বিশেষ করে সারা বাংলা জুড়ে রয়েছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) এক বিরাট দর্শকসংখ্যা। তাই দর্শকদের এই চাহিদাকে গুরুত্ব দিতেই দিনে দিনে বেড়ে চলেছে বাংলা সিরিয়ালগুলির চাহিদা। তবে ইদানিং বাংলা সিনেমার মতোই সিরিয়ালের ক্ষেত্রেও দেখা যাচ্ছে সাউথের সিরিয়াল রিমেক করার একটি ট্রেন্ড। আজ বং ট্রেন্ডের পাতায় থাকছে বাংলার বুকে অত্যন্ত জনপ্রিয় এমনই চারটি ‘রিমেক’ বাংলা সিরিয়ালের তালিকা।

অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa): এই তালিকায় সবার প্রথমেই যে নামটি জ্বলজ্বল করছে তা হল স্টার জলসার বেঙ্গল টপার সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য-দীপার মিষ্টি প্রেমের গল্প নিয়ে তৈরী এই সিরিয়ালটি কিন্তু আসলে সাউথের অত্যন্ত জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কার্তিকা দীপম’-এর (Karthika Deepam) বাংলা রিমেক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সাউথ সিরিয়াল,South Serial,রিমেক,Remake,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,উড়ন তুবড়ি,Uran Tubri,সন্ধ্যা তারা,Sandhya Tara,তোমার খোলা হাওয়া,Tomar Khola Hawa

উড়ন তুবড়ি (Uran Tubri): এরপরেই এই তালিকায় রয়েছে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘উড়ন তুবড়ি’। যদিও কিছুদিন আগেই টিভির পর্দায় এই সিরিয়ালের সম্প্রচার শেষ হয়েছে। তবে এই সিরিয়ালটিও কিন্তু সাউথের অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘পুত্তকখানা মাক্কালু’ (Puttakkana Makkalu) থেকে অনুপ্রাণিত হয়েই রিমেক করা হয়েছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সাউথ সিরিয়াল,South Serial,রিমেক,Remake,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,উড়ন তুবড়ি,Uran Tubri,সন্ধ্যা তারা,Sandhya Tara,তোমার খোলা হাওয়া,Tomar Khola Hawa

সন্ধ্যাতারা (SandhyaTara): এরপরেই এই তালিকায় যে নামটি রয়েছে তা হল স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক ‘সন্ধ্যাতারা’। এই সিরিয়ালটিও আসলে সাউথের জনপ্রিয় সিরিয়াল ‘দেভাথা’র (Devatha) বাংলা রিমেক ভার্সন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই নতুন সিরিয়ালের প্রোমো। জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালের ঊর্মি অভিনেত্রী অন্বেষা হাজরার এই কামব্যাক সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শকমহলে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সাউথ সিরিয়াল,South Serial,রিমেক,Remake,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,উড়ন তুবড়ি,Uran Tubri,সন্ধ্যা তারা,Sandhya Tara,তোমার খোলা হাওয়া,Tomar Khola Hawa

তোমার খোলা হাওয়া (Tomar Khola Hawa): বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি রিমেক, তবে হিন্দি রিমেক সিরিয়াল হল জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,সাউথ সিরিয়াল,South Serial,রিমেক,Remake,অনুরাগের ছোঁয়া,Anurager Chhowa,উড়ন তুবড়ি,Uran Tubri,সন্ধ্যা তারা,Sandhya Tara,তোমার খোলা হাওয়া,Tomar Khola Hawa

এটি আসলে জি টিভির অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডন তুঝসে না হো পায়েগি’র (Guddan Tumse Naa Ho Payega) বাংলা রিমেক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥