• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এ যেন কলির কেষ্ট! এক ঋষি সেনের চরিত্র করেই শন ব্যানার্জীর জীবনে এল ৪ নায়িকা

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই  অবসর সময়ে  সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। আর ইদানিং সিরিয়াল দেখা তো দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের। দর্শকমহলে দারুন জনপ্রিয় এমন একটি সিরিয়াল হলো স্টার জলসার ‘মন ফাগুন’। এই সিরিয়ালের নায়ক নায়িকা ঋষি-পিহু শুরু থেকেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন।এই  ধারাবাহিকে নায়ক ঋষি চরিত্রে অভিনয় করছেন টেলিভিশন হার্টথ্রব তথা অভিনেতা শন ব্যানার্জি। আর নায়িকা পিহুর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সৃজলা গুহকে।

ছোটবেলায় হারিয়ে যাওয়া ভালোবাসা ঋষিরাজ আর প্রিয়দর্শিনী প্রেম কাহিনী নিয়েই শুরু হয়েছিল এই সিরিয়াল।  অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিছুদিন আগেই সিরিয়ালে বিয়ে হয়েছে নায়ক নায়িকার।এরই মধ্যে সিরিয়ালে এসেছে নিত্য নতুন মোচড়। সেইসাথে এসেছে নিত্যনতুন চরিত্র। তবে একটা বিষয় হয়তো দর্শকরা লক্ষ্য করে থাকবেন পিহু ঋষির ছোটবেলায় হারিয়ে যাওয়া প্রেম হলেও পিহু ছাড়াও কিন্তু ঋষির জীবনে অগগন ঘটেছে একাধিক নারী চরিত্রের। এক ‘মন ফাগুন’ সিরিয়ালে অভিনয় করার জন্যই ঋষি অভিনেতা শন ব্যানার্জীর জীবনে এসেছে ৪ নায়িকা।

   

১) পিহু (Pihu)

ঋষি,Rishi,পিহু,Pihu,প্রিয়াঙ্কা,Priyanka,মিলি,Mili,নেত্রা,Netra

এই তালিকায় প্রথমেই রয়েছেন পিহু অভিনেত্রী সৃজলা গুহ। প্রথমদিকে সিরিয়ালে দেখা গিয়েছে ছোটবেলায় গাড়ি দুর্ঘটনার পর থেকেই হারিয়ে গিয়েছিল তারা। কিন্তু সেই ছোট থেকেই একে অপরের জন্য অপেক্ষা করে ছিল তারা। বোরো হয়ে দেখা হলেও প্রথমদিকে কেউ কারও আসল পরিচয় জানতে পারেনি। অবশেষে হোলির দিনেই মিল হয়ে যায় তাদের। এরপর অনেক ঝড়ঝাপটা সামলে এখন সুখে সংসার করছে তারা।

২) প্রিয়াঙ্কা (Priyanka)

ঋষি,Rishi,পিহু,Pihu,প্রিয়াঙ্কা,Priyanka,মিলি,Mili,নেত্রা,Netra

কিছুদিন আগেই  নিজেকে ঋষির কলেজ জীবনের প্রেমিকা বলে দাবি করে সিরিয়ালে এন্ট্রি হয়েছিল প্রিয়াঙ্কা চরিত্রের। সিরিয়ালে শর্ট-এ তাকে প্রি বলে ডাকা হতো। এই প্রি চরিত্রে কিছুদিনের জন্য অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী ঐন্দ্রিলা বোস। প্রথমদিকে তাকে খল চরিত্রে দেখা গেলেও পরে পজিটিভ রোল দেওয়া হয়েছিল।

৩) মিলি (Mili)

ঋষি,Rishi,পিহু,Pihu,প্রিয়াঙ্কা,Priyanka,মিলি,Mili,নেত্রা,Netra

এরপরেই  সিরিয়ালে নকল প্রিয়দর্শনের সাজে সিরিয়ালে দেখা গিয়েছিল শ্রীময়ী সিরিয়ালের দিঠি অভিনেত্রী ঐশীকে। আসলে সে ঋষি-পিহুর চরম শত্রু মনিকা সুরের পালিতা কন্যা মিলি। কিছুদিন আগেই  সিরিয়াল থেকে বিদায় নিয়েছে সে।

৪) নেত্রা  (Netra)

ঋষি,Rishi,পিহু,Pihu,প্রিয়াঙ্কা,Priyanka,মিলি,Mili,নেত্রা,Netra

আর এবার দেখা যাচ্ছে হানিমুনে গিয়ে একটি মন্দিরে পিহুর সাথে পরিচয় হয়েছে নেত্রী বলে এক নতুন চরিত্রের। এই চরিত্রের হাত ধরে গতকালই মনফাগুনে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রোশনি তন্নী ভট্টাচার্য।এখনো পর্যন্ত জানা গিয়েছে এই সিরিয়ালে তার নাম হয়েছে নেত্রা । তবে আসলে সে কে, এবং কি তার পরিচয় সে সবকিছু এখনো জানা যায়নি। শুধু এটুকু জানা গিয়েছে সেও ছোটবেলার হারিয়ে যাওয়া কাছের মানুষকে খুঁজতে মন্দিরে এসেছে প্রার্থনা করার জন্য। সেখানেই  পিহুর সাথে দেখা হয়েছে তার।  এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে ঋষির সাথে এই নেত্রার নিশ্চয়ই কোন যোগ সূত্র আছে। তবে শুরু থেকে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ঋষি অভিনেতা শন ব্যানার্জির জীবনে আগমন ঘটেছে পরপর চার নারীর।