• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭ দিনে চুল ওঠার সমস্যায় ফুলস্টপ! দামি প্রোডাক্ট নয়, একবার ব্যবহার করেই দেখুন এই ৪ ঘরোয়া ভেষজ

কমবেশি আমরা প্রত্যেকে চুল ওঠার (Hair Fall) সমস্যা জেরবার। দূষণ, ধুলো, স্ট্রেস থেকে শুরু করে চুলের (Hair) অযত্ন- হেয়ার ফলের নানান কারণ থাকতে পারে। সেই জন্য চুল ওঠা রুখতে অনেকেই বিউটি পার্লারে ছোটেন কিংবা দামি দামি হেয়ার প্রোডাক্ট ব্যবহার করেন। তবে আপনি কি জানেন, এমন বহু ভেষজ (Herbs) রয়েছে চুলের যত্নে ম্যাজিকের মতো কাজ করে। এগুলি যেমন একদিকে চুল ওঠা বন্ধ করে, তেমনই চুলের ঘনত্ব বাড়াতেও কাজে আসে।

হেনা (Henna)- চুলের যত্নে হেনার উপকারিতার কথা আমরা অনেকেই শুনেছি। অ্যান্টি ফাঙ্গাল উপাদানে সমৃদ্ধ এই ভেষজ স্ক্যাল্পের যে কোনও সংক্রমণ কমাতে কাজে আসে। সেই সঙ্গেই চুল ওঠাও কমায়। শুধু তাই নয়, হেনা ব্যবহার করলেও স্ক্যাল্পের পিএইচ ভারসাম্যও বজায় থাকে। একাধিক গবেষণায় একথার উল্লেখ রয়েছে।

   

Henna, Henna for hair, Herbs for hair fall

শিকাকাই (Shikakai)- চুলের ক্লিনজার হিসেবে ব্যবহার করা হয় শিকাকাই। আপনি চাইলে শিকাকাই পাউডার দিয়ে হেয়ার প্যাক তৈরি করে নিতে পারেন। প্রথমে একটি পাত্রে শিকাকাই পাউডার নিন, এরপর এতে জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণ স্ক্যাল্পে লাগিয়ে নিন। এই মিশ্রণ একদিনে যেমন চুলের বৃদ্ধিতে, স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে, তেমনই চুলের গোড়াও মজবুত করে।

Shikakai, Herbs for hair fall

আমলকি (Amla)- আমলকি যেমন খেতে ভালো, তেমনই চুলের যত্নেও প্রচণ্ড কার্যকর। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এতে যেমন চুলের সুস্বাস্থ্য বজায় থাকে, তেমনই চুলের বৃদ্ধিতেও ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু তাই নয়, আমলকি স্ক্যাল্পের কোলাজেন প্রোডাকশন বৃদ্ধিতে সাহায্য করে। ফলে দ্রুত চুল বাড়তে পারে।

Amla, Herbs for hair fall

জবা (China Rose)- শুধু পুজো দেওয়ার কাজেই নয়, চুলের খেয়াল রাখতেও প্রচণ্ড কাজে আসে জবা ফুল। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিনে সমৃদ্ধ এই ফুল চুলের এবং স্ক্যাম্পের সুস্বাস্থ্য বজায় রাখতে কাজে আসে।

China rose, Herbs for hair fall

এছাড়া এই ফুলের মধ্যে হাইড্রোঅ্যালকোহলিক নির্যাস থাকে। এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। একটি নামী গবেষণাপত্রেই এই বিষয়ে উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। বিস্তারিত জানার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।