• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভালোবাসায় ফিকে বয়স! রইল বাংলা সিরিয়ালের এই ৪ অসমবয়সী সেলিব্রেটি কাপলদের তালিকা

Updated on:

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,অসমবয়সী,Underage,তারকা জুটি,Celebrity Couple,শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar,দোলন রায়,Dolon Roy,দীপঙ্কর দে,Dipankar Dey,সোহিনী সেনগুপ্ত,Sohni Sengupta,সপ্তর্ষি মৌলিক,Saptarshi Maulik,রূপাঞ্জনা মিত্র,Rupanjana Mitra,রাতুল মুখার্জী,Ratul Mukherjee

ভালোবাসার টানে সব বাধা তুচ্ছ হয়ে যায় নিমেষে। সেখানে সম্পর্কের ক্ষেত্রে বয়স তো একটা সংখ্যা মাত্র। বাংলা বিনোদন জগতে এমন অনেক সেলিব্রেটি জুটি রয়েছেন যাঁরা বয়সের ফারাক ঘুচিয়ে ভালোবেসে একসাথে কাটিয়ে ফেলেছেন বছরের পর বছর. কেউ নিজের থেকে বেশি বয়সের অভিনেতার প্রেমে পড়েছেন আবার কেউ মালা বদল করেছেন বয়সে ছোট প্রেমিকের সাথে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকলো বাংলা বিনোদন জগতের এমনই ৪ অসমবয়সী সেলিব্রেটি জুটির তালিকা।

শ্রুতি দাস এবং স্বর্ণেন্দু সমাদ্দার (Shruti Das & Swornendu Samadda): বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় জুটি হলেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার এবং অভিনেত্রী শ্রুতি দাসের জুটি। টেলি পাড়ার এই চর্চিত জুটির মধ্যে বয়সের ফারাক প্রায় ১৪ বছরের। বয়সের এই পার্থক্য নিয়ে নিন্দুকদের সমালোচনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে খুব তাড়াতাড়িই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জুটি।

টলিউড,Tollywood,বাংলা সিরিয়াল,Bengali Serial,অসমবয়সী,Underage,তারকা জুটি,Celebrity Couple,শ্রুতি দাস,Shruti Das,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar,দোলন রায়,Dolon Roy,দীপঙ্কর দে,Dipankar Dey,সোহিনী সেনগুপ্ত,Sohni Sengupta,সপ্তর্ষি মৌলিক,Saptarshi Maulik,রূপাঞ্জনা মিত্র,Rupanjana Mitra,রাতুল মুখার্জী,Ratul Mukherjee

দোলন রায় এবং দীপঙ্কর দে (Dolon Roy & Dipankar Dey):  বাংলা বিনোদন জগতের অসমবয়সী এই সেলিব্রেটি কাপলদের তালিকায় রয়েছেন দোলন রায় এবং দীপঙ্কর দে। তাঁদের মধ্যে বয়সের মোট ফারাক ২৬ বছর। যদিও তাঁদের নিয়েও একসময় কম সমালোচনা হয়নি। তবে নিন্দুকদের কথায় পাত্তা না দিয়ে বরাবরই হাসিখুশি ভাবে নিজেদের জীবনটাকেই চুটিয়ে উপভোগ করতে ভালোবাসেন এই জুটি।

 

Deepankar De and Dolon Roy

সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক (Sohni Sengupta & Saptarshi Maulik): বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি কাপল হলেন সোহিনী সেনগুপ্ত এবং সপ্তর্ষি মৌলিক। তাঁদের মধ্যেও  বয়সের ফারাক নয় নয় করে প্রায় ১৫ বছর। থিয়েটারের মঞ্চ থেকেই আলাপ এবং তার ২ মাসের মাথায় বিয়ে করে নিয়েছিলেন এই জুটি।

Saptarshi Maulik, Sohini Sengupta

রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখার্জী (Rupanjana Mitra & Ratul Mukherjee): বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। এই মুহূর্তে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে লাবণ্য সেনগুপ্তের মতো একটি দাপুটে চরিত্রে অভিনয় করছেন তিনি। টিভির পর্দায় ঠাকুমা হয়ে গেলেও বাস্তবে রূপাঞ্জনার বয়স ৪০’র কোঠায়।

Rupanjana Mitra and Ratul Mukherjee

এক পুত্র সন্তানও রয়েছে অভিনেত্রীর। তবে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পর খুব তারাতাড়ি নিজের থেকে প্রায় ৭ বছরের ছোট পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের (Ratool Mukherjee) সাথে ছাঁদনাতলায় বসতে চলেছেন রূপাঞ্জনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥