• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নাওয়াজ একা নন! তাঁর আগেও মেয়ে সেজে নজর কেড়েছেন বলিউডের এই ৪ অভিনেতা

Published on:

কমল হাসান,Kamal Hasan,গোবিন্দা,Govinda,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,আয়ুষ্মান খুরানা,Ayushman Khurana

ইতিমধ্যে সকলেই নিশ্চই দেখে ফেলেছেন নাওয়াজউদ্দিন সিদ্দিকীর আসন্ন সিনেমা ‘হাড্ডি’র লুক। যা ইতিমধ্যেই রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সিনে দুনিয়ায়। ঝলমলে পোশাক থেকে শুরু করে ঠোঁটের লাল লিপস্টিক সবমিলিয়ে নামাজের বোল্ড লুক দেখে এককথায় ক্লিন বোল্ড হয়ে গিয়েছেন নারী-পুরুষ নির্বিশেষে গোটা দেশের সিনেমা প্রেমীরা। এমনকি ও বলা হচ্ছে নাওয়াজের এই লুক গুনে গুনে দশ গোল দিতে পারে বলিউডের যে কোনো সুন্দরী অভিনেত্রীদেরও।

তবে এই প্রথম নয় নাওয়াজের আগেও বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা মেয়ে সেজে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন। শুধু মেয়েদের মত সাজ পোশাকই নয় চোখ মুখের এক্সপ্রেশন থেকে শুরু করে অভিনয় সবটাই এতটাই নিখুঁতভাবে করেছিলেন তারা, যা দেখে অনেকেই ভাবতে বসেছিলেন মেয়ে সেজে থাকা ওই অভিনেতা আসলে একজন নারী নাকি পুরুষ! আজ বংট্রেন্ডের পাতায় থাকছে এমনই বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতাদের তালিকা।

১) কমল হাসান (Kamal Hasan)

কমল হাসান,Kamal Hasan,গোবিন্দা,Govinda,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,আয়ুষ্মান খুরানা,Ayushman Khurana

বলিউডে মেয়ে সেজে তাক লাগানো পুরুষ অভিনীতদের এই তালিকায় প্রথমেই রয়েছেন অভিনেতা কমল হাসান। তাঁর অভিনীত অন্যতম জনপ্রিয় সিনেমা হল ‘চাচি ৪২০’। এক সময় আট থেকে সকলেই এই সিনেমা দেখে হেসে কুটোপাটি খেয়েছিলেন। এই সিনেমায় চাচির চরিত্রে কামাল হাসানের অভিনয় সত্যিই মনে রাখার মতো।

২) গোবিন্দা (Govinda)

কমল হাসান,Kamal Hasan,গোবিন্দা,Govinda,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,আয়ুষ্মান খুরানা,Ayushman Khurana

পুরুষ অভিনেতাদের মহিলা সাজার এই তালিকায় যে অভিনেতার নাম না নিলেই তালিকাটাই অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন নিঃসন্দেহে গোবিন্দা।  বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আন্টি নাম্বার ওয়ান’-এ মহিলা চরিত্রে তার দুর্দান্ত অভিনয় আজও মনে রেখেছেন দর্শক।

৩) রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh)

কমল হাসান,Kamal Hasan,গোবিন্দা,Govinda,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,আয়ুষ্মান খুরানা,Ayushman Khurana

এই তালিকায় থাকা আরো একজন জনপ্রিয় অভিনেতা হলেন রিতেশ দেশমুখ। বলিউডের বিখ্যাত দুটি সিনেমা ‘আপনা সপনা মানি মানি’, এবং ‘হামসাকাল’-এ মেয়ে সেজে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন রিতেশ। মেয়েদের মত হট এন্ড সেক্সি পোশাক পরে এবং দুর্দান্ত এক্সপ্রেশন দিয়ে দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেতা।  এই সিনেমা দুটিতে মেয়েদের সাজে রিতেশকে দেখে সত্যিই চেনা দায় হয়ে পড়েছিল।

৪) আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana)

কমল হাসান,Kamal Hasan,গোবিন্দা,Govinda,রিতেশ দেশমুখ,Ritesh Deshmukh,আয়ুষ্মান খুরানা,Ayushman Khurana

অভিনেতাদের এই তালিকায় রয়েছেন বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা আয়ুষ্মান খুরানা। ড্রিম গার্ল সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল আয়ুষ্মান খুরানা কেম আর সেই চরিত্রটি তিনি এত সুন্দর এবং নিখুঁতভাবে অভিনয় করেছিলেন যে দাগ কেটে গিয়েছে দর্শকদের মনে আয়ুষ্মান খোরানা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥