• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রেগে গেলেই আউট অফ কন্ট্রোল! ঐশ্বর্য সহ ৪ তারকাদের থাপ্পড় মেরেছেন সালমান খান

Published on:

Salman Khan,Bollywood,gossip,Aishwarya Rai,Subhash Ghai,Anurag Kashyap,Shah Rukh Khan,Slap,entertainment,Bollywood gossip,শাহরুখ খান,বলিউড,গসিপ,সলমন খান,সুভাষ ঘাই,অনুরাগ কাশ্যপ,ঐশ্বর্য রাই,বলিউড গসিপ,বিনোদন,Salman Khan slapped,Salman Khan slap,Celebs who got slapped by Salman Khan,celebs slapped by Salman Khan

বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খান (Salman Khan) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। অনেকবার শোনা গিয়েছে, অভিনেতার অল্পতেই রেগে যাওয়ার বদ অভ্যাস আছে। শুধু রেগে যাওয়াই অবশ্য নয়, রাগের মাথায় লোকের গায়ে হাত তুলে দেওয়ার অভিযোগও বহুবার শোনা গিয়েছে ভাইজানের বিরুদ্ধে। আজকের প্রতিবেদনে বলিউডের ৪ তারকার নাম তুলে ধরা হল, যারা সলমনের হাতে ঠাটিয়ে থাপ্পড় (Slapped) খেয়েছেন!

ঐশ্বর্য রাই (Aishwarya Rai) – বলিউডের নামী অভিনেত্রী ঐশ্বর্যের নাম সবার প্রথমে রয়েছে। সকলেই হয়তো জানেন, একসময় সলমনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছিলেন অভিনেত্রী। তবে তাঁদের ব্রেক আপ হয়েছিল খুব বাজেভাবে। ঐশ্বর্য জানিয়েছিলেন, তাঁদের ব্রেক আপের সময় মাদকাসক্ত হয়ে তাঁকে থাপ্পড় মেরেছিলেন ভাইজান।

Salman Khan and Aishwarya Rai

অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) – নামী পরিচালক অনুরাগকেও চড় মেরেছেন সলমন। শোনা যায়, ‘তেরে নাম’ ছবিটি পরিচালনা করার কথা ছিল অনুরাগের। তিনি সলমনকে সিনেমার জন্য তাঁর বুকের লোম তুলে ফেলতে বলেছিলেন। কিন্তু একথা শুনেই বেজায় চটে যান অভিনেতা। সপাটে চড় মারেন অনুরাগকে। এরপর নাকি তিনি গিয়ে প্রযোজকদের সঙ্গে কথা বলে পরিচালক হিসেবে অনুরাগকে ছবি থেকে বাদ দিয়ে দেন। পরে ‘তেরে নাম’ পরিচালনা করেন সতীশ কৌশিক।

Salman Khan and Anurag Kashyap

সুভাষ ঘাই (Subhash Ghai) – ১৯৯৭ সালে কোনও একটি কারণে রেগে গিয়ে বর্ষীয়ান পরিচালক সুভাষ ঘাইকে থাপ্পড় মেরেছিলেন সলমন। ছেলের এই কাণ্ডের পর সুভাষের কাছে ক্ষমা চেয়েছিলেন খোদ সেলিম খান। এরপর সম্পর্ক ঠিক হয় দু’জনের। পরে ‘যুবরাজ’ ছবিতে একসঙ্গে কাজও করেছিলেন সুভাষ এবং সলমন।

Salman Khan and Subhash Ghai

শাহরুখ খান (Shah Rukh Khan) – এই নামটি দেখে অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু সলমন শাহরুখকেও থাপ্পড় মেরেছিলেন। এখন এই দুই অভিনেতার বন্ধুত্ব দেখা গেলেও, শোনা যায়, একসময় দু’জনে ছিলেন চরম শত্রু।

Shah Rukh Khan and Salman Khan

বহু বছর আগে কোনও এক কারণে রেগে গিয়ে ‘কিং খান’এর গালে সপাটে থাপ্পড় মেরেছিলেন ভাইজান। যদিও পরে নিজের ভুল বুঝতে পেরে বন্ধুত্বের জাত বাড়িয়ে দেন তিনি। এখন অবশ্য অতীতের তিক্ততা ভুলে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছেন শাহরুখ এবং সলমন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥