দেশ কাল সময়ের গণ্ডি পার পেরিয়ে একমাত্র সুরের মূর্ছনাই পারে মানুষের মনকে ছুঁয়ে যেতে। প্রসঙ্গত সকলেই জানেন বাংলা হল গোটা দেশের শিল্প-সংস্কৃতির পিঠস্থান। গান যেন মিশে রয়েছে বাঙালির রক্তে। দেশের তাবড় সঙ্গীত শিল্পীদের দিকে চোখ রাখলেই তা বোঝা যায় খুব সহজেই। বাংলা থেকেই উঠে এসেছেন দেশের সমস্ত নামী সব সঙ্গীত শিল্পীরা।কিশোরকুমার থেকে কুমার শানু,বাপ্পি লাহিড়ী কিংবা আজকের প্রজন্মেরঅরিজিৎ সিং তালিকাটা কিন্তু বেশ লম্বা।
তাই দেশের সঙ্গীত জগতের বাংলার জয়জয়কার কিন্তু আজকের নয়। তাই প্রত্যেক বছরেই দেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংগীত শিল্পীদের খুঁজে আনতে নিত্য নতুন রিয়েলিটি শোয়ের আয়োজন করা হয়ে থাকে। দেশের এমনই একটি জনপ্রিয় মিউজিক রিয়েলিটি শো হল ‘ইন্ডিয়ান আইডল’। প্রত্যেকবারের মতো এবারও এসে গিয়েছে ইন্ডিয়ান আইডলের (Indian idol) নতুন সিজন।
সদ্য প্রকাশ্যে এসেছে তার প্রথম ঝলক। এবছর ইন্ডিয়ান আইডল সিজন ১৩-এর বিচারকের আসনে আসনে রয়েছেন হিমেশ রেশমিয়া, বিশাল দাদলানি এবং নেহা কাক্কর।এবার ইন্ডিয়ান আইডেলের মঞ্চে একেবারে বাংলার জয়জয়কার। তাও আবার যে সে প্রতিযোগী নন বাংলার মানুষের মন জয় করার পর এবার গোটা দেশ বাসীর মন জয় করতে আসছেন বাংলার ৪ জনপ্রিয় গায়িকারা।
১.অনুষ্কা পাত্র (Anushka Patra)
View this post on Instagram
তাদের মধ্যে অন্যতম হলেন বাংলার সারেগামাপা ফাইনালিস্ট এবং ‘কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার’ ও ‘ভিউয়ার্স চয়েস পুরস্কার’ জেতা গায়িকা অনুষ্কা পাত্র। অনুষ্কার গলায় অডিশন পর্বে আরডি বর্মনের ‘মেরি জান মেয়নে কাঁহা’ গাইতে শুনে একেবারে ফ্যান হয়ে গিয়েছেন বিশাল দাদলানি।
২. সঞ্চারী সেনগুপ্ত (Sanchari Sengupta)
থাকছেন সুপার সিঙ্গার বিজয়ী সঞ্চারী সেনগুপ্ত। সদ্যই প্লে-ব্যাকের জগতে পা রেখেছেন তিনি। এদিন অডিশন রাউন্ডেই তার গান শুনে মুগ্দ্ধ হয়ে গিয়েছেন হিমেশ রেশমিয়া, নেহা কক্কর, এবং বিশাল দাদলানিরা।
৩.বিদিপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)
থাকছেন জি বাংলা সারেগামাপার অপর ফাইনালিস্ট বিদিপ্তা চক্রবর্তী। অডিশন রাউন্ডে মাত্র ১৭ বছর বয়সী বিদীপ্তাকে ‘দিল দিওয়ানা বিন সাজনাকে’ গান গাইতে শোনা যাবে।
৪. শীর্ষা রক্ষিত (Shirsha Rakhit)
পাশাপাশি দেখা গিয়েছে টলিউডের আর এক অভিনেত্রী তথা গায়িকা শীর্ষা রক্ষিতকে। এদিন প্রকাশ্যে আসা ইন্ডিয়ান আইডলের প্রোমোতে দেখা গিয়েছে বাংলার এই প্রতিষ্ঠিত গায়িকার গলায় দুর্দান্ত গান শুনে একেবারে হাঁ হয়ে গিয়েছেন বিচারকরা।