• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নায়িকা নয়, খলনায়িকা হিসেবে কেরিয়ার শুরু করে আজ জনপ্রিয়তার শীর্ষে এই ৪ অভিনেত্রী

Published on:

4 Bengali Serial actress who started carrier in negative role now became popular as lead

বাংলা সিরিয়ালের অভিনেত্রী (Bengali Serial Actress) মানেই দর্শকদের মনের খুব কাছের। প্রত্যেকদিন বিকেলে টিভির পর্দায় তাঁদের দেখতে দেখতে দর্শকদের অনেকেই তাঁদের নিজের বাড়ির সদস্য ভাবতে শুরু করেন। মিঠাই, দীপা, জগদ্ধাত্রীরা এখন আর কেবল ধারাবাহিকের চরিত্র নেই, প্রত্যেকেই হয়ে উঠেছেন দর্শকদের নয়নের মণি। তবে আপনি কি জানেন, বাংলা টেলিভিশনে এমন অনেক নায়িকা রয়েছেন যাদের কেরিয়ারের শুরুটা হয়েছিল খলনায়িকা (Villain) হিসেবে। আজ নায়িকার চরিত্রে অভিনয় করে রাজত্ব করছেন দর্শকমনে।

সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)- তালিকার প্রথম নামটিই হল ‘মিঠাই’ নায়িকা সৌমিতৃষার। জি বাংলার এই সিরিয়ালে অভিনয় করে বাংলার প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন তিনি। তবে সৌমিতৃষার কেরিয়ারের শুরুটা হয়েছিল খলনায়িকা হিসেবে৷ ‘এ আমার গুরুদক্ষিণা’ সিরিয়ালে ভিলেন হিসেবে দেখা মিলেছিল তাঁর।

Soumitrisha Kundu, Soumitrisha Kundu as villain

দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)- স্টার জলসার ‘সাহেবের চিঠি’ সিরিয়ালে নায়িকার ভূমিকায় দেখা মিলেছিল দেবচন্দ্রিমার। এর আগে ‘সাঁঝের বাতি’ সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। মিষ্টি দেখতে এই নায়িকার কেরিয়ারও শুরু হয়েছিল খলনায়িকা হিসেবেই। ‘কাজল লতা’ ধারাবাহিকে ভিলেনের রোলে দেখা মিলেছিল দেবচন্দ্রিমার।

Debchandrima Singha Roy, Debchandrima Singha Roy as villain

দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit)- স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’ সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন দীপান্বিতা। তাঁর ‘পেঁপে দিয়ে চেপে দেব’ সংলাপটি এখনও অনেকের মুখে শোনা যায়। স্টার জলসায় সদ্য শুরু হওয়া ‘তুঁতে’ সিরিয়ালেও নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। এই দীপান্বিতার কেরিয়ার শুরু হয়েছিল ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের খলনায়িকা চুমকি চরিত্রের হাত ধরে।

Dipannita Rakshit, Dipannita Rakshit as villain

ইধিকা পাল (Idhika Paul)- তালিকার সর্বশেষ নামটি হল ‘পিলু’ খ্যাত ইধিকার। জি বাংলার এই সিরিয়ালে রঞ্জার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।

Idhika Paul, Idhika Paul as villain

ইধিকার কেরিয়ারের শুরুটা হয়েছিল ‘কপালকুন্ডলা’ সিরিয়ালের হাত ধরে। খলনায়িকার চরিত্রে দেখা মিলেছিল তাঁর। এরপর ‘রিমলি’ সিরিয়ালে নায়িকা হিসেবে দেখা যায় ইধিকাকে। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। শীঘ্রই বড়পর্দাতেও ডেবিউ করতে চলেছেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥