• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সেরা সিরিয়ালের দৌড়ে মিঠাই অপ্রতিরোধ্য! রাসমণিকে টেক্কা দিয়ে এগিয়ে গেল খুড়কুটো, রইল TRP তালিকা

Published on:

Khorkuto,Mithai,TRP List,Tollywood,Bengali Serial,বাংলা সিরিয়াল,টলিউড,খড়কুটো,মিঠাই,টিআরপি তালিকা

সন্ধ্যা মানেই বাঙালিদের সিরিয়াল দেখার সময়। নানা চ্যানেলে নিজেদের পছন্দমত সিরিয়াল দেখতে সকলেই ঠিক সময়ে হাজির হয়ে পড়েন পর্দার সামনে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে সিরিয়ালের সম্প্রচারে কিছুটা মন খারাপ দর্শকদের। কারণ চেনা ছকে দেখতে পাচ্ছেন না সিরিয়ালগুলিকে। আসলে করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে, যার জেরে বন্ধ সিরিয়ালের শুটিং। তাই নতুন পর্ব দেখতে পেলেও তা বাড়ি থেকেই শুট করা।

তবে সে যাই হোক না কেন সিরিয়াল চালু রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন প্রযোজকরা। ইতিমধ্যেই এই নিয়ে প্রযোজক ও ফেডারেশনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে।লকডাউনের পরেও মিঠাই ও খড়কুটো এর মত কিছু  সিরিয়ালের পর্ব ব্যাঙ্কিং করা ছিল তাই কাজ চলেছে। কিন্তু এবার ওয়ার্ক ফ্রম হোমই একমাত্র ভরসা। সম্প্রতি প্রকাশিত হয়েছে গত সপ্তাহের টিআরপি তালিকা। যা দেখে বোঝা যাচ্ছে চেনা তালিকার ছবিটা একটি পাল্টেছে।

Bengali Serial TRP 11th march

সিরিয়ালের টিআরপি তালিকায় নিজের প্রথম স্থান ধরে রেখেছে মিঠাই (Mithai)। এবারের টিআরপি লিস্টে মিঠাইয়ের প্রাপ্ত পয়েন্ট ১০.৮। এরপরেই দুটি সিরিয়ালের টিআরপি টাই হয়েছে। অপরাজিতা অপু আর কৃষ্ণকলি সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ৮.৩। এরপর বেশ কিছুদিন চতুর্থ ও পঞ্চমে থাকার পর এবার সেরা হবার দৌড়ে আবার নেমে পড়েছে খড়কুটো। এবারের টিআরপি তালিকায় ৭.৯ পয়েন্টে তৃতীয় স্থানে রয়েছে খড়কুটো। এবার বাকিদের পয়েন্ট দেখে নেওয়া যাক এক ঝলকে :

  • রানী রাসমণি – ৭.৮ চতুর্থ
  • যমুনা ঢাকি – ৭.৭ পঞ্চম
  • মহাপথ তারাপীঠ – ৭.৫ষষ্ঠ
  • গঙ্গারাম – ৭.১ সপ্তম
  • শ্রীময়ী – ৬.৮ অষ্টম
  • দেশের মাটি – ৬.২ নবম
  • খেলাঘর – ৬.২ নবম
  • গ্রামের রানী বীণাপাণি – ৫.৫ দশম
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥