বাংলায় দর্শকদের কাছে বৃহস্পতিবার দিনটা কিছুটা হলেও চিন্তার বিষয়। কারণ এদিনে পছন্দের সিরিয়ালের (Bengali Serial) রিপোর্ট কার্ড বা টিআরপি তালিকা (TRP List) প্রকাশ্যে আসে। এই TRP এর ওপরেই নির্ভর করে সিরিয়ালের ভবিষ্যিত। এই যেমন একসময় একটানা এক বছর টপার হলেও বর্তমানে টিআরপি কমে যাওয়ায় স্লট পাল্টে যাচ্ছে মিঠাই (Mithai) সিরিয়ালের।
অন্যদিকে তিনবার বিয়ে দেখিয়ে তুমুল জনপ্রিয়তা আদায় করছে ধূলোকনা (Dhulokona)। সিরিয়ালে লালনের তৃতীয় বিয়ের পর্বের জেরে বেঙ্গল টপার জুট গিয়েছে। এছাড়া গৌরী এলো (Gouri Elo), গাঁটছড়া (Gantchora), আলতা ফড়িংয়ের (Alta Phoring) মত সিরিয়ালগুলিও বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এসপ্তাহের টিআরপি রিপোর্ট যা কিছুটা হলেও প্রত্যাশিত ছিল।
এবারেও তৃতীয় বিয়ের পর্বের জেরে বাংলার সেরা সিরিয়াল হয়ে গিয়েছে ধুলোকনা। এবারের তালিকায় ৮.০ পয়েন্ট পেয়েছে লালন-ফুলঝুরির ধূলোকনা। অন্যদিকে দীপা আর সূর্যের কাহিনী অনুরাগের ছোঁয়া সামান্য কিছুটা পিছিয়ে ৭.১ পয়েন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আর অপেক্ষাকৃত নতুন হলেও দর্শকদের মন জিতে ৭.০ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে জগদ্ধাত্রী। চলুন এবার সপ্তাহের সেরা ১০ সিরিয়ালের তালিকা দেখে নেওয়া যাক।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
ধুলোকনা – ৮.০ (প্রথম)
অনুরাগের ছোঁয়া – ৭.১ (দ্বিতীয়)
জগদ্ধাত্রী – ৭.০ (তৃতীয়)
গৌরী এলো – ৬.৯
আলতা ফড়িং – ৬.৬
মাধবীলতা, এক্কা দোক্কা – ৬.৫
গাঁটছড়া – ৬.৩
সাহেবের চিঠি – ৬.১
লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৫.৮
মিঠাই, নবাব নন্দিনী – ৫.৬
এই টিআরপি তালিকা দেখে একপ্রকার হতাশ হয়েছেন মিঠাইপ্রেমীরা। কারণ রিপোর্ট দেখলেই বোঝা যাচ্ছে তলানিতে ঠেকেছে জনপ্রিয়তা। মোদক পরিবারে ছোট্ট গোপাল আসা সত্ত্বেও যে এতটা কমে যাবে টিআরপি সেটা একপ্রকার অপ্রত্যাশিত সিধাই ফ্যানদের কাছে। তাছাড়া আগামী ১৪ই নভেম্বর থেকে মিঠাইয়ের টাইমস্লটও পাল্টে যেতে চলেছে।
আগামী কয়েক দিনে বেশ কিছু সিরিয়ালের টাইমে পরিবর্তন থেকে শেষ পর্যন্ত হয়ে যেতে চলেছে। সাথে একাধিক নতুন সিরিয়ালও আসতে চলেছে দর্শকদের বিনোদনের জন্য। এদিকে সিরিয়াল ছাড়াও নন ফিকশন রিয়্যালিটি শোয়ের মধ্যে সারেগামাপা এবারে ৫.৩ পয়েন্ট পেয়েছে। আর রান্নাঘরের টিআরপি মাত্র ১.০। আর কালীপুজো স্পেশাল গৌরী এলো পেয়েছে ৫.৯ পয়েন্ট।