জি বাংলা (Zee Bangla) থেকে ষ্টার জলসা (Star Jalsha) দুই চ্যানেলের সিরিয়ালের মধ্যে কে সেরা? এই প্রশ্নের উত্তর নিয়ে হামেশাই যেন ঠান্ডা লড়াই চলছে দর্শকদের মাঝে। তবে এই যুদ্ধের সাময়িক অবসান ঘটায় সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (Target Rating Point)। সবেমাত্র এই সপ্তাহের লেটেস্ট TRP প্রকাশ্যে এসেছে।
বিগত কয়েক মাস যাবৎ সেরার শিরোপা রয়েছে ‘অনুরাগের ছোঁয়া’র (Anurager Chhowa) মাথাতেই। বাকি সকলকে টেক্কা দিয়ে সোনা-রুপা আর সূর্য-দীপার কাহিনী মন ছুঁয়েছে দর্শকদের। এবারেও সেই ধারাই বজায় থাকল। ৯.০ পয়েন্ট পেয়ে আবারও বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। তাহলে বাকিরা কোথায়? চলুন জেনে নেওয়া যাক।
এসপ্তাহের TRP তালিকায় অনুরাগের ছোঁয়ার ঠিক পরে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। প্রাপ্ত পয়েন্ট ৮.৩। অবশ্য সৃজন পর্ণার কাহিনীও কিছু কম যাচ্ছে না! যৌথ পরিবারের একেরপর কীর্তি সকলের মনে ধরেছে বেশ। তাই এবার বাকিদের টেক্কা দিয়ে ৭.৮ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ‘নিম ফুলের মধু’।
সেরা তিনের পর রয়েছে গৌরী এলো। ঈশান গৌরির মহামিলন থেকে মা কালীর ঘোমটা উন্মোচন, টানটান উত্তেজনায় এবার ৭.৭ পয়েন্টে চতুর্থ হয়েছে গৌরী এলো। অন্যদিকে সামান্য কিছু পয়েন্টের জন্য পিছিয়ে পড়েছে খেলনা বাড়ি। ৭.৫ পয়েন্টে ইন্দ্র-মিতুলের কাহিনী এবারে পঞ্চম স্থানে। চলুন এবার এই সপ্তাহের সেরা ১০ সিরিয়ালের নাম দেখে নেওয়া যাক।
টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :
অনুরাগের ছোঁয়া – ৯.০ (প্রথম)
জগদ্ধাত্রী – ৮.৩ (দ্বিতীয়)
নিম ফুলের মধু – ৭.৮ (তৃতীয়)
গৌরী এলো – ৭.৭
খেলনা বাড়ি – ৭.৫
পঞ্চমী – ৬.৭
রাঙা বউ – ৬.৬
মেয়েবেলা – ৬.৪
বাংলা মিডিয়াম – ৬.২
মিঠাই – ৬.১
নতুন তালিকা দেখেই খুশি মিঠাই ভক্তরা। কারণ দীর্ঘ দুবছর ধরে একটানা সমান জনপ্রিয় থাকলেও মাঝে সেরা ১০ থেকে বাদ পড়েছিল মিঠাই। তবে এবার স্মৃতি ফিরতেই আবারও ধামাকা কামব্যাক করল মিঠাই। এছাড়াও নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নং ১ পেয়েছে ৬.৩ পয়েন্ট। আর ড্যান্স বাংলা ড্যান্স পেয়েছে ৫.৭।