• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

২০ মিনিটেই পাবেন গোল্ডেন গ্লো! ত্বকের জেল্লা ফেরাতে ম্যাজিকের মতো কাজ করে হলুদের এই ৩ ফেসপ্যাক

Published on:

3 turmeric face packs to get glowing skin at home

মা-ঠাকুমারা প্রায়ই বলে থাকেন, ত্বকের জন্য হলুদ (Turmeric) খুব উপকারী। সেই কারণে ত্বকের পরিচর্যার জন্য অনেকেই আস্থা রাখেন হলুদের ওপর। পার্লারে হাজার হাজার টাকা খরচ না করে অনেকেই হলুদের মাধ্যমে ঘরোয়া রূপচর্চা করেন। আজকের প্রতিবেদনে হলুদের ৩ ঘরোয়া ফেস প্যাকের (Face Pack) নাম তুলে ধরা হল যেগুলি ব্যবহার করলে ফিরবে আপনার ত্বকের হারানো জেল্লা (Glowing Skin)।

হলুদ, আমন্ড পাউডার এবং দুধের ফেস প্যাক (Turmeric, Almond Powder And Milk Face Pack)- এই ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দুধ এবং আমন্ড পাউডার নিন। এরপর সেগুলিকে ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এরপর সেই ফেস প্যাক মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। এই ফেস প্যাক ব্যবহার করলে একদিকে যেমন ত্বকের ময়লা দূর হবে, তেমনই হলুদ আপনার চেহারার গোল্ডেন গ্লো ফেরাতে সাহায্য করবে।

Turmeric face pack, Turmeric face pack for glowing skin

হলুদ, টক দই এবং মুলতানি মাটির ফেস প্যাক (Turmeric, Curd And Multani Mitti Face Pack)- আপনার ত্বক যদি খুব বেশি তৈলাক্ত হয়ে থাকে তাহলে এই ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এই ফেস প্যাক ত্বকের জন্য প্রচণ্ড উপকারী। প্রথমে একটি পাত্রে এক টেবিল চামচ দই, এক চিমটে হলুদ এবং এক চা চামচ মুলতানি মাটি নিন।

Turmeric Curd and Multani Mitti face pack, Face pack for glowing skin

এরপর সেগুলিকে ভালোভাবে মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। চাইলে এই মিশ্রণের সঙ্গে গোলাপজলও মেশাতে পারেন। এরপর সেই মিশ্রণ ১০-১২ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

হলুদ এবং চন্দনের ফেস প্যাক (Turmeric And Chandan Face Pack)- ঘরোয়া রূপচর্চার ক্ষেত্রে অনেকে হলুদের সঙ্গেই আস্থা রাখেন চন্দনের ওপরেও। ত্বকের যত্ন নিতে হলুদ এবং চন্দনের জুড়ি মেলা ভার।

Turmeric and chandan face pack, face pack for glowing skin

এই ফেস প্যাক বানানোর জন্য প্রথমে একটি পাত্রে সামান্য হলুদ গুঁড়ো এবং চন্দনের গুঁড়ো নিন। এরপর সেই মিশ্রণে গোলাপজল মেশান। মিশ্রণ তৈরি হয়ে যাওয়ার পর সেটি ঘাড়ে এবং মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। কয়েকদিন ব্যবহার করলে নিজের চোখে ফল দেখতে পাবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥