• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গ্যাঁদা ফুলেই লুকিয়ে গোল্ডেন গ্লো! বাড়িতে তৈরী এই ৩ ফেসপ্যাক লাগিয়েই হয়ে যাবেন পরম সুন্দরী

গাঁদা ফুল (Marigold) বলতেই আমরা অনেকে ভাবি তা কেবলমাত্র পুজো কিংবা সাজসজ্জার কাজে ব্যবহৃত হয়। তবে অনেকেই জানেন না, এই ফুল কিন্তু রূপচর্চার (Skin Care) ক্ষেত্রেও ব্যবহার করা যায়। ত্বকের পরিচর্যায় গাঁদা ফুলের জুড়ি মেলা ভার। আজকের প্রতিবেদনে তাই গাঁদা ফুলের তিন ‘ম্যাজিক’ ফেসপ্যাক (Marigold Face Pack) বানানোর পদ্ধতি তুলে ধরা হল। একবার সেগুলি ব্যবহার করলেও তফাৎটা নিজের চোখেই আপনি দেখতে পাবেন।

গাঁদা ফুল, বেসন এবং দুধের ফেস প্যাক (Marigold, Besan and Milk Face Pack): প্রথমে কয়েকটি গাঁদা ফুল বেটে পেস্ট বানিয়ে নিন। এরপর একটি পাত্রে ১ টেবিল চামচ সেই মিশ্রণ নিন। এরপর সেই মিশ্রণের সঙ্গে ১ চা চামচ কাঁচা দুধ এবং ১ চা চাম বেসন মিশিয়ে নিন। উপকরণগুলি ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এরপর সেই মিশ্রণ গলায় এবং মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ লাগিয়ে রাখার পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এই ফেসপ্যাক ব্যবহার করলে নিজের চোখেই রেজাল্ট দেখতে পাবেন।

   

Marigold face pack

গাঁদা ফুল, মধু এবন দুধের সরের ফেস প্যাক (Marigold Honey and Milk Face Pack): যাদের ত্বক শুষ্ক তাঁরা এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এত ফেস প্যাক বানানোর জন্য ১ টেবিল চামচ গাঁদা ফুলের পাঁপড়ির রস, ১/২ চামচ মধু এবং ২ চা চামচ দুধের সর মিশিয়ে নিন।

Marigold face pack

এরপর এই মিশ্রণ মুখে মেখে ৩০ মিনিট মতো অপেক্ষা করুন। আপনি যদি গাঁদা ফুল, মধু এবং দুধের সরের এই ফেস প্যাক নিয়মিত ব্যবহার করেন তাহলে আপনার মুখে বয়সের ছাপ পড়বে না।

গাঁদা ফুল এবং টক দইয়ের ফেস প্যাক (Marigold and Curd Face Pack): গরমকালে বাইরে বেরোলে আমাদের অনেকের মুখেই ট্যান পড়ে যায়। সূর্যের তাপে হওয়া সেই পোড়া দাগ তুলতে নাকানিচোবানি খেতে হয় আমাদের। তবে অনেকেই জানেন না, ট্যান তোলার ক্ষেত্রে ভীষণ কাজে আসে টক দই এবং গাঁদা ফুলের ফেসপ্যাক।

Marigold face pack

এই ফেসপ্যাক বানানোর জন্য আপনাকে ১ টেবিল চামচ গাঁদা ফুলের পাঁপড়ি বাটা, ১ চা চামচ টক দই, ১ চা চামচ গোলাপ জল এবং ১/২ চা চামচ লেবুর রস নিতে হবে। এরপর প্রত্যেকটি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে যাওয়ার পর ঠাণ্ডা জলে মুখ ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন এই ফেস প্যাক ব্যবহার করলেই আপনি নিজের চোখে রেজাল্ট দেখতে পাবেন।