• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১ সপ্তাহেই বুড়ি থেকে ছুড়ি! এই ৩ ফেসপ্যাক ব্যবহার করলে পার্লার ছাড়াই হবেন পরম সুন্দরী

গরমকালে আমাদের শারীরিক কষ্টের পাশাপাশি ত্বকের (Skin) প্রচুর সমস্যা দেখা দেয়। সান ট্যান, সান বার্নের মতো একাধিক সমস্যার মুখোমুখি হন অনেকে। সেই সঙ্গে অনেক সময় ব্রণ, ফুসকুড়িও বেরোয়। আর যদি এই রোদে বাইরে বেরোতে হয় তাহলে তো ছেড়েই দিন! নিমেষের মধ্যে পুরো মুখ এবং শরীর কালো হয়ে যায়। আজকের প্রতিবেদনে তাই ত্বকের সকল দাগ-ছোপ তোলার জন্য ৩ ঘরোয়া ফেস (Homemade Face Pack) প্যাকের হদিশ দেওয়া হল।

মা-ঠাকুমাদের মুখে আমরা ত্বকের পরিচর্যার জন্য ঘরোয়া ফেসপ্যাক ব্যবহারের কথা প্রায়ই শুনে থাকি। এগুলি নিয়মিত ব্যবহার করলে একদিকে যেমন সকল দাগ-ছোপ দূর হয়ে ত্বক উজ্জ্বল (Glowing Skin) হয়, তেমনই দূর হয় বয়সের ছাপ। এর যেহেতু বাড়ি বসে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এগুলি তৈরি করা হয় তাই কোনও পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না।

   

Turmeric face pack, Turmeric face pack for glowing skin

প্রথমে যে ফেসপ্যাক রয়েছে সেটি তৈলাক্ত ত্বকে ব্যবহার করা হলে বেশি উপকার পাওয়া যায়। এই ফেসপ্যাক তৈরি করতে এক টেবিল চামচ চন্দন গুরি, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ বেসন এবং দুই টেবিল চামচ শশার রস মিশিয়ে একটি মিশ্রণ বানাতে হবে। এরপর এই মিসগ্রন মুখে মাখতে হবে। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এই ফেসপ্যাকটি লাগানোর পর কোনও ফেসওয়াশ ব্যবহার করবেন না। কারণ এটি প্রাকৃতিকভাবে গভীরে গিয়ে ত্বক পরিষ্কার করে।

Homemade Face Pack, Face pack for glowing skin, Almond face pack

দ্বিতীয় ফেসপ্যাক তৈরির জন্য লাগবে দুধের সর অথবা কাঁচা দুধ, ৬টি আমন্ড বাদাম, ৩ টেবিল চামচ বেসন, ১ টেবিল চামচ তুলসী পাউডার, ১/২ চামচ হলুদ, ২ টেবিল চামচ চন্দন গুঁড়ো এবং ১ টেবিল চামচ নারকেল তেল। এই ফেসপ্যাকটি শুষ্ক ত্বকে ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়।

Homemade Face Pack, Face pack for glowing skin

প্রথমে আমন্ড বাদামগুলি সারারাত জলে ভিজিয়ে রাখতে হবে। পরের দিন খোসা ছাড়িয়ে মিক্সার গাইন্ডারে সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ মুখে লাগাতে হবে। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক নিয়মিত ব্যবহার করা ত্বকের জন্য প্রচণ্ড ভালো।

Homemade Face Pack, Face pack for glowing skin

তৃতীয় ফেসপ্যাকটি শুধু মুখেই নয়, আপনি চাইলে সারা শরীরে ব্যবহার করতে পারে। এটি বানানোর জন্য বেসন, ময়দা, হলুদ, গোলাপ জল এবং চন্দন গুঁড়ো লাগবে। প্রথমে এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ চন্দন গুঁড়ো, এক টেবিল চামচ ময়দা, দুই টেবিল চামচ গোলাপ জল, ১/২ চামচ হলুদ একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানাতে হবে। এরপর সেই মিশ্রণ ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে তারপর ধুয়ে ফেলতে হবে। এক সপ্তাহ ব্যবহার করলে নিজের চোখেই ফলাফল দেখতে পাবেন।

site