• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৩ বছর পেরিয়ে আজও চোখে জল আনে ‘৩ ইডিয়টস’, রইল ছবির শুটিংয়ের দৃশ্যের আসল লোকেশনগুলি

বলিউড (Bollywood) ইন্ডাস্টির পারফেকশনিস্ট হিসাবে পরিচিত আমির খান (Amir Khan)। আর পাঁচজন অভিনেতার মত বছরে ৫-১০টা ছবি নয় বরং একাধটা ছবিই করেন তিনি। তবে যে ছবিই করুন না কেন সেটা একপ্রকার ব্লকবাস্টার হতে হবেই। যেমন ২০০৯ সালে তিন বন্ধুর বন্ধুত্বের কাহিনী নিয়ে তৈরী হয়েছিল ‘৩ ইডিয়টস’ (3 Idiots) ছবিটি। যেখানে বন্ধুত্বের এক অপরূপ কাহিনী, বর্তমান শিক্ষা ব্যবস্থার হাল ও আরও অনেক কিছুই নিদারুণভাবে তুলে ধরেছিলেন তিনি।

দেখতে দেখতে আজ ১৩টা বছর পেরিয়ে গিয়েছে ‘৩ ইডিয়টস’ ছবিটি রিলিজ হয়ে। তবে আজও ছবির জনপ্রিয়তা এতটুকুও কমেনি। আজও টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে ছবির টুকরো দৃশ্য বা ছবি মনে করিয়ে দেয়, রাঞ্চোর কথা। ছবিতে রাঞ্চোর চিরতরে অভিনয় করেছিলেন আমির খান আর সাথে ফারহান চরিত্রে ছিলেন আর মাধবন ও রাজু চরিত্রে ছিলেন শর্মান যোশী। ব্যাঙ্গালোর আইআইএম (IIM Bangalore) কলেজেই শুট হয়েছিল ছবির বেশিভাগ দৃশ্য।

   

3 Iidiots Movie scene and their actual shooting location photos gone viral on internet

সম্প্রতি ৩ ইডিয়টস ছবির দৃশ্যগুলির শুটিংয়ের লোকেশনের বাস্তবের ছবি শেয়ার করেছেন এক নেটিজেন। শুধু তাই নয় ছবির সাথে একেবারে হুবহু ম্যাচ করে দেখিয়েছেন কলেজের চারিপাশের লোকেশন। এই ছবিগুলি নেটপাড়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে।

3 Iidiots Movie scene and their actual shooting location

ছবিতে প্রথমেই দেখা যাচ্ছে কলেজে প্রবেশের সময় যেখানে ফারহান নোটিস বোর্ডে নিজের নাম খুঁজছে আর তাঁর ঠিক পিছনেই দাঁড়িয়ে রয়েছে মিলিমিটার। আর তারপরেই দেখা যাচ্ছে ব্যাগ পত্তর হাতে নিজের ঘর খুঁজতে চলেছে সে।

3 Iidiots Movie scene and their actual shooting location

এরপর কলেজের প্রথমদিনে প্রিন্সিপাল ভীরু সহস্রবুদ্ধি যেখানে সকলের উদ্দেশ্যে স্পিচ দিয়েছিলেন সেই জায়গা দেখা যাচ্ছে। তার পরেই রয়েছে রাঞ্চোর গামছা পরে IIMB এর ভেতরেই বালতি নিয়ে সাবান মেখে স্নানের দৃশ্যের লোকেশন।

3 Iidiots Movie scene and their actual shooting location

এরপর সিপিচ দেওয়ার জায়গার পাশে থাকা লবি দেখা যাচ্ছে যেখান দিয়ে ছুতে আসতে দেখা যাচ্ছে রাঞ্চো, ফারহান, রাজুকে। এরপরের ছবিতে রয়েছে সেই সিঁড়ি যেখানে বসে রাতের অন্ধকারে মদ খেয়ে ভাইরাস (প্রিন্সিপাল) এর বাড়িতে ‘মূত্র বিসর্জন’ করতে গিয়েছিল রাঞ্চো।

3 Iidiots Movie scene and their actual shooting location

আর শেষের দুটি ছবির একটিতে ‘জাহাপনা তুসি গ্রেট হো’ এর জন্য প্যান্ট খুলে স্যালুট করার দৃশ্যের লোকেশন দেখা যাচ্ছে। আর একেবারে রয়েছে সেই জায়গার ছবি, যেখানে বসে কলেজ শেষ হওয়ার সময় সমস্ত ছাত্রের সাথে ছবি তোলা হয়েছিল।

এই সমস্ত ছবিগুলিকে স্টিভেন রাঠোড় নামের এক লিংকডইন ইউজার শেয়ার করেছেন। তিনিও আইআইএম ব্যাঙ্গালোর থেকেই পাশ করেছেন। তার শেয়ার করা এই ছবিগুলি অল্পদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। আর নেতিজ্ঞরাও ছবির দৃশ্যের সাথে তাঁর আসল শুটিং লোকেশন দেখতে পেয়ে দারুন খুশি হয়েছেন।

site