বলিউডের (Bollywood) সর্বকালের জনপ্রিয় ছবির তালিকা তৈরি করা হলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে আমির খান, আর মাধবন, শরমন জোশী অভিনীত ‘থ্রি ইডিয়টস’ (3 Idiots)। দর্শকমনে এখনও বিশেষ জায়গা ধরে রেখেছে ছবিটি। তবে সেই তারকাখচিত সিনেমায় আলাদা করে নজর কেড়েছিলেন ‘চতুর’ (Chatur) ওরফে ওমি বৈদ্য। র্যাঞ্চো, ফারহান, রাজুর দুর্দান্ত অভিনয়ের মধ্যেও ওমির অভিনয় দর্শকদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছিল। কিন্তু গত কয়েক বছর ধরে বলিউড থেকে উধাও হয়ে গিয়েছিলেন সেই ওমি (Omi Vaidya)।
‘থ্রি ইডিয়টস’ ছবিতে দারুণ সাফল্য পাওয়ার পর ২০১১ সালে অজয় দেবগণ, ইমরান হাশমির সঙ্গে ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ ছবিতে অভিনয় করেছিলেন ওমি। ‘চতুর’এর থেকে সম্পূর্ণ ভিন্ন চরিত্রে অভিনয় করেও নজর কেড়েছিলেন তিনি। এরপর ‘দেশি বয়েজ’, ‘জোড়ি ব্রেকার্স’, ‘মিরর গেম’-সহ একাধিক ছবিতে অভিনয় করলেও, ‘সাইলেন্সর’এর মতো চরিত্রে অভিনয়ের সুযোগ আর পাননি। ২০১৮ সালের পর থেকে তো ওমিকে বড় পর্দায় দেখাও যায়নি।
তবে বেশ কয়েকবছর বলিউড থেকে দূরে থাকার পর ফের কামব্যাক করতে চলেছেন ওমি। এই মুহূর্তে স্ত্রী মিনাল পটেল এবং দুই সন্তান-সহ আমেরিকার বাসিন্দা ওমি একটি মারাঠি ছবির পরিচালনা করছেন। পুণে এবং মহারাষ্ট্রের অন্যান্য এলাকায় সেই ছবির শ্যুটিং হচ্ছে। প্রিয় ‘চতুর’কে নতুনরূপে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরাও।
ওমি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘চতুর’ চরিত্রটি তাঁর জীবনের থেকেও বড়। এখনও পর্যন্ত তেমন চরিত্র আর পাননি। সঙ্গেই জানিয়েছিলেন, সেই চরিত্রে অভিনয় করার আগে তাঁকে নাকি হিন্দ ছবি দেখতে বারণ করা হয়েছিল। তাঁর আমেরিকান স্টাইলে কথা বলার কায়দা যাতে কোনোভাবে বদলে না যায়, সেই কারণেই নাকি এই কাজ করতে বলা হয়েছিল তাঁকে।
বলিউডের ‘চতুর’ ওরফে ওমি সম্প্রতি একটি ইন্দো-আমেরিকান সিরিজে অভিনয় করেছেন। সিরিজের নাম ‘ব্রাউন নেশন’। তবে বড় পর্দায় ফের তাঁর অভিনয়ের জাদু কবে দেখা যাবে, তা জানাননি অভিনেতা।
বলিউডে একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করা ওমি হলিউডেও বহু কাজ করেছেন। তাঁর হলিউড প্রোজেক্টের তালিকায় নাম রয়েছে ‘দ্য অফিস’, ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’, ‘বোনস’এর মতো সিরিজের নাম। ক্যালিফোর্নিয়ায় বড় হওয়া এই অভিনেতা নিউ ইয়র্ক ফিল্ম স্কুল থেকে ছবি তৈরির পাঠ গ্রহণ করেছেন। সেখান থেকে গ্রহণ করা শিক্ষাই এবার বাস্তবে কাজে লাগাতে চলেছেন ‘চতুর’।