• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১ দিনেই ত্বক হবে চকচকে উজ্জ্বল! ২০ টাকার এই ৩ ঘরোয়া ফেসপ্যাকের কাছে বিউটি পার্লারও ফেল

গ্রীষ্ম হোক বর্ষা হোক বা শীত, ত্বকের (Skin) সমস্যা কমবেশি সারা বছরই লেগে থাকে। কখনও ত্বক খুব তৈলাক্ত হয়ে যায়, কখনও আবার খুব শুষ্ক হয়ে যায়। এছাড়া রোদে বেরোলে সান বার্ন, সান ট্যানিং তো রয়েছেই। সেই জন্য অনেকেই ত্বকের যত্নে আস্থা রাখেন বিউটি পার্লারের (Beauty Parlour) ওপর। মোটা টাকা খরচ করে ফেসিয়াল (Facepack) করান। তাই আজকের প্রতিবেদনে ৩টি এমন ঘরোয়া ফেসপ্যাকের হদিশ দেওয়া হল যেগুলি ব্যবহার করলে রাতারাতি গ্লোয়িং স্কিন পাবেন। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই ফেসপ্যাকগুলি (Homemade Facepack) বানানোর পদ্ধতি।

মধু, দই, গোলাপ জলের ফেসপ্যাক (Honey Curd and Rose Water Facepack)- যাদের ত্বক রুক্ষ তাঁরা এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন। এই ফেসপ্যাক বানানোর জন্য এক চামচ মধু, এক চামচ গোলাপ জল এবং এক চামচ দই লাগবে। এবার সবকটি উপকরণ ভালো করে মিশিয়ে নিন।

   

Homemade face pack for glowing skin

তারপর সেটি মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সকালে ঘুম থেকে উঠে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এক সপ্তাহ ব্যবহার করলে রেজাল্ট নিজের চোখে দেখতে পাবেন।

ওটস, দই এবং কাঠবাদামের ফেসপ্যাক (Oats Curd and Nut Facepack)- এই ফেসপ্যাক বানানোর জন্য আপনাকে ১০টি খোসা ছাড়ানো বাদাম বেটে নিন। এরপর এর সঙ্গে সামান্য দই এবং এক চামচ ওটস মিশিয়ে নিন। ত্বক রুক্ষ হলে এর সঙ্গে মধু মিশিয়ে নিন। আর ত্বক যদি তৈলাক্ত হয় তাহলে এক চামচ গোলাপ জল মেশান। এরপর এই ফেসপ্যাক মুখে লাগিয়ে ১০ মিনিট মতো রাখুন। এরপর শুকিয়ে যাওয়ার পর জল দিয়ে মুখ ধুয়ে নিন। এই ফেসপ্যাক ব্যবহার করলে একদিকে যেমন ত্বক উজ্জ্বল হয়, পাশাপাশি এটি স্ক্রাবিংয়েরও কাজ করে।

Homemade face pack for glowing skin

শসা এবং মধুর ফেসপ্যাক (Cucumber and Honey Facepack)- এই ফেসপ্যাক বানানোর জন্য প্রথমে অর্ধেকটা শসা বেটে নিন। এরপর সেই শসা বাটার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ মুখে লাগিয়ে নিন।

Homemade face pack for glowing skin

১০ মিনিট মতো এই ফেসপ্যাক মুখে লাগিয়ে রাখার পর তা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে নিজের চোখে ফলাফল দেখতে পাবেন।