• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

চুল পড়ে টাকলা হয়ে যাচ্ছেন? ৩ টি হেয়ারপ্যাকের যেকোনোও একটি ব্যবহারেই পাবেন ম্যাজিকের মত ফল

চুলের সমস্যা,হেয়ার প্যাক,হেয়ার কেয়ার,চুল পড়া কমানোর উপায়,জবা ফুল,মেথির প্যাক,Hair problems,hair care,hair care tips

চুলের সমস্যায় (Hair Problems) ভোগেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছে পৃথিবীতে। আজকাল দিনে যতই দামি কিছুই ব্যবহার করা হোক না কেন সেই চুল পাতলা হয়েই চলেছে। তার উপর এই গরম কালে রোদে তাপে, ঘাম ধুলোয় সর্বক্ষণই চুল ক্ষতিগ্রস্ত হতে থাকে৷ আর একটা সময় পর এর জেরে আপনার চোখের সামনেই গোছা গোছা চুল উঠলেও আপনার কিছুই করার থাকবেনা।

এবার এসব নিয়ে ভাবতে বসে আর চিন্তায় চুল উঠতে দেবেন না। তার চেয়ে বরং সমাধান খোঁজার চেষ্টা করা যাক যে কীভাবে চুল পড়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আজ এই প্রতিবেদনে আপনাদের জানাব এমনই তিনটি হেয়ার প্যাকের কথা। যেগুলি মাসে দুবার ব্যবহারেই পাবেন দুর্দান্ত রেজাল্ট।

১. ডিম আর মধুর হেয়ারপ্যাক

চুলের সমস্যা,হেয়ার প্যাক,হেয়ার কেয়ার,চুল পড়া কমানোর উপায়,জবা ফুল,মেথির প্যাক,Hair problems,hair care,hair care tips

ডিম এমন একটি জিনিস যা খেলেও লাভ মাখলেও লাভ। ডিমে থাকা প্রোটিন স্বাস্থ্যের জন্য যেমন ভালো তেমনই ভালো ত্বক এবং চুলের জন্যও। অনেক প্রফেশনাল হেয়ারপ্যাকেও ডিম ব্যবহার করা হয়। চুল ভালো রাখতে দুটি ডিম একটি বড় পাত্রে ভেঙে ভালো করে ফেটিয়ে নিন। এরপর তাতে এক চামচ মতো মধু মিশিয়ে মিশ্রণটি চুলের গোড়ায় স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে আধা ঘন্টা মতোন রেখে ধুয়ে ফেলুন। দেখবেন এক মাসের মধ্যেই আপনার চুল পড়া এক্কেবারে ভ্যানিশ।

২. মেথি আমলকির হেয়ারপ্যাক-

চুলের সমস্যা,হেয়ার প্যাক,হেয়ার কেয়ার,চুল পড়া কমানোর উপায়,জবা ফুল,মেথির প্যাক,Hair problems,hair care,hair care tips

বাজারে খুবই সস্তায় পাওয়া যায় মেথি এবং আমলকী। কিন্তু এই দুটি নিরীহ উপাদানই চুলের সমস্ত সমস্যার যম। মেথি শুকনো খোলায় ভেজে গুড়ো করে নিন। অন্যদিকে আমলকীরও পেস্ট বানিয়ে নিন। তার সাথে সামান্য গরম জল মিশিয়ে মেথি আমলকি একসাথে ভিজিয়ে রাখুন৷ সকালে স্নানের আগে প্যাকটি পুরো মাথায় মাখিয়ে ঘন্টা খানেক রেখে শ্যাম্পু করে নিন।

৩. জবা ফুলের হেয়ারপ্যাক-

চুলের সমস্যা,হেয়ার প্যাক,হেয়ার কেয়ার,চুল পড়া কমানোর উপায়,জবা ফুল,মেথির প্যাক,Hair problems,hair care,hair care tips

মা ঠাকুমাদের মুখে এর আগেও আপনারা নিশ্চিত শুনেছেন জবাফুলের গুণাবলীর কথা। সহজ প্রাপ্য এই ফুল আপনার চুল পড়াকে এক্কেবারে ভ্যানিশ করে দিতে পারে। জবাফুলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা চুল পরা কমিয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে, প্রাকৃতিক কন্ডিশনিং- এর কাজ করে। জবাফুলের পাপড়ি পেস্ট করে তাতে নারকেল তেল বা বাদাম তেল দিয়ে মিশিয়ে প্যাক বানিয়ে মাথায় মাখুন, এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥