সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর এই মুহূর্তে বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে সিরিয়াল মানে প্রথমেই আসে দুটো চ্যানেলের নাম। আর তাই এই মুহূর্তে বাংলার দুই লিডিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের কথা উঠতেই প্রথমেই আসে স্টার জলসা এবং জি বাংলার নাম। সারা সপ্তাহজুড়েই এই দুই চ্যানেলের সিরিয়ালগুলিই মধ্যে চলতে থাকে ঠান্ডা লড়াই।
তাছাড়া গত এক বছরে এই দুই চ্যানেলেই পাল্লা দিয়ে এসেছে একের পর এক নিত্যনতুন সিরিয়াল। এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ। নতুন সিরিয়ালের হাত ধরে দর্শকরা যেমন পাচ্ছেন নিত্যনতুন কন্টেন্ট, সেইসাথে পাচ্ছেন নতুন জুটি, নতুন নায়ক নায়িকা। আবার কোন কোন চ্যানেলে পুরোনো নায়িকারাই ফিরে আসছেন নতুন রূপে। তাই টিআরপি তালিকায় এগিয়ে থাকার দৌড়ে এই দুই চ্যানেলের বাজি এখন নতুন সিরিয়ালগুলির সুন্দরী নায়িকারা। আজ বংট্রেন্ডের পাতায় থাকছে বাংলা টেলিভিশন জগতের এমনই তিনজন সুন্দরী নায়িকার (Beautiful Actress) নাম এবং পরিচয়।
১) অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)
এই তালিকার প্রথমেই রয়েছেন জি বাংলার নবাগতা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। আসন্ন সিরিয়াল জগদ্ধাত্রীতে নায়িকা হয়েছেন তিনি। এই সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে হাতেখড়ি হচ্ছে অঙ্কিতার। ধারাবাহিকে তাকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। একদিকে ঘরে যখন সে থাকে তখন একেবারে লক্ষ্মীমন্ত ভীতু মেয়ে হয়ে থাকে। আর বাইরে সে একজন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। এটাই অঙ্কিতার প্রথম সিরিয়াল হলেও আগে তাকে একাধিক জনপ্রিয় একাধিক বিজ্ঞাপনের মুখ হিসাবে দেখা গিয়েছে। তাই দর্শকদের অনেকেরই তাকে চেনা চেনা মনে হলেও বুঝতে পারছিলেন না আসলে কে তিনি। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রীর অনুরাগীদের সংখ্যা নেহাত কম নয়।
২) ইন্দ্রানী পাল (Indrani Paul)
এরপরেই এই তালিকায় রয়েছেন স্টার জলসার ‘নবাব নন্দিনী’ সিরিয়ালের নায়িকা নন্দিনী। যদিও এই নন্দিনী অভিনেত্রী ইন্দ্রানী পাল আগেই একটা সিরিয়াল করে ফেলেছেন স্টার জলসাতেই। ইতিপূর্বে ‘বরণ’ সিরিয়ালে তিথি চরিত্রে অভিনয় করে মন জয় করেছিলেন দর্শকদের। এবার নতুন সিরিয়ালে জনপ্রিয় টেলি অভিনেতা শেখ রাব্বানীর বিপরীতে অভিনয় করছেন তিনি। এখন দেখার নতুন সিরিয়ালে এই মিষ্টি নায়িকা ইন্দ্রানী আবার দর্শকদের কতটা মনোরঞ্জন করতে পারেন।
৩) শ্রাবণী ভূঁইয়া (Shrabani Bhunia)
এদিক দিয়ে দেখতে গেলে স্টার জলসার নতুন সিরিয়াল মাধবীলতার নায়িকা শ্রাবণী ভূঁইয়া একটু পুরনো। স্টার জলসার রাখি বন্ধন সিরিয়ালের হাত ধরে শুরু হয়েছিল তার অভিনয়। পরবর্তীতে জি বাংলা চরিত্রে অভিনয় করে পেয়েছিলেন দারুন জনপ্রিয়তা। সেই সাথে মডেলিং দুনিয়ার পাশাপাশি না চেয়েও দারুন পারে। এই সুন্দরী অভিনেত্রী।