বাঙালির বিনোদনের ডেলিডোজ মানেই মেগা সিরিয়াল (Bengali Serial)। অবসর সময়ে মনের ক্লান্তি দূর করতে ভিন্ন স্বাদের সিরিয়ালগুলির জুড়ি মেলা ভার। তবে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানেই দর্শকদের বুকের দুরু দুরু বেড়ে যায়। কারণ এদিনেই প্রকাশিত হয় সমস্ত সিরিয়ালের টিআরপি লিস্ট (TRP List)। পছন্দের সিরিয়াল বাংলার সেরা হল কি না? বা টিআরপি তালিকায় কত পেল এই নিয়ে চিন্তা লেগেই থাকে। মিঠাই (Mithai), গাঁটছড়া (Gatchhora) এর মত জনপ্রিয় সিরিয়ালের ভক্তদের মধ্যে রীতিমত বাক্যযুদ্ধ চালু হয় কে হবে সেরা এই নিয়ে!
সম্প্রতি এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। প্রতিবার বৃহস্পতিবারে বেরোলেও এবারে একদিন দেরি হয়েছে ফলে আজ অর্থাৎ শুক্রবার রিলিজ হয়েছে তালিকা। আর নতুন এই টেলিভিশন রেটিং পয়েন্টের (Television Rating Point) তালিকায় রয়েছে দারুণ চমক। কেন? কারণ এবারে মিঠাই থেকে গাঁটছড়া সবাইকে টেক্কা দিয়ে বাংলার সেরা সিরিয়াল হয়ে গিয়েছে ‘গৌরী এল’ (Gouri Elo)।
হ্যাঁ ঠিকই দেখছেন গৌরী এল সিরিয়ালই এবারের টিআরপি তালিকার টপার। এসপ্তাহে ৮.২ পয়েন্ট পেয়ে সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থানে রয়েছে গৌরী এল। এর ঠিক পরেই রয়েছে সকলের প্রিয় মিঠাইরানী। মাত্র ০.১ পয়েন্টের জন্য প্রথমস্থান হারিয়ে ৮.১ পয়েন্টে দ্বিতীয় হয়েছে মিঠাই। আর তৃতীয়স্থান পেয়েছে গাঁটছড়া, এসপ্তাহে সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ৭.৮।
তবে আলতা ফড়িং ও খুব একটা পিছিয়ে নেই। সম্প্রতি সিরিয়ালে ব্যাঙ বাবুকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে টাকা লোপাটের দায়ে তাই দর্শকদের মনে উত্তেজনা রয়েছেই। এসপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং প্রাপ্ত পয়েন্ট ৭.৭। এর ঠিক পরেই রয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত লক্ষী কাকিমা সুপারস্টার। এবারের তালিকায় লক্ষী কাকিমা ৭.৩ পয়েন্ট পেয়েছে। চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
গৌরী এল – ৮.২ (প্রথম)
মিঠাই – ৮.১ (দ্বিতীয়)
গাঁটছড়া – ৭.৮ (তৃতীয়)
আলতা ফড়িং – ৭.৮
লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.৩
ধূলোকণা – ৭.২
উমা – ৬.৭
অনুরাগের ছোঁয়া – ৬.৩
মাধবীলতা – ৬.২
খেলনা বাড়ি – ৫.৯
গত সপ্তাহেই শেষ হয়েছে উমা সিরিয়ালটি। তবে শেষ সপ্তাহেও দুর্দান্ত স্কোর করেছে উমা। বদলে চালু হয়েছে ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল। তবে প্রিয়থম সপ্তাহে সেভাবে ফল করতে পারেনি। উল্টে দর্শকদের কটাক্ষের শিকার হতে হয়েছে সিরিয়ালটিকে। অন্যদিকে ষ্টার জলসার পর্দায় শুরু হয়েছে ‘মাধবীলতা’। আর শুরুতেই বাজিমাত করেছে মাধবীলতা, প্রথম সপ্তাহেই সেরা দশ সিরিয়ালের মধ্যে জায়গা করে ফেলেছে সিরিয়ালটি।