বৃহস্পতিবার মানেই বাঙালি সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য বেশ চিন্তার একটা দিন। কারণ এদিনেই পছন্দের সিরিয়ালের ভাগ্য নির্ধারণের রিপোর্ট বা টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (TRP List)। একসময় টিআরপি তালিকায় মিঠাই (Mithai) সিরিয়াল রাজত্ব করত কিন্তু সে সব এখন অতীত। নতুনের ভিড়ে বেসামাল হয়ে পড়েছে মিঠাই ম্যাজিক। বর্তমানে প্রায়শই দেখা যাচ্ছে গাঁটছড়া (Gatchora), ধূলোকনা (Dhulokona), গৌরী এলো (Gouri Elo) এর মত সিরিয়ালের কাছে অনেকটাই পিছিয়ে পড়ছে মিঠাই।
গত সপ্তাহের টিআরপি তালিকাতে সেরা পাঁচের মধ্যেও ছিল না মিঠাই। তবে দর্শকদের আশা শীঘ্রই কামব্যাক করবে সিরিয়াল। কিন্তু সম্প্রতি এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে আসতে একপ্রকার হতাশ হলেন মিঠাই প্রেমীরা। কারণ এসপ্তাহেও সেরা পাঁচে স্থান হল না মিঠাইয়ের। বরং এবারেও ষষ্ঠ স্থানেই থাকতে হল তাকে।
সম্প্রতি প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী বাংলার সবচাইতে জনপ্রিয় সিরিয়াল ‘গাঁটছড়া’। এসপ্তাহে ৮.১ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার হয়ে গিয়েছে সে। এর ঠিক পরেই রয়েছে ধূলোকনা, নামমাত্র পয়েন্টে পিছিয়ে ৮.০ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লালন-ফুলঝুরির কাহিনী। এরপর সামান্য কিছু পয়েন্টের ব্যবধানে ৭.৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান পেয়েছে গৌরী এলো।
এদিকে ফড়িং আর ব্যাংক বাবুর কাহিনীও কোমর কষেছে সেরা হওয়ার দৌড়ে। এসপ্তাহে ৭.২ পয়েন্টে চতুর্থ স্থানে রয়েছে ‘আলতা ফড়িং’। নতুন শুরু হওয়া সিরিয়াল জগদ্ধাত্রীও দর্শকদের মন জয় করতে সফল, বাকিদের টপকে ৭.০ পয়েন্ট পেয়ে সেরা পাঁচের দৌড়ে সামিল হয়ে গিয়েছে সে। সেরা পাঁচের পর ষষ্ঠ স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। তবে একা নয় মিঠাইয়ের পাশাপাশি লক্ষী কাকিমা সুপারস্টার সিরিয়ালেরও এসপ্তাহের প্রাপ্ত পয়েন্ট ৬.৭, দুজনেই ষষ্ঠ স্থানে রয়েছে।
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
গাঁটছড়া – ৮.১ (প্রথম)
ধূলোকনা – ৮.০ (দ্বিতীয়)
গৌরী এল – ৭.৭ (তৃতীয়)
আলতা ফড়িং – ৭.২
জগদ্ধাত্রী – ৭.০
মিঠাই, লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৭
মাধবীলতা – ৬.৫
খেলনা বাড়ি – ৬.২
অনুরাগের ছোঁয়া – ৬.১
সাহেবের চিঠি – ৫.৯
টিআরপি তালিকায় এমন রদবদল দেখে দর্শকদের অনেকেই চমকে গিয়েছেন। তবে নেটিজেনদের একাংশের মতে মিঠাই সিরিয়াল এখন আগের মত নেই। এমনকি পুজোর পরেই নাকি শেষ হয়ে যাবে সিরিয়াল এমনও গুঞ্জন উঠেছিল। যদিও চ্যানেল কর্তৃপক্ষের থেকে এমন কোনো খবর মেলেনি।
পুরোনো একাধিক সিরিয়াল টিআরপি না পাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে। বদলে শুরু হয়েছে একাধিক নতুন সিরিয়াল। কিছুদিন হল যীশু সেনগুপ্তর প্রযোজনার ‘হর গৌরী পাইস হোটেল’ শুরু হয়েছে। এসপ্তাহের তালিকা ৪.৫ পয়েন্ট পেয়েছে সিরিয়ালটি। আশা করা হচ্ছে আগামী দিনে হয়তো দর্শকদের মন জিতে নিতে পারবে এই ধারাবাহিক।