• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নতুনের ভিড়েও জগদ্ধাত্রীই সেরা! পঞ্চমীর ছোবলে পিছিয়ে পড়ল কারা? রইল চমকে দেওয়া TRP তালিকা

বাঙালি পরিবারে সন্ধ্যে মানেই সিরিয়াল (Serial) টাইম। পছন্দের সিরিয়াল দেখার জন্য ঠিকই সমস্ত কাজ সেরে টিভির সামনে হাজির হয়ে যান সকলে। একাধিক চ্যানেল আর একাধিক সিরিয়ালের কাহিনী, তবে কে চলবে আর কে শেষ হবে তা নির্ধারণের মাপকাঠি হল টিআরপি (TRP)। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে প্রকাশ হওয়া এই TRP তালিকায় যে কোনো ধারাবাহিকের ভাগ্য নির্ধারণ করে।

প্রতিবারের মত এবারেও প্রকাশিত হয়েছে নতুন টিআরপি তালিকা। বিগত কয়েক বারের মত এবারেও বাংলার সেরা সিরিয়ালের তকমা পেয়েছে জগদ্ধাত্রী। ৮.৯ পয়েন্ট নিয়ে এবারেও বেঙ্গল টপার জগদ্ধাত্রী। এরপরেই রয়েছে দর্শকদের সকলের প্রিয় সোনা-রুপার কাহিনী অনুরাগের ছোঁয়া। সূর্য-দীপার কাহিনী এবারে ৮.৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর ৮.১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গৌরী এলো।

   

Bengali Serial,TRP,Target Rating Point,টিআরপি তালিকা,বাংলা সিরিয়ালের টিআরপি,Jagaddhatri,Ranga Bou

তবে পুরোনোদের ভিড়ে ইতিমধ্যেই নতুন সিরিয়ালেরাও বেশ জায়গা যখন করতে শুরু করেছে। এসপ্তাহেই শুরু হয়েছে শ্রুতি দাস ও গৌরব রায়চৌধুরী এর ‘রাঙা বউ’। যা শুরুতেই দারুন পারফর্ম করেছে। সেরা দশের তালিকায় ৬.৯ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে সিরিয়ালটি মিঠাইয়ের সাথে। চলুন এবার ঝটপট দেখে জেওয়া যাক এসপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের তালিকা।

টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

জগদ্ধাত্রী – ৮.৯ (প্রথম)
খেলনা বাড়ি, অনুরাগের ছোঁয়া – ৮.৪ (দ্বিতীয়)
গৌরী এলো – ৮.১ (তৃতীয়)

খেলনা বাড়ি – ৮.০
নিম ফুলের মধু – ৭.৭
বাংলা মিডিয়াম – ৭.৫
পঞ্চমী – ৭.৪
গাঁটছড়া, আলতা ফড়িং – ৭.২
রাঙা বউ, মিঠাই – ৬.৯
সাহেবের চিঠি – ৬.৪

অর্থাৎ বোঝাই যাচ্ছে নতুন সিরিয়ালগুলিও বেশ ভালোই মনে ধরেছে দর্শকদের। কারণ শুরুতেই দুর্দান্ত পারফর্ম করেছে শ্রুতি দাস অভিনীত রাঙা বউ। এছাড়া বাংলা মিডিয়াম থেকে নিম ফুলের মধু দুই ধারাবাহিকই বাকিদের তুলনায় নতুন। অন্যদিকে রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর পরপর পয়েন্ট ৫.০। আর সারেগামাপা ও ডান্স ডান্স জুনিয়ার এর প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৪.৬ ও ৩.৬।

site