বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা যে বরাবরই রয়েছে সেটা আলাদা করে বলার প্রয়োজন পরে না। তবে ধীরে ধীরে কোথাও যেন সেই রীতিতে খানিক পরিবর্তন আসছে। কারণ বিগত কিছু সপ্তাহ ধরেই সিরিয়ালের টিআরপি গ্রাফ নিম্নমুখী। দু একটা সিরিয়াল নয়, প্রায় সকল সিরিয়ালেরই এক অবস্থা। বিগত দু সপ্তাহ ধরে টানা কমেছে টিআরপি। তবে বাংলার সেরা সিরিয়াল কিন্তু নিজের জায়গা ঠিকই ধরে রেখেছে। এখন আপনি হয়তো ভাবছেন সেরা সিরিয়াল কোনটি! আসলে টিআরপির দিক থেকে কিন্তু ছক্কা হাঁকাচ্ছে ‘মিঠাই’।
গত মাসে অর্থাৎ মার্চ মাসেই শুরু হয়েছিল সিরিয়ালটি। তবে বাকি সেরিয়ালদের বেশ হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে আসছে মিঠাই শুরু থেকেই। সেই কারণে শুরু থেকেই প্রথম পাঁচের মধ্যেই থাকতে অভ্যস্ত মিঠাই। বিগত দু সপ্তাহে বরাবর প্রথম স্থান নিজের দখলে রেখেছিল মিঠাই। এবার প্রকাশিত হল এই সপ্তাহের টিআরপি তালিকা। দেখে সপ্তাহের টিআরপি তালিকা।
এই সপ্তাহের টিআরপি তালিকা দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে প্রতিটি সিরিয়ালেরই টিআরপি কমে গিয়েছে। তবে নিজের প্রথম স্থান কিন্তু ধরে রেখেছে ‘মিঠাই’। যদিও মিঠাইয়ের গল্পে নতুন মোড় এসেছে। দাদুর কোথায় মিঠাইকে ডিভোর্স দিয়ে দিয়েছে সিড। তবে টিআরপি তালিকায় ৮.৮ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে মিঠাই। অন্যদিকে গত সপ্তাহের মত এ সপ্তাহেও নিজের জায়গা ধরে রেখে অপরাজিতা অপু। এ সোপাহে সিরিয়ালের প্রাপ্ত টিআরপি পয়েন্ট ৮.১। তৃতীয় স্থানেও গত সপ্তাহের মত কৃষ্ণকলি সিরিয়াল রয়েছে। এই সপ্তাহে প্রাপ্ত ওরিয়েন্ট ৭.৭। এবার এক নজরে দেখে নেওয়া যাক বাকি সিরিয়ালের টিআরপি।
- শ্রীময়ী – ৭.৬ চতুর্থ
- খড়কুটো – ৭.৫ পঞ্চম
- যমুনা ঢাকি, মহাপীঠ তারাপীঠ – ৭.২ ষষ্ঠ
- করুণাময়ী রানী রাসমণি – ৬.৯ সপ্তম
- গঙ্গারাম – ৬.৮ অষ্টম
- দেশের মাটি – ৬.২ নবম
- জীবন সাথী -৬.০ দশম