বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখেন অথচ মিঠাই (Mithai) দেখেন না এমন মানুষ হয়তো আতসকাঁচ নিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। সেই শুরু থেকেই মনোহরার সিদ্ধার্থ আর মিঠাইয়ের কাহিনী মন জয় করেছিল সকলের। একবছর পেরিয়েও সেই ধারা অব্যাহত রয়েছে। মাঝে অনেক ঝড় ঝাপটা এসেছে, তবে অনায়াসেই সেই সব পেরিয়ে দিব্যি নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন মিঠাই। আর তাই তো মাঝে কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় (TRP List) পিছিয়ে পড়ার পর আবারও নিজেকে প্রমাণ করে দিল মিঠাই (Bengal Topper Mithai)।
হ্যাঁ ঠিকই ধরেছেন, আজ অর্থাৎ বৃহস্পতিবার মানেই সিরিয়ালের জনপ্রিয়তার নিরিখে টিআরপি (Target Rating Point) রিপোর্ট প্রকাশিত হওয়ার দিন। আর সম্প্রতি রিলিজ হয়েছে এসপ্তাহের তালিকা। যেখানে গাঁটছড়া, ধূলোকণা থেকে লক্ষী কাকিমা সবাইকে টেক্কা দিয়ে স্বমহিমায় প্রথমস্থানে ফিরেছে মিঠাই সিরিয়াল। এসপ্তাহে ৮.৫ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার মিঠাই রানী, স্বাভাবিকভাবেই খুশিতে উচ্ছসিত হয়ে পড়েছে মিঠাই ভক্তরা।
এদিকে গতসপ্তাহে সবাইকে চমকে দিয়ে প্রথমস্থানে উঠে এসেছিল অপরাজিতা আঢ্য অভিনীত ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ টি। সেই সিরিয়ালও কিন্তু খুব একটা পিছিয়ে নেই, এবারে ৮.০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লক্ষী কাকিমা। এরপরেই রয়েছে খড়ি-ঋদ্ধির জুটি গাঁটছড়া। বর্তমানে বোন বনির বিয়ে যে কোন পরিস্থিতিতে দিয়েছিল সেটাই প্রমাণ করার চেষ্টায় রয়েছে খড়ি। এসপ্তাহে গাঁঠছড়ার প্রাপ্ত পয়েন্ট ৭.৯। তবে খড়ি একা নয়, একই পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে গৌরী এল সিরিয়ালটিও।
এছাড়াও আলতা ফড়িং সিরিয়ালেও যথেষ্ট টান টান পর্ব চলছে। মায়ের সাথে হওয়া অন্যায়ের পিছনে কে ছিল সেটা সবার সামনে নিয়ে আসবে ফড়িং। এসপ্তাহে ৭.৭ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে আলতা ফড়িং। এর ঠিক পিছনেই রয়েছে লালন ফুলঝুরির জুটি ‘ধূলোকণা’। বিয়ে মিটতে সিরিয়ালের টিআরপি কিছুটা কমে গিয়েছে তবে জনপ্রিয়তা এখনও রয়েছে। এবারের তালিকায় ৭.৫ পয়েন্ট পেয়েছে ধূলোকণা। চলুন এবার দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকাঃ
টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)
মিঠাই – ৮.৫ (প্রথম)
লক্ষী কাকিমা সুপারস্টার – ৮.০ (দ্বিতীয়)
গৌরী এল, গাঁটছড়া – ৭.৯ (তৃতীয়)
চতুর্থ : আলতা ফড়িং – ৭.৭
পঞ্চম : ধূলোকণা – ৭.৫
অনুরাগের ছোঁয়া, মন ফাগুন – ৬.৩
এই পথ যদি না শেষ হয় – ৬.০
এক্কা দোক্কা – ৫.৮
খেলনা বাড়ি – ৫.৬
বোধিসত্ত্বের বোধবুদ্ধি – ৫.১
নতুন সিরিয়াল হলেও শুরুতেই বেশ ভালো ফল করেছে এক্কা দোক্কা সিরিয়ালটি। প্রথম সপ্তাহেই সেরা দশ সিরিয়ালের মধ্যে অষ্টম স্থানে রয়েছে সিরিয়ালটি। আর অন্য ধরণের কাহিনী হলেও বোধিসত্ত্বের বোধবুদ্ধিও ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া নন ফিকশন শোয়ের মধ্যে দিদি নং ১ এর রবিবারের টিআরপি ৬.৮। ষ্টার জলসার ইসমার্ট জোড়ি এর পয়েন্ট ৩.১ ও সারেগামাপা এর পয়েন্ট ৬.৯।