একসময় টিআরপি লিস্টে (TRP List) বছরভর প্রথম হওয়ার পর ছিটকে গিয়েছিল ‘মিঠাই’ (Mithai)। ষ্টার জলসার ‘গাঁটছড়া’ (Gatchora) টেক্কা দিয়েছিল মিঠাইকে। কিন্তু সম্প্রতি নতুন টিআরপি তালিকা প্রকাশ পেতেই রীতিমত চমকে গিয়েছেন দর্শকেরা। না মিঠাই না খড়ি বরং দুজনকে টেক্কা দিয়ে প্রথমস্থান ছিনিয়ে নিয়েছে অন্যকেউ। যেটা অনেকেই ভাবতেও পারেননি।
ভাবছেন কি হল এসপ্তাহের সেরা? মিঠাই ও খড়ি দুজনকে জনপ্রিয়তায় হারিয়ে এসপ্তাহের নতুন সেরা সিরিয়াল ‘ধূলোকণা’ (Duhlokona)। লালন-ফুলঝুরির জুটি রীতিমত কামাল করে দেখিয়েছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা মিঠাই-গাঁটছড়া এর মধ্যেকার যুদ্ধের অবসান ঘটিয়ে বাংলার নতুন সেরা সিরিয়ালের শিরোপা ছিনিয়ে নীল ফুলঝুরি লালনের কাহিনী ধূলোকণা।
বর্তমানে ধূলোকণা সিরিয়ালে চলছিল লালনের বিয়ের পর্ব। যেখানে ফুলঝুরির সাথে বিয়ে হওয়ার কথা থাকলেও শেষ অবধি চড়ুই বিয়ে করেছে লালনকে। এই নিয়ে দর্শকের মধ্যে চর্চার অন্ত নেই। আর এই টানটান উত্তেজনার পর্ব যে দর্শকদের নজর কাড়তে সফল হয়েছে সেটা বোঝা যাচ্ছে এসপ্তাহের টিআরপি তালিকা দেখলেই। নতুন তালিকায় ৮.১ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে ধূলোকণা সিরিয়াল।
অন্যদিকে মিঠাই আর গাঁটছড়া দুজনেই একেবারে একই পজিশনে। ০.১ পয়েন্ট কম হওয়ায় দুজনেই দ্বিতীয় স্থানে রয়েছে ধূলোকণার পরে। তৃতীয় স্থানে উঠে এসেছে গৌরী এল সিরিয়ালটি, প্রাপ্ত পয়েন্ট ৭.৯। আলতা ফড়িং সিরিয়ালের জনপ্রিয়তাও কম নেই, ৭.৭ পয়েন্টে চতুর্থ হয়েছে। তবে পঞ্চম স্থানে ভিড় অনেকটাই বেড়ে গিয়েছে। অনুরাগের ছোয়া, লক্ষী কাকিমা সুপারস্টার ও উমা সকলেই ৬.৯ পয়েন্টে পঞ্চম স্থানে রয়েছে। চলুন এবার সেরা দশ সিরিয়ালের তালিকা দেখে নেওয়া যাক।
এসপ্তাহের সেরা দশ সিরিয়ালের টিআরপি তালিকাঃ
ধুলোকণা – ৮.১ (প্রথম)
মিঠাই, গাঁটছড়া – ৮.০ (দ্বিতীয়)
গৌরী এলো – ৭.৯ (তৃতীয়)
আলতা ফড়িং- ৭.৭ (চতুর্থ)
অনুরাগের ছোঁয়া, লক্ষ্মী কাকিমা সুপারস্টার, উমা – ৬.৯ (পঞ্চম)
মন ফাগুন – ৬.৮ (ষষ্ঠ)
পিলু – ৬.২ (সপ্তম)
আয় তবে সহচরী -৬.১ (অষ্টম)
এই পথ যদি না শেষ হয় -৫.৬ (নবম)
সর্বজয়া- ৫.৪ (দশম)