• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP তালিকায় একি হাল! মিঠাইকে টেক্কা দিয়ে প্রথম গাঁটছড়া নাকি ধূলোকণা, রইল সম্পূর্ণ তালিকা

Published on:

TRP List 21st April Gatchora first dhulokona second mithai third See Complete list

বাংলা সিরিয়ালের (Benglai Serial) দর্শকদের জন্য বৃহস্পতিবার দিন মানেও দুরু দুরু বুকে টিআরপি তালিকার (TRP List) জন্য অপেক্ষা। সারা সপ্তাহের সম্প্রচারের পর কোন সিরিয়াল কতটা জনপ্রিয়তা পেল সেটা টিআরপি (Target Rating Point) দেখলেই বোঝা যায়। বিগত কয়েক মাসে কখনো মিঠাই (Mithai), কখনো গাঁটছড়া (Gatchora) তো কখনো সবাইকে চমকে ‘ধূলোকণা’ (Dhulokona) বেঙ্গল টপার হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এল এসপ্তাহের নতুন টিআরপি রেটিং এর লিস্ট।

বাংলা সিরিয়ালের (Benglai Serial) দর্শকদের জন্য বৃহস্পতিবার দিন মানেও দুরু দুরু বুকে টিআরপি তালিকার (TRP List) জন্য অপেক্ষা। সারা সপ্তাহের সম্প্রচারের পর কোন সিরিয়াল কতটা জনপ্রিয়তা পেল সেটা টিআরপি (Target Rating Point) দেখলেই বোঝা যায়। বিগত কয়েক মাসে কখনো মিঠাই (Mithai), কখনো গাঁটছড়া (Gatchora) তো কখনো সবাইকে চমকে ‘ধূলোকণা’ (Dhulokona) বেঙ্গল টপার হয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এল এসপ্তাহের নতুন টিআরপি রেটিং এর লিস্ট।

28th April Bengali Serial TRP List Dhukokona beats Mithai Gatchora

প্রায় প্রতি সপ্তাহেই নিত্য নতুন চমক দেখা যাচ্ছে টিআরপি তালিকায়। গত সপ্তাহে সবাইকে টেক্কা দিয়ে খড়ি-ঋদ্ধির জুটি প্রথমে ছিল। এবারেও সেই একই ছবি দেখা গেল তালিকায়। আবারও সবাইকে হারিয়ে বাংলার সেরা হয়ে টিআরপি তালিকায় প্রথম  গাঁটছড়া। এসপ্তাহে ৮.১ পয়েন্ট পেয়েছে গাঁটছড়া সিরিয়াল।

অন্যদিকে একটুর জন্য পিছিয়ে পড়েছে মিঠাই, তাই দ্বিতীয় স্থানে রয়েছে সিরিয়াল। এসপ্তাহে ৮ পয়েন্ট পেয়েছে মিঠাই।  তবে ঠিক পিছনেই রয়েছে লালন ফুলঝুরির কাহিনী ‘ধূলোকণা’। এবারের তালিকায় ৭.৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ধূলোকণা। এরপর লিস্টে তৃতীয় স্থানে রয়েছে আলতা ফড়িং আর চতুর্থ হয়েছে গৌরী এল। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ TRP তালিকা।

এসপ্তাহের সেরা দশ বাংলা সিরিয়ালের টিআরপি লিস্ট (Top 10 Bengali Serial TRP List)

গাঁটছড়া – ৮.১ (প্রথম)

মিঠাই,  – ৮.০ (দ্বিতীয়)

ধূলোকণা – ৭.৭ (তৃতীয়)

আলতা ফড়িং – ৭.৫

গৌরী এল – ৭.৪

লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.১

মন ফাগুন – ৬.৬

অনুরাগের ছোঁয়া – ৬.৪

উমা, আয় তবে সহচরী – ৫.৯

এই পথ যদি না শেষ হয়, খেলনা বাড়ি – ৫.৭

প্রসঙ্গত, নতুন সিরিয়াল হলেও খেলনা বাড়ি  প্রথম সপ্তাহতেই বাজিমাত করেছে। সেরা দশের তালিকায় নাম উঠে গিয়েছে তাঁর। সিরিয়ালে বিশ্বজিৎ ও আরাত্রিকাকে দেখা যাচ্ছে। গ্রামের সাধারণ মেয়ে আর শহরের বড়লোক বাড়ির ছেলের প্রেমকাহিনী নিয়ে তৈরী এই সিরিয়াল। অন্যদিকে আরেকটি নতুন সিরিয়াল ‘বৌমা একঘর’ সেরা দশের মধ্যে নাম তুলতে অক্ষম হল এসপ্তাহে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥