• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুর্ধর্ষ পর্বের জেরে চোখ সরানো দায়! সবাইকে চমকে বেঙ্গল টপার কে? রইল সম্পূর্ণ TRP তালিকা

বাঙালি দর্শকদের সন্ধ্যে মানেই টিভির সামনে সিরিয়াল দেখতে হাজির। কারোর ষ্টার জলসা (Star Jalsha) তো কারোর আবার প্রিয় জি বাংলা (Zee Bangla)। দুই চ্যানেলের মধ্যে সর্বদাই যেন ঠান্ডা যুদ্ধ লেগে রয়েছে সেরা হওয়া নিয়ে। তবে এই লড়াইয়ের ইতি ঘটায় সাপ্তাহিক টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (Target Rating Point List)। সম্প্রতি এসপ্তাহের TRP লিস্ট বেরিয়েছে, যেখানে একপ্রকার চমকে গিয়েছেন দর্শকেরা।

বিগত কয়েকমাস ধরে বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। কিন্তু সূর্য-দীপার মিল যেন কিছুতেই হয় না। যে কারণে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। অন্যদিকে সুযোগ পেতেই মাঝে কয়েক সপ্তাহ দীপাকে টেক্কা দিয়েছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। তাহলে এবার? এই সপ্তাহে কে হল সেরা? চলুন দেখে নেওয়া যাক।

   

Jagaddhatri vs Anurager Chowa TRP

এই সপ্তাহের টিআরপি তালিকায় প্রথম স্থান পেয়েছে অনুরাগের ছোঁয়া। হ্যাঁ, এবারেও ৭.৫ পয়েন্ট পেয়ে বাংলার সেরা সূর্য-দীপার কাহিনী। তবে জগদ্ধাত্রীও কিছু কম যায় না, ৭ পয়েন্টে দ্বিতীয়স্থানে রয়েছে জ্যাস গোয়েন্দা। তৃতীয় স্থানে রয়েছে গৌরী ঈশানের কাহিনী গৌরী এলো। এবার ৬.৮ পয়েন্ট পেয়েছে গৌরী এলো। এছাড়াও দুর্দান্ত পর্বের জেরে ৪.৭ পয়েন্ট পেয়েছে মেয়েবেলা।

Mou Dodo Moujhor Meyebela

হসপিটালের নোংরামি ধরিয়ে জমজমাট পর্ব দেখিয়ে দর্শকদের মন জিতেছিল পর্ণা। এবার সামনে নতুন চ্যালেঞ্জ ঠাম্মিকে বাড়ির আসল বৌ প্রমাণ করা, আর তার জেরেই ৬.৪ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে নিম ফুলের মধু। পঞ্চমস্থানে রয়েছে রাঙা বৌ আর বাংলা মিডিয়াম, দুজনেরই প্রাপ্ত পয়েন্ট ৫.৫। চলুন এবার সেরা দশের তালিকা দেখে নেওয়া যাক।

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

অনুরাগের ছোঁয়া – ৭.৫ (প্রথম)
জগদ্ধাত্রী – ৭.০ (দ্বিতীয়)
গৌরী এলো – ৬.৮ (তৃতীয়)

নিম ফুলের মধু – ৬.৪
রাঙা বউ, বাংলা মিডিয়াম – ৫.৫
পঞ্চমী – ৫.৪
এক্কা দোক্কা – ৫.৩
মেয়েবেলা, হরগৌরী পাইস হোটেল – ৪.৭
খেলনা বাড়ি – ৪.৪
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ – ৪.৩

ইতিমধ্যেই খবর মিলেছে বেশ কিছু সিরিয়াল শেষ হবে। বদলে আসবে নতুন গল্প। প্রায় তিন বছরের মাথায় শেষের পথে মিঠাই সিরিয়াল। কিন্তু আগের মত আর জনপ্রিয়তা নেই মিঠাইয়ের, এমনটাই বলছে টিআরপি তালিকা। কিছুদিন আগে শুরু হয়েছে ভক্তিমূলক সিরিয়াল রামপ্রসাদ, যা ৩.২ পয়েন্ট পেয়েছে অথচ মিঠাইয়ের ঝুলিতে রয়েছে মাত্র ২.৪ পয়েন্ট।

সিরিয়াল ছাড়াও নন ফিকশন রিয়েলিটি শোয়ের মধ্যে দিদি নং ১ পেয়েছে ৫.৫ পয়েন্ট। এরপর রয়েছে ড্যান্স বাংলা ড্যান্স, প্রাপ্ত পয়েন্ট ৫.৩। অন্যদিকে ঘরে ঘরে জি বাংলা ও সুপার সিঙ্গার যথাক্রমে ১.৪ ও ৩.৭ পয়েন্ট পেয়েছে।