• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গাঁটছড়া অতীত পুজোর আগে বাজিমাত করল গৌরী এলো! কোথায় গেল মিঠাই রানী? রইল সম্পূর্ণ TRP তালিকা

বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখেন অথচ মিঠাই (Mithai) দেখেন না এমন মানুষ হয়তো আতসকাঁচ নিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। বিগত দুবছর ধরে বাকি সমস্ত সিরিয়ালদের কড়া চ্যালেঞ্জ জানিয়ে বরাবরই টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচের মধ্যে থেকেছে মিঠাই। এমনকি ইতিমধ্যেই ৫৪ বার বেঙ্গল টপার হয়ে গিয়েছে সে। তবে বিগত কয়েক মাসে নতুন সিরিয়ালের দৌলতে প্রথমস্থান ধরে রাখা বেশ চাপের হয়ে দাঁড়িয়েছে।

প্রতি সপ্তাহের বৃহস্পতিবার মানেই দর্শকদের বুকে একপ্রকার দুরু দুরু শুরু হয়ে যায়। কারণ এদিনেই প্রকাশিত হয় টিআরপি (TRP) পয়েন্টের তালিকা। ইতিমধ্যেই এসপ্তাহের তালিকাও প্রকাশ্যে এসেছে। আর এবারে ‘গাঁটছড়া’র (Gatchora) নাম্বার অনেকটাই কমে গিয়েছে। বদলে পুজোর আগে ‘গৌরী এলো’ (Gouri Elo) সিরিয়াল দারুন পারফর্ম করেছে। আর সকলের প্রিয় মিঠাই সিরিয়াল স্বমহিমায় আবারও প্রথম হয়েছে।

   

2nd June bengali serial TRP List Gatchora again comes first See Complete list

হ্যাঁ এবারেও টিআরপি তালিকায় একেবারে প্রথম স্থানে রয়েছে মিঠাই। এসপ্তাহে মিঠাই এর প্রাপ্ত নাম্বার ৮.৩। তবে মিঠাইকে কড়া চ্যালেঞ্জ জানাতে কোমর কষেছে গৌরী এলো। মাত্র কয়েক পয়েন্টের ব্যবধানের জন্য দ্বিতীয় হয়ে গিয়েছে সে। এসপ্তাহে ৭.৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়েছে গৌরী এলো। এরপরেই রয়েছে আলতা ফড়িং, ৭.৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ব্যাঙ্ক বাবু আর ফড়িংয়ের কাহিনী। চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।

টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)

মিঠাই – ৮.৩ (প্রথম)
গৌরী এলো – ৭.৯ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৭.৫ (তৃতীয়)

গাঁটছড়া – ৭.৪
লক্ষী কাকিমা সুপারস্টার – ৭.১
ধূলোকণা – ৬.৭
মন ফাগুন, অনুরাগের ছোঁয়া – ৬.৩
এই পথ যদি না শেষ হয় – ৫.৬
এক্কা দোক্কা – ৫.৩
সাহেবের চিঠি – ৫.১

লালন ফুলঝুরির বিয়ের জেরে বেঙ্গল টপার হয়েছিল ধূলোকণা সিরিয়াল। কিন্তু বিয়ে মিটতেই জনপ্রিয়তা বেশ কিছুটা কমে গিয়েছিল। তবে সম্প্রতি সিরিয়ালে লালন হারিয়ে গিয়েছে সমুদ্রে, যার জেরে আবারও জনপ্রিয়তা বেড়েছে সিরিয়ালের। তারই প্রতিছব্বি ফুটে উঠেছে টিআরপি তালিকাতেও।

অন্যদিকে ত্রিপল হানিমুনের জেরে টিআরপি বাড়লেও হানিমুন পর্ব মিটতে জনপ্রিয়তা কমেছে গাঁটছড়া সিরিয়ালের। এদিকে নতুন শুরু হলেও এক্কা দোক্কা সিরিয়াল বেশ ভালোই স্কোর করেছে টিআরপি তালিকায়। শুরুতেই প্রথম দশের মধ্যে পৌঁছে গিয়েছে। আর নন ফিকশন শোয়ের মধ্যে  দিদি নং ১ পেয়েছে ৫.৯ পয়েন্ট। সারেগামাপা এর টিআরপি ৬.০।