দীর্ঘ ৪৪ সপ্তাহ বেঙ্গল টপার থাকার পর বাংলা সিরিয়ালের জগতে ঘটে রীতিমত ঝটকা লেগেছে। টিআরপি লিস্টে (TRP List) প্রথমস্থান হারিয়েছে দর্শকদের প্রিয় মিঠাই সিরিয়াল (Mithai Serial)। তবে আশা ছিল আবারও প্রথমস্থানেই ফিরবে মিঠাই। কারণ সিদ্ধার্থ-মিঠাইয়ের জুটি যে ছোট থেকে এবার সকলের প্রিয়। কিন্তু না, এসপ্তাহেও হতাশ হতে হল মিঠাইভক্তদের। সেরার সেরা মুকুট এবারেও ছিনিয়ে নিয়ে গেল ‘গাঁটছড়া’ (Gatchora)।
সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন টিআরপি তালিকা। যেখানে অল্পের জন্য আবারও পিছিয়ে পড়তে দেখা গেল মিঠাইকে। বদলে এবারের টিআরপি তালিকায় আবারও সেরার শিরোপা পেল ষ্টার জলসার গাঁটছড়া। এ সপ্তাহে ১০.২ পয়েন্ট পেয়েছে ঋদ্ধিমান ও খড়ির কাহিনী ‘গাঁটছড়া’। যেখানে মিঠাই পেয়েছে ৯.৪ পয়েন্ট আর গাঁটছড়ার ঠিকই পরেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে সকলের প্রিয় মিঠাইরানী।
যদিও একেবারে প্রথম স্থান থেকে পাঁচে নেমে গিয়েছিল মিঠাই সিরিয়াল। সেই জায়গা থেকে ইতিমধ্যেই অনেকটা ভালো জায়গায় চলে এসেছে সিরিয়ালটি। মিঠাই সিদ্ধার্থের হানিমুন ম্যাজিক কাজ করেছে। তাই তো তিন সপ্তাহেই আবারও দ্বিতীয় স্থানে ফিরেছে মিঠাই। এভাবেই জমজমাট পর্বের মধ্যে দিয়ে আবারও নিজের সেরার শিরোপা ফিরিয়ে নেবে মিঠাই। এমনটাই বিশ্বাস মিঠাই ফ্যানদের। চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।
গাঁটছড়া – ১০.২ (প্রথম)
মিঠাই – ৯.৪ (দ্বিতীয়)
মন ফাগুন – ৯.৪ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৯.৩
ধুলোকণা – ৯.০
আয় তবে সহচরী – ৮.৮
অনুরাগের ছোঁয়া – ৮.১
লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৯
উমা – ৭.৬
খুকুমণি হোম ডেলিভারি – ৭.৪
পিলু – ৭.২
সেরা দশের তালিকা দেখে বোঝাই যাচ্ছে নতুন শুরু হওয়া সিরিয়ালের মধ্যে লড়াই চালু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই ষ্টার জলসায় আরম্ভ হয়েছে অনুরাগের ছোঁয়া। সেই সিরিয়াল ইতিমোধ্যেই ৮.১ পয়েন্টে ষষ্ঠ স্থানে উঠে গিয়েছে। অন্যদিকে জি বাংলার পর্দায় চালু হয়েছে লক্ষ্মী কাকিমা সুপারস্টার সেটাও ৭.৯ পয়েন্টে সেরা সপ্তমে জায়গা করে নিয়েছে।
আর সিরিয়াল বাদে যদি রিয়্যালিটি শোয়ের দিকে দেখা যায় তাহলে দাদাগিরি এসপ্তাহে নিজের খেলা দেখিয়েছে। ৫.৭ পয়েন্ট পেয়েছে সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় চলতে থাকা দাদাগিরি। অন্যদিকে সুপার সিঙ্গার পিছিয়ে পড়েছে দাদাগিরির থেকে এসপ্তাহে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে সুপার সিঙ্গার।