প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের জন্য বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকেরা রীতিমত অপেক্ষায় থাকেন। কেন? কারণ এই দিনেই ষ্টার জলসা (Star Jalsha) থেকে জি বাংলা (Zee Bangla) সমস্ত সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) এর তালিকা প্রকাশিত হয়। ইতিমধ্যেই এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে।
বিগত প্রায় ৩-৪ মাস ধরে সেরার সিংহাসনে দেখা যাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa) ধারাবাহিকটিকে। তবে এবার নতুন সিরিয়ালের ভিড়ে কিছুটা চাপে পড়তে শুরু করেছে সূর্য-দীপার কাহিনী। সম্প্রতি মিঠাই শেষ হতে শুরু হয়েছে ‘ফুকলি’ (Fulki)। আর শুরুতেই রীতিমত ধামাকা করে দিয়েছে ফুলকি। টিআরপি তালিকা দেখলেই স্পষ্ট আগামী দিনে দর্শকদের নিউ ফেবারেট হতে চলেছে সিরিয়ালটি।
এসপ্তাহের TRP লিস্ট অনুযায়ী অনুরাগের ছোঁয়াই বাংলার সেরা হয়েছে। ৮.৬ পয়েন্ট নিয়ে সবাইকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার সূর্য-দীপার কাহিনী। তবে অল্প দিনেই ধামাকা করেছে ফুলকি, ৭.২ পয়েন্ট পেয়ে সোজা দ্বিতীয় স্থানে জি বাংলার ফুলকি। এদিকে গোয়েন্দা জ্যাস সন্ন্যালের কাহিনীও কম যায় না, ৬.৯ পয়েন্ট সহ তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী।
এদিকে সৃজন-পর্ণার কাহিনীও একেরপর এক টুইস্ট এনেই চলেছে। এই যেমন বর্তমানে বৌকে নমিনি করে রীতিমত ফ্যাসাদে পড়েছে বাবুউউ। এসপ্তাহে ‘নিম ফুলের মধু’ ৬.৫ পেয়ে চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম, প্রাপ্ত পয়েন্ট ৬.০। চলুন এবার দেখে নেওয়া যাক সপ্তাহের সেরা ১০ সিরিয়ালি তালিকা।
বাংলা সিরিয়ালের সেরা ১০ এর টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial) :
অনুরাগের ছোঁয়া – ৮.৬ প্রথম
ফুলকি – ৭.২ দ্বিতীয়
জগদ্ধাত্রী – ৬.৯ তৃতীয়
নিম ফুলের মধু ৬.৫
বাংলা মিডিয়াম ৬.০
হরগৌরী পাইস হোটেল/রাঙা বউ (৫.৯)
পঞ্চমী (৫.৬)
এক্কা দোক্কা (৫.৩)
সন্ধ্যাতারা (৫.০)
কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৪.৭)
নতুন তালিকা দেখলেই বোঝা যাচ্ছে পুরোনো সিরিয়ালের অনেকেই বেশ চাপের সম্মুখীন। তবে সিরিয়াল ছাড়াও দিদি নং ১ সানডে স্পেশাল ৬.০ ও ডান্স বাংলা ডান্স ৪.৭ পয়েন্ট পেয়েছে। এছাড়াও মানালির নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ ও শীঘ্রই শুরু হতে চলেছে।