• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিঠাই লালঝুরি অতীত! ফাটিয়ে দিয়েছে লক্ষী কাকিমা, নতুন TRP তালিকা দেখে চক্ষু ছানাবড়া দর্শকদের

দর্শকদের সারা সপ্তাহ বিনোদন দেওয়ার পর কে হল সেরা? এই প্রশ্নের উত্তর মেলে প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে। এই দিনে প্রকাশিত হয় বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা (TRP List)। যেটা দেখেই বোঝা যায় কোন সিরিয়ালের জনপ্রিয়তা কতটা বাড়ল বা কমল। তবে প্রতিবারে এই তালিকায় চেনা কিছু নাম প্রথমের দিকেই দেখা যায়। যেমন মিঠাই, গাঁটছড়া, ধূলোকণা এর মত সিরিয়ালেররা। কিন্তু এবারে রীতিমত চমকে দিয়েছে লক্ষী কাকিমা।

সম্প্রতি প্রকাশিত হওয়া টিআরপি তালিকায় একেবারে ফাটিয়ে দিয়েছে লক্ষী কাকিমা সুপারস্টার। সবাইকে পিছনে ফেলে দেখিয়ে দিয়েছে সত্যিই সুপারস্টার লক্ষীকাকিমা। ধূলোকণা, গাঁটছড়া থেকে মিঠাই সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থানে জ্বলজ্বল করছে লক্ষী কাকিমা সুপারস্টার নাম।

   

Lokkhi Kakima Superstar TRP Topper 21st July

শুরু থেকেই বেশ চর্চায় ছিল এই সিরিয়াল। তাছাড়া অপরাজিতা আঢ্যর অনবদ্য অভিনয় আরও জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে সিরিয়ালের। বিগত কিছু সপ্তাহ ধরে কখনো তৃতীয় তো কখনো পঞ্চম স্থানের মধ্যে ওঠা নাম করছিল সিরিয়ালটি। আর এবার একেবারে সবাইকে টেক্কা দিয়ে সোজা প্রথম। এবারের টিআরপি তালিকায় লক্ষী কাকিমার প্রাপ্ত নাম্বার ৮.২।

অন্যদিকে লালন ফুলঝুরির জুটি কিন্তু খুব একটা পিছিয়ে নেই। গতবারের বেঙ্গল টপার এবারে ৭.৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এরপর জব্বর লড়াই করে তৃতীয় স্থান দখল করেছে আলতা ফড়িং। এসপ্তাহে ফড়িংয়ের প্রাপ্ত পয়েন্ট ৭.৭। আর ৭.৬ পয়েন্ট পেয়ে চতুর্থ স্থানে রয়েছে সকলের প্রিয় মিঠাই সিরিয়াল।

একটুর জন্য চতুর্থ স্থান মিস করেছে গাঁটছড়া। এবারে ৭.৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে খড়ি-ঋদ্ধি জুটি। তবে এক নয়ই গাঁটছড়া সাথে রয়েছে  গৌরী এল সিরিয়ালও। বাকি তালিকাতেও বেশ চমক রয়েছে। বিশেষ করে বোধিসত্ত্বের বোধবুদ্ধি শুরুতে বেশ ভালোই ফল করেছে  চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)

লক্ষী কাকিমা সুপারস্টার – ৮.২ (প্রথম )

ধূলোকণা  – ৭.৯ (দ্বিতীয়)

আলতা ফড়িং – ৭.৭ (তৃতীয়)

মিঠাই – ৭.৬ (চতুর্থ)

গাঁটছড়া, গৌরী এল – ৭.৪ (পঞ্চম)

এই পথ যদি না শেষ হয় – ৬.৩

উমা – ৬.২

অনুরাগের ছোঁয়া – ৬.১

বোধিসত্বর বোধবুদ্ধি – ৫.৭

খেলনা বাড়ি – ৫.৬

সিরিয়াল বাদেও রিয়্যালিটি শোয়ের মধ্যে দিদি নং ১ এর রবিবারের পর্বের টিআরপি রেটিং ৯.৫। আর সারা সপ্তাহের রেটিং ৩.৭। অন্যদিকে সারেগামাপা এর পয়েন্ট ৭.১। এছাড়া ষ্টার জলসার ইসমার্ট জোড়ি এর এবারের প্রাপ্ত পয়েন্ট ৩.০।